আলো – আঁধার

পপি তালুকদার ২২ মার্চ ২০২১, সোমবার, ০১:৪৫:২১পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য

হেঁটে চলেছি অসীম শূন্যতার গহ্বরে…...

দিগ্বিদিক জ্ঞান হারিয়ে..

দুচোখে সীমাহীন স্বপ্ন, পূর্নতার লোভে।

অতিদূর দূর হতে এসেছিলো আভাস,

খুঁজিতে খুঁজিতে বয়ে গেছে বেলা- অবেলা,

 

পাখি খুঁজেছে তাহার নীড় গহীন অরন্যের মাঝে,

আমিও তার লাগি পথভ্রষ্ট পথিক বেশে..

জীবন নাহি পেয়েছে গতি পরাবাস্তবতার দ্বারে।

তবুও স্বপ্নের দুয়ারে কড়া নেড়ে গেছে অবিরত....

 

আঁধারের মাঝে জোনাকির আলোর খেলা,

সেকি এক পূর্নতা! হারিয়ে ফেলি হৃদয় আমার পেয়েছিলো যত ব্যথা।

আলো- আঁধারের কাব্য হবেনা শেষ জীবনের সন্ধিক্ষণে।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ