
মদনা টিয়ার লিংক এখানে- লাল-বুকের মদনা টিয়া
*
কুষ্টিয়ায় গিয়েছিলাম মূলত দুধরাজ পাখির ছবি তোলার জন্য। ঘটনাটি ছিল ২০১৫ সালের এপ্রিল মাস। রাতের বাসে কুষ্টিয়া রওনা হলাম। ভোরে কুষ্টিয়া শহরের বাসিন্দা ছোট ভাই শাফায়াত বাস স্ট্যান্ডে এসে আমাদের রিসিভ করলো। পরে সেখান থেকে তাঁর বাসায় নিয়ে গেল। সাফায়াত মূলত ঢাকার উত্তরায় থাকে। কুষ্টিয়া যেতে হয় প্রতিমাসে বাড়ি ভাড়া ও দোকান ভাড়া সংগ্রহের জন্য। ওদের বাড়িটি মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা। পুরা বাড়িটা নান্দনিক কারুকাজ ও হরেক প্রজাতির ফলজ গাছে পরিপূর্ন। ওর বাড়িতেই জলপাই গাছে আমি প্রথম সিপাহী বুলবুল পাখির ছবি তুলেছিলাম। যদিও ছবি ভাল হয়নি, তারপরও রেকর্ড শট হিসেবে আজও রেখে দিয়েছি। খানিকটা বিশ্রাম নিয়ে সকালের নাস্তা শেষ করে শহর থেকে ২০ কিলোমিটার দূরে আলমডাঙ্গায় আমাদের নিয়ে গেল। সেখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিশাল জমি। বড় বড় বেশ কয়েকটি পুকুর আর নানান গাছে পরিপূর্ন পুরা এলাক জুড়ে। সেখানেই দুধরাজ পাখির আনাগোনা ছিল।
আমরা একটি বাঁশ বাগানের ভিতর দুধরাজ পাখি খুঁজছিলাম। হঠাৎ টুই..টুই...টুই শব্দ কানে ভেসে আসলো। পাখিটির ডাকে বুঝতে পারলাম কোন টিয়া প্রজাতির পাখি হবে। তবে সবুজ টিয়া পাখি যে নয় সেটা আমি বুঝতে পারলাম। আমার কাছে ভিন্ন প্রজাতি টিয়া পাখির ডাকের শব্দ মনে হওয়ায় দুধরাজ পাখি থেকে নিজেকে নিবৃত্ত রাখলাম। বাঁশ বাগানের পাশের গাছে মনোনিবেশ করলাম। হঠাৎ গাছের পাতা নড়ে উঠলো। চোখ চলে গেল সেই পাতার দিকে। এমন সময় দেখলাম হলদে-সুবজ রঙের দুটি পাখি বের হয়ে আসলো। আমি বোকা হয়ে গেলাম। দূর্লভ পাখি দুটি এখানে দেখবো তা ছিল আমার কল্পনার বাহিরে।
হীরমন টিয়া (ছেলে)
দূর্লভ ও আমাদের দেশীয় এই পাখিটি ছিলো Plum-headed parakeet বা হীরামন টিয়া। অঞ্চল ভেদে লালমাথা বা আলুবোখারামাথা টিয়া নামেও পরিচিত। আলুবোখারামfথা টিয়া Psittaculidae পরিবারের ৩৭সেঃমিঃ দৈর্ঘ্য ও আকার ভেদে ৫৬-৮০ গ্রাম ওজনের দক্ষিন-পূর্ব এশিয়ার আবাসিক পাখি। এরা আমাদের দেশীয় পাখি। সবচেয়ে মজার ব্যাপার হলো ৩৭সেঃমিঃ দৈর্ঘ্যের মধ্যে লেজই প্রায় ২২ সেঃমিঃ। এদের পালক হলদে-সবুজ বা হালকা সবুজ। ঠোঁট হুকের মতন বাঁকানো। নীলচে সবুজ লেজটি সরু। যার আগ্রভাগ সাদা। ছেলে ও মেয়ে পাখির মধ্যে প্রার্থক্য আছে। পুরুষের মাথার রং আলুবোখারা (Plum) ফলের মত গাঢ় বেগুনী-লাল। চিবুক কালচে রংয়ের। ঘাড় ও গলা জুড়ে রয়েছে কালো বন্ধনী। যা চিবুকের কালো রঙের সঙ্গে মিশে গেছে। কাঁধে মেরুন লাল দাগ। মেয়ে পাখির মাথার রং হালকা ও ধূসর। যা হলদ রং দিয়ে ঘেরা থাকে। এমনকি কাঁধের উপরের দাগটিও হলুদ থাকে। উভয়ের পা, আঙ্গুল ও পায়ের পাতা সবুজাভ-ধূসর। এদের মাথায় দাগ ও রঙের মাধ্যমে কইরাদি টিয়া থেকে পৃথক করে চেনা যায়।
হীরামন টিয়া বনের শেষ প্রান্তে যেখানে কৃষি জমির সঙ্গে মিশেছে সেখানে ফলের বাগান ও খোলা বনের গাছে থাকতে পছন্দ করে। সচারচর এরা ছোট ছোট দলে থাকে। পাকা ফল,ফুল ও ফসল পেলে খাবারের জন্য গাছ থেকে নীচে নেমে আসে। খাদ্যতালিকায় রঙ্গিন পাকা ফল, ফুলের রেণূ, শস্যদানা,ফুলের পাঁপড়ি ও ফুলের মধু রয়েছে। এরা অন্যান্য টিয়া পাখি থেকে একটু নম্র স্বভাবের ও লাজুক হয়ে থাকে। উড়ার সময় টুই,টুই,টুই শব্দ করে। এদের স্বরে কোন মধুরতা নেই। কর্কশ স্বরে ডাকে।
জানুয়ারী থেকে এপ্রিল মাস এদের প্রজননকাল। প্রজননকালে বড় গাছের খোঁড়লে বা অন্যান্য খোঁড়লি পাখির পরিত্যাক্ত বাসায় বাসা বানায়। স্ত্রী পুরুষ দুজনে মিলেই বাসা তৈরী করে। নিজেদের বানানো বাসায় স্ত্রী পাখিটি সাদা বর্ণের ৪-৬টি ডিম পাড়ে। উভয়েই পালাক্রমে ডিমে তা দেয়। ২০-২২ দিনে ডিম থেকে ছানা ফুঁটে বের হয়। মা-বাবা দুজনেই ছানাদের খাবার থেকে নানান পরিচর্যা করে। এক সময় ছানাগুলি নিজেদের খাবার সংগ্রহের জন্য খোঁড়লের বাসা থেকে উড়ে প্রকৃতিতে মিশে যায়। এদের আয়ুস্কাল ৭-৮ বছর।
বাংলাদেশ ছাড়াও দক্ষিন-পূর্ব এশিয়ায় এদের বিস্তৃত রয়েছে। এরা আমাদের দেশে খুবই দূর্লভ। যত্রতত্র দেখা যায় না। তবে কুষ্টিয়া নওগা,বগুড়া, ঢাকায় এদের মাঝে মাঝে দেখা যায়। বাংলাদেশের বণ্যপ্রাণী আইনে আলুবোখারামাথা টিয়া পাখি সংরক্ষিত।
হীরামন টিয়া (মেয়ে)
বাংলা নামঃ হীরামন বা আলুবোখারামাথা টিয়া
ইংরেজী নামঃ Plum-headed parakeet
বৈজ্ঞানিক নামঃ Psittacula cyanocephala
Thumbnails managed by ThumbPress
২০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
হীরামন তোতারে
বাস তোর কোথা’রে?
আয় পাখি ছুটিয়া
ধান খাবি খুটিয়া..
ছোট বেলায় সুর করে পড়া ছড়াটি মনে পড়ে গেলো।
রুপকথার বইয়ে সবচেয়ে জনপ্রিয় পাখি বোধহয় এটাই। ভালো লাগলো হীরামন টিয়ার সম্পূর্ণটা জানতে পেয়ে। কিন্তু এর নাম আলুবোখারা!
শামীম চৌধুরী
আঞ্চলিক নাম আপু। পুরুষের মাথার রঙটা আলুবোখারার মতন রঙের বলে ঐ অঞ্চলের মানুষ এটাকে আলুবোখারাটিয়া নামে চেনে।
খাদিজাতুল কুবরা
টিয়া পাখি মানেই মনোলোভা সৌন্দর্য। হীরামন পাখির কথা গল্পে পড়েছি। এখন আপনার তোলা ছবিতে দেখলাম। খুব সুন্দর।
শামীম চৌধুরী
আপু আপনাদের আমার পাখির সংগ্রহগুলি দেখাতে পারায় নিজেকে খুব গর্ব মনে হয়। আরো কাজ করার আগ্রহ পাই আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে।
খাদিজাতুল কুবরা
প্রকৃতির প্রতি আপনার অদম্য প্রেম সত্যি প্রশংসনীয়।
এভাবেই ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
আমরা তো হীরামন বলি।
আপনার পাখির ছবি দেখতে দেখতে কখন যে নাবার বাবাকে বলি,” ছুটি দাও। ক্যামেরা হাতে আমিও ছুটি।”
শুভকামনা
শামীম চৌধুরী
বাহ। দারুন শখ। নাবার বাবা সহ চলুন না একবার বনে-বাদাড়ে ঘুরবেন।
সুপর্ণা ফাল্গুনী
পুরুষ হীরামনের মাথাটা একদম আলু বোখারা এর মতো দেখতে, তাইতো এর নাম আলু বোখারা টিয়া। কি চমৎকার দেখা গেল রুপকথার হীরামনকে। সোনেলাকে প্রথমে ধন্যবাদ তার জন্যই আপনাকে পেলাম আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে প্রতিটি পাখির সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। আমিতো আপনারটা দেখে দেখেই পাখি বিশারদ হয়ে গেলাম অনেকটা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
শামীম চৌধুরী
দিদিভাই, কাউকে দেখেই কেউ শিখে। আপনি না হয় আমার লেখা পড়ে পড়ে পাখি বিশারদ হচ্ছেন। কত যে ভাল লাগছে আমার। কারন এবার মনকে বলতে পারবো একজন উত্তরসরী আমার হলো। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। 😍😍
তৌহিদ
আমাদের দেশে এত সুন্দর টিয়া পাখি আছে! আপনার লেখা না পড়লে জানতামই না ভাইজান। তবে এই পাখি সংরক্ষিত জেনে ভালো লাগলো।
সুন্দর পোস্টের জন্য অনেক ধন্যবাদ ভাই।
শামীম চৌধুরী
আমাদের দেশে ৭ প্রজাতির টিয়া আছে। সবই আমাদের দেশীয় আবাসিক পাখি।
ইঞ্জা
এই টিয়া আমি পাখি বাজারে দেখেছি, সত্যি দুঃখজনক যে এরা এই দেশে দূর্লভ হয়ে গেছে।
চমৎকার পোস্ট দিলেন ভাই।
শামীম চৌধুরী
অসৎ ব্যবসায়ীরা এই পাখিগুলির ছানা ফোঁটার সঙ্গে সঙ্গে বাসা থেকে নিয়ে যায় সামান্য দুটি টাকা উপার্জনের জন্য। যার ফলে এরা দিনে দিনে দূর্লভ হয়ে উঠছে
ইঞ্জা
ইশ দুঃখজনক
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর শামীম দা
শামীম চৌধুরী
ধন্যবাদ কবি দা।
রোকসানা খন্দকার রুকু
মেয়েপাখির চেয়ে ছেলে পাখিটা সুন্দর বেশি। আর দুধরাজ সাপ হয় জানতাম।
শুভ কামনা রইলো ভাইয়া।
ছাইরাছ হেলাল
টিয়ে পাখি এমন সৌন্দর্যের হয় আপনার এ লেখা/ছবি না দেখলে জানাই হতো না।
শামীম চৌধুরী
ভাইজান টিয়া পাখিকে কবিরাইতো সৌন্দর্য খঁচিত করে তুলেছে তাদের বিভিন্ন কবিতায়।