সুপ্রিয় ব্লগার / লেখকবৃন্ন্দ আগামী ২৩ সেপ্টেম্বর সোনেলা ব্লগ একাদশ বর্ষে পদার্পণ করবে। সোনেলার দশ বছর পুর্তি উৎযাপন উপলক্ষে সোনেলা ব্লগের সোনালী মানুষদের লেখা নিয়ে সোনেলা ব্লগ এর পক্ষ থেকে  ❝সোনেলা ম্যাগাজিন ২০২২ ❞ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।

এতে থাকবে

ছোট গল্প

কবিতা

রম্যরচনা

স্বাস্থ্যকথা

রান্নার রেসিপি

দেশীয় ফ্যাশন

ছবি আঁকা

ভ্রমণকাহিনী

ইতিহাস/ঐতিহ্য

খ্যাতিমান ব্যাক্তিত্ব নিয়ে প্রবন্ধ

অণুগল্প

চিঠি

এছাড়া সোনেলা ব্লগ নিয়ে ব্লগারদের নিজস্ব অনুভব/মতামত ইত্যাদি ।

ম্যাগাজিনের জন্য যারা লেখা দিতে চান তারা সোনেলা ব্লগে লেখা দিন। যে সমস্ত লেখকদের ব্লগে আইডি নেই, তাদের আইডি করে দেয়ার জন্য যথাযথ সহযোগীতা করা হবে। আইডি সংক্রান্ত তথ্য/প্রশ্নের জবাব পেতে সোনেলা ফেসবুক গ্রুপে   যোগাযোগ করুন।

 

উল্লেখ্য, একজন লেখক একটি বিভাগে একটি এবং যারা একাধিক বিভাগে লিখতে চান তারা সর্বোচ্চ তিনটা বিভাগে একটি করে মোট তিনটি লেখা দিতে পারবেন।

সোনেলা ব্লগ এর নির্বাচক মন্ডলী লেখা নির্বাচিত করবেন। লেখা নির্বাচনের ক্ষেত্রে ব্লগ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত হবে। 

ম্যাগাজিনএ প্রকাশে ইচ্ছুক লেখা গুলোর শিরোনাম এর পাশে ব্রাকেটে “সোনেলা ম্যাগাজিন ২০২২” লিখে দিতে হবে।

যেমন (সোনেলা ম্যাগাজিন ২০২২)

 

ম্যাগাজিনএ অংশ নেবার শর্ত সমুহ -

√ সোনেলার ব্লগার হতে হবে।

√ নিজের লেখায়/ সহব্লগারদের লেখায়/মন্তব্যতে উপস্থিত হতে হবে।

√ ম্যাগাজিনএ প্রকাশের জন্য নিজের লেখা দিতে হবে। কপি-পেস্ট ( অন্যেরলেখা) গ্রহণ করা হবে না।

√ সোনেলা ব্লগ/নিজের ফেসবুক ওয়াল ছাড়া অন্য কোথাও প্রকাশিত হয়েছে এমন লেখা দেওয়া থেকে বিরত থাকতে হবে।

 

ব্লগে লেখা জমা দেয়ার শেষ তারিখ .......৩০/০৭/২০২২খৃষ্টাব্দ

0 Shares

৬৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ