আলোর রশ্মি

সঞ্জয় মালাকার ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ১১:৪৮:০৪পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য
  • দিবস মানে একটা দিন মাত্র,
    আর ভালোবাসা মানে প্রতিটা মুহূর্ত।
  • আলোর রশ্মি,,
  • তুমি চির কাল রবে মা-গো
    মোর এ হৃদয়ে
    কল্পনায় নয় মা-গো দুটি নয়নে।
    মা-গো তিমির কাণ্ডার তুমি
    আলো রশ্মি,
    এবিশ্ব ভুবনে তুমি মাগো স্নেহ ময়ী।
  • মা-গো উদয় অস্ত প্রকৃতি জল বাযু
    তোমার স্নেহের কাছে হয় নত,
    তুমি স্থীর শান্তি সৃষ্টি উৎপত্তি,
    তোমার হাতেই তো জগৎ পুষ্ট!
    মা-গো বসন্ত কামিনী যামিনী রায়
    দিবস উৎসবের প্রতিটি পাতায়,
    মা-গো তোমার চরণ তুলে রখি আমার মাথায়!
  • মা-গো উৎসব আনন্দ প্রতি মূহুর্ত
    তোমার কাছে হয় নত,
    মা-গো জীবন দশায় দেখেছি আমি
    তুমি হোও ক্ষতবিক্ষত!
    মা-গো উৎসব আনন্দ একটা দিন
    আমি তোমার কাছে থাকতে চাই মা চিরদিন।
  • মা-গো সৃষ্টি যতো ধরণী
    তোমার চরণে নেয় ক্ষমা সমাপ্তি,
  • সঞ্জয় মালাকার // ১৫/০২/২০২০/
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ