আলোকিত ভোরের অপেক্ষায়

সাবিনা ইয়াসমিন ২৬ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ০৫:৩৮:১১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

দুইয়ের পৃষ্ঠে ছয় ডানার এক পাখি উড়ে যায় অবিরাম
রাতের আঁধার বিদীর্ণ করে,
নদীর আকাশ ছাড়িয়ে
প্রমত্তা ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে পৌঁছুতে চায়
আমাদের স্বপ্ন-আঁকা সেই সবুজ মাঠে..
যেথায় রাশি-রাশি সোনালী দিন-দিনপঞ্জি গুজে দিয়েছিলাম অনাগত দিনের অপেক্ষায়,

জেগে থাকা স্বপ্নের ঘোরে ভুলেছি ঘুমের নিমন্ত্রণ,
আমাদের জাগরণে সমৃদ্ধ করেছি বেঁচে থাকার রসদ,
বেঁচে উঠেছি মৃত্যু সম-আলিঙ্গনের আকাঙ্ক্ষায়,
দূর্বার আকাঙ্ক্ষা আমাদের একত্রিত করেছিলো
নির্দিষ্ট তাড়নায়..
বৃষ্টি-কণার বিনিময়ে আমরা গ্রহণ করেছি নিষিদ্ধ হেমলক,
হৃদয় মন্থনে স্রোতস্বিনী রুপ নিলো আনন্দাশ্রু;
প্রতি অশ্রু-কণা সাক্ষী হলো স্বরণীয় বর্ণ-অক্ষরে..

স্মৃতির পাহারায় জেগে থাকি
ভোরের পাখির ঘুম ভাঙার আগে যদি তুমি ডেকে উঠো,
যদি আজ আবার ফিরে আসো
এক আলোকিত সকাল নিয়ে,
তবে প্রশান্তির ভোর হবো তোমায় ঘিরে
আমায় নিরব পেয়ে যেন ফিরতে নাহয় তোমায়,

কত আশা-অপেক্ষারা দিন হারায় সন্ধ্যার বাঁকে,
বুকের অসীম আকাশে নির্বাক পাখিটা ওড়ে,
এক ভোর হতে অন্য ভোরে
নির্মল এক পাখি ডাকা ভোরের অপেক্ষায়...

★ অ-কবিতা
* ছবি-নেট থেকে

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ