আলো আলোয় পবিত্র ভাবনা

ছাইরাছ হেলাল ২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ০৯:১৯:১১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

 

সন্ধ্যার স্রোত-জল,
সোনা-রোদের কথা ভুলিয়ে দেয়,
যে রোদ শিশিরের ঘুম ভাঙ্গিয়েছিল
বিষণ্ণ-সুখ-রাতের কথা ভুলিয়ে,
হেসে হেসে সবাইকে জাগিয়ে
দুর্বলের ভীরু অন্তরে স্বপ্ন-বীজ বুনেছিল,
খুলে দিয়েছিল আবির্ভাবের উজ্জ্বল বাসনা
স্তিমিত চোখের সামনে;

জেগে ওঠা দেশী রোদ্দুর জানান দেয় কাব্য কথায়
অসীম আলোকময় পবিত্র ভাবনার।

এই দেখ, নিয়ে এসেছি শরত-শুভ্রতা
এক চিমটি পেঁজা-তুলো-মেঘ,
নিদ্রালু চোখে বেঁচে থাকার মায়া মুকুল পরমায়ু
ক্লেদ মুক্ত সিনানে;

এবারের আলোক সন্ধ্যা
আমাদের পৌঁছে দেবে সমুদ্র পাড়ের মুক্তি-বন্দরে।

ছবি নেটের।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ