আলোকিত সন্ধ্যা

সাবিনা ইয়াসমিন ৯ জুলাই ২০১৯, মঙ্গলবার, ০৩:৩৫:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

নির্ঘুম রাত্রি শেষে ঘোলাটে সকাল এসে জানান দিলো, আজ ভালো থাকবে না তুমি..
কেন? জানতে চাইতেই উত্তর এসেছে..
আজ ভাল্লাগেনার দিন।

তাই বুঝি! বেশ আজ নাহয় ভাল্লাগেনার সাথেই দিন কাটাবো।
শুনে তার সেইকি হাসি! সত্যি বলছো? আজ আমায় নিয়েই থাকবে?

তারপর থেকে ভাল্লাগেনার সাথেই সময় কাটাচ্ছি। ও কিছুক্ষন পরপর এসে দেখে যায়.. আমায় জিজ্ঞেস করতে ভুলেনা। এখন কি করছো? কার সাথে আছো? ভালোবোধ করছো কি?

তাকে কি করে বলি, ভালো নেই আমি। তুমি সময়ে-অসময়ে এসে উঁকি দাও বলেই সকালটাকে ঘোলাটে মনে হয়। উজ্বল রোঁদের মাঝেও বৃষ্টির দেখা মেলে, আর বেলা গুলো কাটে সময়ের বালুঘড়ির ছন্দে।

এখন উঠতি বিকেল। ভাল্লাগেনা বসে আছে শিয়রের পাশেই। চুপচাপ নিঃশ্বাস-প্রশ্বাসের তালে জানান দিচ্ছে তার উপস্থিতি। আমি অপেক্ষা করছি, এক আলোকিত সন্ধ্যার। যখন ভালো লাগা এসে বলবে " ভালো আছো? "..

36 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress