- সাঁঝ হলো আঁধার ঘনিয়ে এলো
- বসেছে আলোর মেলা,
- জোনাকিরা তৈরি আছে
- দেখাবে আলোর খেলা।
- বাজলো তোমার আলোর বেণু
- জগৎ মাঝারে,
- জগতটা যে ভরে গেছে
- অশুভের আঁধারে।
- সত্যের আলো জ্বালিয়ে দূর করব
- তাই না রে,
- অশুভর কালো ছায়া নিয়েছে আঁকড়ে
- জগতের সব কাজে রে।
- কি ভাবে রক্ষা করব জগতকে
- পথ দেখাও প্রভু,
- চড়াই-উতরাই বাইতে দাও আমারে
- আমি তা বাইনি কভু।
- সত্যের আলো দিয়ে
- সব করব জয়,
- সত্য যে সর্ব গমনের সোপাংশ
- কোনো সন্দেহ নাই।
- রচনাকালঃ
- ১২/১২/২০১৯
৪৫১জন
৩৮৪জন
৪টি মন্তব্য
হালিমা আক্তার
সত্যের আলো প্রস্ফুটিত হোক। দূর হোক আঁধার। শুভেচ্ছা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সদা।।।
শুভকামনা রইল।।
আরজু মুক্তা
সত্য ছাড়া জয় সম্ভব নয়
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন।।।
শুভকামনা রইল।।।।