
কুয়াশা মাখা চাদরে, রোদ ছুঁয়ে গেছে উঠোন ~
হিমেল হাওয়ায় দুলিয়ে গেছে সর্ষে ফুলের বন ~
শাখে ডাকে পাখী, প্রকৃতি রুপে সাঝ সাঝ ~
নিঃসঙ্গ প্রহরে, একাকীত্বের ভাঁজ ~
স্বপ্নভুক প্রাণ এক, দিন যায় গুনে গুনে ~
প্রজাপতির ডানায়, জীবনের রঙ বুনে ~
খুঁজে ফিরি বসন্ত বিলাসে প্রাণের উল্লাস ~
ফুলের হাঁসি, দোয়েলের শিষ, সবুজের নির্যাস ~
মায়ার আঁচল, তোমার রেশমী চুলের ঘ্রাণ ~
অন্তিম নিঃশ্বাসে ক্লান্তির পরিত্রাণ ~
পরম স্পর্শে জেগে উঠবে আকাশে নীল ~
একাকীত্বের অবসানে, ভালবাসায় বর্ণীল ~
বারতা নিয়ে আসবে তুমি এক প্রহরে ~
নিরবতা ভেঙে আমার অগোছালো শহরে ।
~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৪/০১/২০২০
ঢাকা ।
২০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভুতি কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
আরজু মুক্তা
একাকীত্বের অবসান ঘটুক
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
একাকীত্বের অবসান ঘটিয়ে আসুক সে-ই কাঙ্ক্ষিত জন। অফুরন্ত শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
কামরুল ইসলাম
ধন্যবাদ
ফয়জুল মহী
গভীর ভাবনার চমৎকার কাব্যিক প্রকাশ করেছেন।
কবিতা পাঠে মুগ্ধ হলাম
কামরুল ইসলাম
ধন্যবাদ
শামীনুল হক হীরা
দারুণ লিখেছেন।। শুভকামনা রইল পাতায়।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
শুভ কামনা
মনির হোসেন মমি
আসতে বলে দিয়েছি-আসবে সে। চমৎকার কবিতা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
রোকসানা খন্দকার রুকু
অপেক্ষা করতে হবে বোঝা যাচ্ছে।
শুভ কামনা রইলো ভাইয়া।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
পপি তালুকদার
“নিরবতা ভেঙ্গে আমার অগোছালো শহরে” আকাঙ্ক্ষার অবসান হোক এই কামনা।ভালো থাকুন।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আহা প্রেম — পরম স্পর্শে জেগে উঠবে আকাশে নীল ~
একাকীত্বের অবসানে, ভালবাসায় বর্ণীল ~
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাইয়া
সাখাওয়াত হোসেন
নীরবতা ভেঙে ভালোবেসে গুছিয়ে দিক জীবনের রং!
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই