আষাঢ়

জাহাঙ্গীর আলম অপূর্ব ৭ জুলাই ২০২১, বুধবার, ১০:৪৮:২৮পূর্বাহ্ন ছড়া ৬ মন্তব্য
  1. আষাঢ় মাসে বাদল ধারা 
  2. কাঁদায় হাঁটা কষ্ট,
  3. বাড়ির পাশে রাস্তা সব
  4. ভেঙে হয়েছে নষ্ট।
  5. বৃষ্টি পড়ে টিনের চালে
  6. রিমঝিম রে শব্দ
  7. শাপলা তুলে তুলে'রে ভাই
  8. কাটে যাক না অব্দ।
  9. বর্ষাকালে দেয়ার ডাক
  10. শুনে শুনেই শক্ত,
  11. ব্যাঙের গানে ভরা এ প্রাণে
  12. সতত হই ভক্ত।
  13. আষাঢ় এলে মেঘের ভেলা
  14. সতত নামে বৃষ্টি,
  15. ধরার বুকে হঠাৎ করে
  16. হলোই অনা'সৃষ্টি।
  17. বাহির হতে শুধুই মানা
  18. বৃষ্টি সদা ঝরছে,
  19. পিছলে খেলা ভালোই লাগে
  20. ক্ষণে ক্ষণেই পড়ছে।
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ