
সাঁজের বেলায় চিৎকার করিল
দখিনের ধ্রুবতারা,
চন্দ্র মল্লিকা কোথায় হারালে
রাত্রিটা সঙ্গী হারা ।
চাঁদের নিদ্রায় অমাবস্যা আসে
জোছনায় জড়ায়ে আঁধার,
ধূমকেতু সব ভয়ে জড়সড়
কক্ষপথ হারাবার ।
নক্ষত্রপুঞ্জে আসেনি খবর
পূবের ভেজা বাতাসে,
আলোর খোঁজেই উঁকি দেয় তারা
নিত্য সাঁজের আকাশে ।
চন্দ্র মশাই মধ্যাকাশে
কপালে চিন্তার ভাঁজ,
আকাশের বুঝি মনটা খারাপ
শুকতারাটা নেই আজ ।
চিলের ডানায় চিঠি লিখে চাঁদ
ওহে তপ্ত সূর্য্য কিরণ,
কোন সে কারণে আঁধারে হারালে
কোন অভিমানে আত্মগোপন !!
তুমি কি পারোনা থাকতে পাশে
যতক্ষন জাগি আমি,
আমার আঁধারে আলোয় ভরিয়ে
কোথায় গো পালাও তুমি ?
কোন সে লজ্জায় লুকিয়েছ আজি
পশ্চিমে পাহাড়ের আড়ালে ?
কোন সে ভুলে হারিয়েছ হেলায়
লোনা সাগরের অতলে ?
সূর্য্যটা কহে ওরে চন্দ্র, ওরে তারা
আমার নেই কোন অভিমান,
আলো দিতে ছুটি আঁধারের পিছে
নির্ধিদ্বায় অবিরাম ।
রাত ভালোবেসে সন্ধ্যাকাশে
রক্তাক্ত হয়ে জ্বলেছি,
আলো হয়েও আঁধারের পিছে
হন্যে হয়ে ছুটেছি ।
আলোর দুনিয়া পিছনে রেখে
আঁধারে হারিয়েছি মন,
যত কাছে যাই তত দূরে থাকে
দিন রাত, যখন তখন ।
আমায় পেয়ে নীড় ছেড়ে পাখি
ছুটে দিগন্ত পানে,
তাইতো, ভোর হতেই পূবের আকাশে
উঁকি দিই পাখির গানে___॥
-০-
২৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চাঁদ আর সূর্যের কথোপকথন ভালো লেগেছে। সূর্য কখনো হারায় না, লুকায় না সে আঁধারের পিছন পিছন থাকে। ভালো থাকুন সবসময়
এস.জেড বাবু
সূর্য কখনো হারায় না
ধন্যবাদ আপু। চমৎকার মন্তব্যে মুগ্ধতা
মনির হোসেন মমি
চিলের ডানায় চিঠি লিখে চাঁদ
ওহে তপ্ত সূর্য্য কিরণ,
কোন সে কারনে আঁধারে হারালে
কোন অভিমানে আত্মগোপন !!
চমৎকার ভালবাসার অনুভুতি।
এস.জেড বাবু
অশেষ শুভেচ্ছা প্রিয় ভাইজান
সাদিয়া শারমীন
খুব সুন্দর কবিতা।
এস.জেড বাবু
অসংখ্য ধন্যবাদ সহ কৃতজ্ঞতা আপু
সুপায়ন বড়ুয়া
“চাঁদের নিদ্রায় আমাবস্যা আসে
জোছনায় জড়ায়ে আঁধার,
ধূমকেতু সব ভয়ে জড়সড়
কক্ষপথ হারাবার ।”
ভয়ে যারা থাকে
আধাঁর নামলেই
খোদা ডাকে বারবার।
ভালো লাগলো শুভ কামনা।
এস.জেড বাবু
চমৎকার বলেছেন-
ধন্যবাদ ভাইজান
রুমন আশরাফ
প্রিয় বাবু ভাই, চমৎকার লিখেছেন। ভাল লাগলো বেশ। তবে বানানের প্রতি একটু যত্নবান হওয়া দরকার।
“ধ্রুবতাঁরা, সঙ্গি, নিত্ত, আমাবস্যা, নিড়, তাঁরা, কারনে, যতক্ষন, দুরে” বানানগুলো শুদ্ধ করবেন আশা করি।
“ধ্রুবতারা, সঙ্গী, নিত্য, অমাবস্যা, নীড়, তারা, কারণে, যতক্ষণ, দূরে”
ধন্যবাদ। ভাল থাকবেন। শুভ ব্লগিং।
এস.জেড বাবু
সেদিনই বানান ঠিক করে দিয়েছিলাম- ধন্যবাদ আপনাকে।
সময়ের অভাবে মন্তব্যে রিপ্লে করতে পারিনি- দুঃখিত ভাইজান।
আন্তরিক শুভেচ্ছা।
সঞ্জয় মালাকার
চিলের ডানায় চিঠি লিখে চাঁদ
ওহে তপ্ত সূর্য্য কিরণ,
কোন সে কারনে আঁধারে হারালে
কোন অভিমানে আত্মগোপন !
চমৎকার লিখনী বাবু ভাই পড়ে বেশ ভালো লাগলো।
এস.জেড বাবু
অশেষ কৃতজ্ঞতা প্রিয় ভাইজান।
ধন্যবাদ অফুরন্ত।
ছাইরাছ হেলাল
আলো আর আধারের এই অবিরত লুকোচুরি
আমরাও ভাবি এই বুঝি পেয়ে গেলাম অজস্র ফুলঝুড়ি,
সহসা ভয় জানান দেয় এই তো আছি আমি কাছাকাছি!
এস.জেড বাবু
মন্তব্য নয় যেন আম ভর্তা-
ভিষন মজার কয়েক লাইন।
ধন্যবাদ প্রিয় লিখক।
ত্রিস্তান
রাত ভালোবেসে সন্ধ্যাকাশে
রক্তাক্ত হয়ে জ্বলেছি,
আলো হয়েও আঁধারের পিছে
হন্যে হয়ে ছুটেছি ।
আলোর ধর্মই হলো আঁধারে ফুসফুস ভেদ করে তাকে নিশ্চিহ্ন করা। অনেক গভীর মর্মোপলব্ধি…
এস.জেড বাবু
সমস্ত আঁধারের বুক ভেদ করেই আলোকিত হউক যত অন্ধকার।
আমরা আলোকিত পৃথিবী চাই।
শুভেচ্ছা ভাইজান।
ফয়জুল মহী
মুগ্ধকর উপস্থাপন, প্রিয় শুভ কামনা অহর্নিশি। ♥♥।
এস.জেড বাবু
ধন্যবাদ প্রিয় ভাইজান,
অনুপ্রাণিত হলাম।
আরজু মুক্তা
আলো আর আঁধার একি অন্যের পরিপুরক।
ভালো লাগলো।
এস.জেড বাবু
আঁধার থাক- চাঁদ হাসবে
আলো থাক- দুনিয়া হাসবে
সবাই হাসুক-
শুভেচ্ছা আপু- অশেষ ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
আলো ছাড়া আঁধার
আঁধার ছাড়া আলো
সম্পূর্ণই অসম্পূর্ণ
চমৎকার লিখেছেন ভাইয়া 👏👏
এস.জেড বাবু
সত্যি বলেছেন,
আঁধার আছে বলেই জোনাকিরা সুন্দর।
কৃতজ্ঞতা প্রিয় আপু।
জিসান শা ইকরাম
ছন্দ মিলানো কবিতা ভাল লেগেছে খুব।
এস.জেড বাবু
কৃতজ্ঞতা ভাইজান।
মন্তব্যে অনুপ্রাণিত / আপ্লুত।
ধন্যবাদ আপনাকে।
ইসিয়াক
খুব সুন্দর।
এস.জেড বাবু
কৃতজ্ঞতা আর শুভেচ্ছা প্রিয় লিখক।
অশেষ ধন্যবাদ।