
নির্ঘুম রাত্রি শেষে ঘোলাটে সকাল এসে জানান দিলো, আজ ভালো থাকবে না তুমি..
কেন? জানতে চাইতেই উত্তর এসেছে..
আজ ভাল্লাগেনার দিন।
তাই বুঝি! বেশ আজ নাহয় ভাল্লাগেনার সাথেই দিন কাটাবো।
শুনে তার সেইকি হাসি! সত্যি বলছো? আজ আমায় নিয়েই থাকবে?
তারপর থেকে ভাল্লাগেনার সাথেই সময় কাটাচ্ছি। ও কিছুক্ষন পরপর এসে দেখে যায়.. আমায় জিজ্ঞেস করতে ভুলেনা। এখন কি করছো? কার সাথে আছো? ভালোবোধ করছো কি?
তাকে কি করে বলি, ভালো নেই আমি। তুমি সময়ে-অসময়ে এসে উঁকি দাও বলেই সকালটাকে ঘোলাটে মনে হয়। উজ্বল রোঁদের মাঝেও বৃষ্টির দেখা মেলে, আর বেলা গুলো কাটে সময়ের বালুঘড়ির ছন্দে।
এখন উঠতি বিকেল। ভাল্লাগেনা বসে আছে শিয়রের পাশেই। চুপচাপ নিঃশ্বাস-প্রশ্বাসের তালে জানান দিচ্ছে তার উপস্থিতি। আমি অপেক্ষা করছি, এক আলোকিত সন্ধ্যার। যখন ভালো লাগা এসে বলবে " ভালো আছো? "..
Thumbnails managed by ThumbPress
২৮টি মন্তব্য
বন্যা লিপি
হাজির!!! আসছি পরে উপযুক্ত মন্তব্যে।
সাবিনা ইয়াসমিন
কবে আসবে?
আরজু মুক্তা
ভাল্লাগে না,,,,
আমারও সারা বিকেল,সারা সকাল।
ভালো লাগাকে আমার কাছে পাঠিয়ে দিয়েন।
শুভকামনা।
হিং টিং ছট।দ্রুত আপুর মন ভালো করে দিয়ো আসো।
সাবিনা ইয়াসমিন
তারমানে ভালো লাগা আপনার কাছেই ছিলো !!
শাহরিন
হা হা হা। আপনার ওখানে কিছুক্ষন উঁকি দের আর এখানে কিছুক্ষণ।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, ভাল্লাগেনার স্বভাব মনেহয় উড়নচন্ডি। তাই এক জায়গায় স্থির থাকেনা। 😀
ছাইরাছ হেলাল
শিয়রে-ই যদি থাকে এমন ভাল্লাগেনা
ভালো লাগার ঠাই হবে না আর এ-তল্লাটে,
তাও ভাল চুপি চুপি চুপের নিঃশ্বাস,
উথলে ওঠেনি হারিয়ে দিগ্বিদিক।
সাবিনা ইয়াসমিন
ভাল্লাগেনা কে মেনে নিলে কোন কিছুই হারানোর ভয় থাকেনা। ভাল্লাগেনাই ভালো লাগা কে ডেকে আনে।
তৌহিদ
কিছু সসময় ভাল্লাগেনা নিয়েই থাকতে হয়। ইচ্ছে না থাকলেও মেনে নিতে হয়। আলোকিত সন্ধ্যারা একরাশ ভালোলাগা নিয়ে আসুক আপনার কাছে।
শুভকামনা রইলো ☺
সাবিনা ইয়াসমিন
আমিও তাই বলি। ভাল্লাগেনার সাথে মাঝে মধ্যে সময় কাটানো ভালো। এতে ভালো লাগার গুরুত্ব বাড়ে।
ধন্যবাদ তৌহিদ ভাই। শুভ কামনা 🌹🌹
মাসুদ চয়ন
মাঝে মাঝে এমন উপলক্ষে শামিল হতে হয়।মানব জন্ম বলে কথা।যেখানেই রঙ সেখানেই রংহীনতার নির্জাস।খুব পরিপাটি কাব্য বোধ।
সাবিনা ইয়াসমিন
যেখানেই রঙ, সেখানেই রঙহীনতার নির্যাস!! দারুন বলেছেন।
শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
যেখানে আলোকিত সন্ধ্যা
আর নদীর পাশ ঘিরে ডাহুক পাখির নীড়।
কাব্যকথনে ফিরে আসুক একরাশ মুগ্ধতার ভালো লাগা।
সাবিনা ইয়াসমিন
ভালো থেকো প্রদীপ, শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
যে কোন কিছুকেই ভালোবাসার অদ্ভুত ক্ষমতা থাকে অনেকের,
লেখার চরিত্রে এমন একজনকে ফুটিয়ে তুলেছেন,
অনিচ্ছুক হলেও ভালো লাগেনার সাথেও সে থাকতে পারছে,
ভালো লাগেনা আনন্দিতও এতে।
ভালো লাগা এসে গেলে কি এত ভালো লেখা আসবে?
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
কিছু মানুষের সব কিছুই ভালো থাকে, তার সব কিছু ভালোও লাগে।
ধন্যবাদ, শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
ভাল্লাগে না এখন এক অনুভুতির নাম।
সাবিনা ইয়াসমিন
ভালো লাগা আর না লাগা দুটো একই মুদ্রার দুইপিঠ। একটা নিলে অপরটি এমনিতেই চলে আসে। হু, উপলব্ধিই বটে..
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
ভাললাগেনা প্রসুন সকালেই। আবার সঙ্গীও এই মুহুরতে ভাল্লাগেনার পাশে থেকে দিন পার করলেন। যাক এইমুহুরতে সুজন পেয়ে সুন্দর সময় পার করলেন। ভাল লাগল। শুভ কামনা ।
সাবিনা ইয়াসমিন
যে আপন হয়ে পাশে থাকে তার মতো সুজন আর হয়না। ভালো মন্দ সব মেনে নিয়েই খুশি থাকতে হয়, সুখী হতে হয়।
শুভ কামনা মজিবর ভাই। ভালো থাকবেন। 🌹🌹
মোঃ মজিবর রহমান
ভালো মন্দ সব মেনে নিয়েই খুশি থাকতে হয়, সুখী হতে হয়। ঠিক তাই।
আসিফ ইকবাল
ভাল্লাগেনা-র না-এর পিঠে ডানা বসিয়ে দিলেই হয়? না উড়ে চলে গেলেই হয়ে যাবে সব মধুময় 🙂
সাবিনা ইয়াসমিন
ডানা লাগাবো, আবার উড়তেও মানা!! এটা কেমন কথা ?
আসিফ ইকবাল
ভাল্লাগে “না”-এর “না”-কে ডানা ঝাপ্টিয়ে উড়ে যেতে দাও। অতঃপর পড়ে থাকবে শুধু “ভাল্লাগে” 🙂
সাবিনা ইয়াসমিন
ধুর…..এত হেয়ালী ভাল্লাগেনা।
লেখা দিচ্ছেন না কেন?
শিরিন হক
ভালো থাকতে চাই। কোথা থেকে যে বেটা ভালোলাগেনা চলে আসে।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, ভালোলাগা / ভালোলাগেনার লিঙভেদ আছে বুঝি !! 😀😀
মোহাম্মদ দিদার
ভাল্লাগেনা” অগনিত পাখা বিশিষ্ট পাখি, যে একবার পাখায় ভর দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যেতে পারে। একি সাথে অনেকের উপর ভর করতে সক্ষমহয়।
কিছু বিষন্ন সময়ে সে আমার উপরেও ভর করে।