আলো হারিয়ে চাঁদ

এস.জেড বাবু ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৮:৩১:৪৪অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

সাঁজের বেলায় চিৎকার করিল
দখিনের ধ্রুবতারা,
চন্দ্র মল্লিকা কোথায় হারালে
রাত্রিটা সঙ্গী হারা ।

চাঁদের নিদ্রায় অমাবস্যা আসে
জোছনায় জড়ায়ে আঁধার,
ধূমকেতু সব ভয়ে জড়সড়
কক্ষপথ হারাবার ।

নক্ষত্রপুঞ্জে আসেনি খবর
পূবের ভেজা বাতাসে,
আলোর খোঁজেই উঁকি দেয় তারা
নিত্য সাঁজের আকাশে ।

চন্দ্র মশাই মধ্যাকাশে
কপালে চিন্তার ভাঁজ,
আকাশের বুঝি মনটা খারাপ
শুকতারাটা নেই আজ ।

চিলের ডানায় চিঠি লিখে চাঁদ
ওহে তপ্ত সূর্য্য কিরণ,
কোন সে কারণে আঁধারে হারালে
কোন অভিমানে আত্মগোপন !!

তুমি কি পারোনা থাকতে পাশে
যতক্ষন জাগি আমি,
আমার আঁধারে আলোয় ভরিয়ে
কোথায় গো পালাও তুমি ?

কোন সে লজ্জায় লুকিয়েছ আজি
পশ্চিমে পাহাড়ের আড়ালে ?
কোন সে ভুলে হারিয়েছ হেলায়
লোনা সাগরের অতলে ?

সূর্য্যটা কহে ওরে চন্দ্র, ওরে তারা
আমার নেই কোন অভিমান,
আলো দিতে ছুটি আঁধারের পিছে
নির্ধিদ্বায় অবিরাম ।

রাত ভালোবেসে সন্ধ্যাকাশে
রক্তাক্ত হয়ে জ্বলেছি,
আলো হয়েও আঁধারের পিছে
হন্যে হয়ে ছুটেছি ।

আলোর দুনিয়া পিছনে রেখে
আঁধারে হারিয়েছি মন,
যত কাছে যাই তত দূরে থাকে
দিন রাত, যখন তখন ।

আমায় পেয়ে নীড় ছেড়ে পাখি
ছুটে দিগন্ত পানে,
তাইতো, ভোর হতেই পূবের আকাশে
উঁকি দিই পাখির গানে___॥

-০-

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ