এ এক অদ্ভুত বিহ্বলতা, (আমাকে)ঘিরে ধরে,
ঘিরে রাখে, ঝুপ করে নামা, বিকেল-বৃষ্টি;
হুট করে ঢেকে দেয়া সকাল-কুয়াশা,অসময়ে;
মন্দ লাগে-না, সকাল-সন্ধ্যায় এই উত্যক্ততার খুনসুটি।

কৃষ্ণচূড়ার পথ ধরে হারিয়ে যাওয়ার ভান করে
লুকিয়ে যায়, হঠাৎ ছুঁয়ে যাওয়া কুয়াশা-বৃষ্টি,
বিহ্বলতায় থমকে যেতে মন্দ লাগে না,
বিরক্ত হতেও;

হঠাৎ ফিরে আসে আলোক-বন্যা,
চোখ ধাঁধিয়ে চোখ ছুঁড়ে বলে,
এই তো,
এই যে আমি, আলোক-সুন্দর।

ছবি......নেটের

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ