
আলো আসে ওখানেও
——————————–
মাঝে মাঝে কেউ কেউ বলেছেন, “বই বের করো।”
বিষয়টা কখনও গুরুত্ব দিয়ে ভাবিনি তখন। আসলে মনে হত, কী এমন লিখি, আর তা দিয়ে একটা বই? কে পড়বে, কে কিনবে? তারচেয়ে কখনও কখনও ফেসবুকে, পত্রিকায় লেখা দিই, কিছু সুহৃদ-এর ভালোবাসা পাই, এই-ই যথেষ্ট।
কিন্তু এভাবে লেখাগুলো থাকবে?
হারিয়েই যাবে একসময়!
একজন প্রিয় সুহৃদ -এর এমন কথায় ভাবনা আসে মনে। সত্যিই তো! যা লিখি, যতটুকু লিখি, সেটুকুই বেশ কষ্টসাধ্য আমার জন্যে। সেই কষ্টের ফসলগুলো যদি হারিয়ে যায়! ওগুলোতে তো আমার মায়া-মমতার অনেকখানিই জড়িয়ে আছে। ঠিক যেমন জড়িয়ে আছে আমার সন্তানদের গায়ে আমার মায়া, আমার মমতার পরশ!
ভাবনা বাড়ে, লেখাগুলো জড়ো করে মলাটে বন্দী করার প্রয়াসে সঙ্গী হলেন প্রিয় সুহৃদ। এবং অবশেষে বই এলো সুন্দর পরিপাটি প্রচ্ছদে। বই নয়, এটা যেন আমার ছোট ছোট স্বপ্নের জোড়াতালি।
মোট ১৪ টি গল্প নিয়ে আমার প্রথম বই
“আলো আসে ওখানেও”।
নিতান্ত আটপৌরে জীবনে কখনও কখনও অনুভবগুলো ধরা দেয় একেবারে ভিন্নভাবে। জন্ম থেকে শিশুকাল, তারপর কৈশোর, যৌবন, বার্ধক্য আসে সময়ের গতিতেই। জীবনের অলিগলিতে জমা হয় নানারকম বোধ, তৈরি হয় নানা কাহিনী। এই কাহিনীরা একেকসময় ধরা দেয় একেকরকম ভাবে। কখনও একাকিত্ব, কখনও হাহাকার, কখনও বা বিবেকের দংশন। কখনও আবার প্রেম কিংবা শুধুই স্বপ্ন। ধরা দেয়া এসব কাহিনীর মধ্য থেকে কিছু কাহিনী আশ্রয় পায় অক্ষরের ভিড়ে। কথা বলে ওঠে তারা নিজেদের ভাষায়, হয়ে ওঠে একান্ত নিজেরই গল্প।
তেমনই কিছু গল্প নিয়ে আমার বই “আলো আসে ওখানেও” এবং বইয়ের প্রথম গল্পটিও একই শিরোনামে। অন্ধগলির বাসিন্দা ববিতার গল্প এটি। অজ পাড়া গাঁয়ের ছোট্ট মেয়ে ফুলির ধীরে ধীরে ববিতা হয়ে ওঠার করুণ চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি এই গল্পে। আশাকরি ভালো লাগবে সবার।
একাকী জয়া সিঁড়ির পর সিঁড়ি অতিক্রম করে অবশেষে পৌঁছায় ধবধবে জ্যোৎস্নালোকিত কাঙ্ক্ষিত ছাদে। তবু কি একাকীত্ব ঘুঁচলো তার?
“সামনে সিঁড়িপথ” এমনই এক অনিশ্চয়তার গল্প।
বাদল। নির্লিপ্ত স্বপ্নহীন জীবন তার। বহু চেষ্টার পর নানা রঙের স্বপ্ন ছড়িয়ে দিতে সক্ষম হয় স্বপ্নচাষী তার দু’চোখের পাতায় ।
“স্বপ্নচাষী” ….. সবার চোখে স্বপ্ন বুনে দেয়ার গল্প।
গ্রামের সহজ সরল এক ভ্যানচালকের আটপৌরে কাহিনীর সাথে রূপকথার মিশ্রণে লেখা গল্প
“আলাদীনের চেরাগ এবং…. …”
এছাড়া বইটিতে রয়েছে
ঘানি
অতিক্রম
দলছুট প্রজাপতি
বিষধর
শোরগোল অতঃপর সহ মোট ১৪ টি গল্প।
ভিন্ন ভিন্ন আঙ্গিকে জীবনের খুঁটিনাটিগুলো তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস এই গল্পগুলো। এটিই প্রথম বই আমার। প্রথম বই নিয়ে সবার মাঝে যে আবেগ কাজ করে , আমিও তার ব্যতিক্রম নই।
সবার প্রতি আহ্বান রইল বইটি সাদরে গ্রহণ করার জন্য। তাহলেই সার্থক হবো আমি, সার্থক হবে আমার স্বপ্নের জোড়াতালি দেয়া-
“আলো আসে ওখানেও”
সোনেলা পরিবারের সদস্য হিসেবে আমার সেই আবেগকে ভাগ করে নিলাম সবার সাথে। আমার এই পোস্ট উৎসর্গ করছি সকল সোনেলা প্রেমীদের।
আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা সবার প্রতি।
বইটি প্রকাশিত হয়েছে “অনুপ্রাণন” প্রকাশনী থেকে এবং প্রকাশক সম্পূর্ণ বিনা খরচে আমার বইটি প্রকাশ করেছেন। শর্ত একটাই, ১০০ কপি বই বিক্রির দায়িত্ব নিতে হবে আমাকেই। তাই বইটি এখন আমার কাছ থেকেই পাওয়া যাবে ২২০ টাকা বিকাশ এর মাধ্যমে।
বিকাশ নম্বর – 01719933548
২৬টি মন্তব্য
নিতাই বাবু
অভিনন্দন! আপনার জন্য শুভকামনা সারাক্ষণ। সাথে শারদীয় শুভেচ্ছাও।
রেহানা বীথি
দাদা, শারদীয় শুভেচ্ছা আপনাকেও।
তৌহিদ
সোনেলার পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন আপু। সোনেলা আপনাকে পেয়ে গর্বিত। একজন লেখক যখন তার নিজের বই প্রকাশনার আনন্দটুকু পাঠকের সাথে ভাগাভাগি করেন এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারেনা। আপনার অনুভূতিকে সম্মান জানাচ্ছি শ্রদ্ধাভরে।
বইটি নিয়ে একটি রিভিউ লেখার ইচ্ছে আছে।
রেহানা বীথি
ভাই, অশেষ কৃতজ্ঞতা জানাই
আরজু মুক্তা
অভিনন্দন আপু।
রেহানা বীথি
ভালোবাসা জানবেন আপু
মোঃ মজিবর রহমান
আপনা সোনেলা যেভাবে আত্বায় জড়িয়ে, হ্রিদ্দরতায় বেধেছে আপনার লেখাকে বইকেও সেভাবেই গ্রহন করব ইন শাল্লাহ।
আপনাকে অভিনন্দন আপু।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপু। শুভেচ্ছা রইল।
জিসান শা ইকরাম
আপনি সোনেলার ব্লগার, সোনেলার একজন বই প্রকাশিত হয়েছে, এটি আমাদেরও গর্ব।
বইটি সংগ্রহে রাখবো আশাকরি।
কিভাবে বইটি পাওয়া যাবে তা পোষ্ট এডিট করে লিখে দিন।
সোনেলা প্রেমীদের জন্য বইটি উৎসর্গ করেছেন দেখে অনেক অনেক ভালো লাগলো।
শুভকামনা।
রেহানা বীথি
ভাইয়া, আমি কৃতজ্ঞ সবার প্রতি।
পোস্ট এডিট করে দিলাম।
আহমেদ ফাহাদ রাকা
অনেক অনেক অভিনন্দন আপনাকে ♥️♥️বইয়ের নামটা অনেক সুন্দর হয়েছে আলো আসে ওখানেও
আর তারই সাথে আলো এলো এখানেও অর্থাৎ সোনেলায় ❤️
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
ইঞ্জা
অভিনন্দন প্রিয় আপু, আপনার বই বের হয়েছে শুনে খুব আনন্দ পেলাম, আরও খুশি হবো যদি বইটি আপনার হাত থেকে নিতে পারি, কবে ঢাকায় আসবেন জানাবেন প্লিজ। 😊
রেহানা বীথি
বইমেলায় যাওয়ার ইচ্ছে আছে ভাইয়া। দেখা যাক। গেলে যোগাযোগ করবো। ভালো থাকবেন।
ইঞ্জা
ইনশা আল্লাহ
বন্যা লিপি
প্রানঢালা অভিনন্দন আপনাকে। বইটা সংগ্রহে রাখতে চাই।
প্রত্যেকটি লেখাই একজন লেখকের কাছে সন্তানের মতো যত্নের। আপনার প্রতি শুভ কামনা।
রেহানা বীথি
অনেক ভালোবাসা আপু
ছাইরাছ হেলাল
এমন একটি আনন্দ-দিনে আপনার আকাঙ্খা পরিতৃপ্ত হোক
এ কামনা রাখি সোনেলাদের সাথে নিয়ে।
অবশ্যই বইটি সংগ্রহে থাকবে।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা ও অভিনন্দন দিদি
রেহানা বীথি
ধন্যবাদ ভাই
চাটিগাঁ থেকে বাহার
আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন! আপনার বইয়ের বহুল প্রচার ও বিক্রি কামনা করছি।
এই ব্লগের আর কার কার লেখা বই বের হয়েছে জানতে পারলে খুশি হতাম।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
শাহরিন
আপু আপনার লিখিয়ে জীবন আরো বিস্তৃত লাভ করুক এই কামনা করি। অনেক অভিনন্দন আর ভালোবাসা নিবেন। বইটা কোথায় পাওয়া যাবে আপু?
রেহানা বীথি
আপু, পোস্টের নিচে দেয়া নাম্বারে ২২০ টাকা বিকাশের মাধ্যমে বইটি পাবেন। ইনবক্সে আপনার ঠিকানা আর ফোন নাম্বার লাগবে।