আলো-কালো

সীমা সারমিন ১ নভেম্বর ২০১৩, শুক্রবার, ০২:৫৮:৩৬পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

আলো- কালো 

সীমা সারমিন 

ভাসতে থাকে মনটা আমার
খোঁজে নতুন আলো।

খুঁজতে গিয়ে ভয় যে দেখায়
রাতের আঁধার কালো,
বলে আমায় মটকাবো ঘাড়
যদি খোঁজ আলো।

আলো বলে ভয় পেওনা
আমি তোমার আলো,
কাটিয়ে দেব তোমার মনের
সব ভয় গুলো।

কালো বলে কান দিয়ো না
যাই বলুক আলো,
আমার কাছে এলে তোমার
হবে অনেক ভালো।

আমি বলি রাগ করোনা
তুমি ও ভাই কালো,
আলো ছাড়া তোমায় আমি
কোথায় পাব বল?

আবার বলি আলো ও ভাই
তুমিই এবার বল,
কালো ছাড়া তুমি কি
থাকতে পারবে ভালো?

সব মিলিয়ে আলো কালো
দুজনেই তোমরা অনেক ভালো।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ