আর নয় হতাশাপান

নাজমুল হুদা ২০ মে ২০২০, বুধবার, ১০:৩৩:৪০পূর্বাহ্ন রম্য ১৩ মন্তব্য

আপনি কি অনিশ্চিতায় ভোগছেন?টেনশনে ঘুম আসবে না ভাবছেন? ভাত খাওয়ার পরে কী খাবেন চিন্তিত? আর নয় দুশ্চিন্তা এখন হাতের কাছেই সমাধান। আপনার ফুসফুস ও ঠোঁটের ফিটনেস ঠিক রাখার জন্য ঘরে বসেই ধোঁয়া উড়ান, তাঁর জন্য আপনাকে পাটকাঠি, কাগজ, তেজপাতায় বিশ্বাস রাখতে হবে।

 

সাময়িক বাজারজাত বন্ধে যত্রতত্র টানাটানি যেন না ভুলে যান সেজন্য আপনার করণীয়-

 

* চার আঙুল সমপরিমাণ একটি পাটকাঠি নিয়ে আগায় আগুন ধরিয়ে টানতে পারেন।

 

* চার সমকোণ পরিমাপের একটি কাগজ গোল করে লম্বালম্বি প্যাঁচিয়ে বিকল্প স্বাদ পেতে পারেন আবার এরমধ্যে যদি তামাক পাতার স্বাদ পেতে চান তাহলে কাগজের ভিতর শুকনা লাউ পাতা গুড়ো করে ঢুকিয়ে নিয়ে তামাকের ফ্লেভার অনুভব করতে পারেন। এই পদ্ধতিটির একটু খাটুনি বেশি।

 

* সবশেষে, বাঙালির ঐতিহ্যবাহী তেজপাতা মুড়িয়েও আপনি অতিরিক্ত ধোঁয়া উড়ানোর খায়েশ মিটিয়ে নিতে পারেন।

 

সাবধান! উক্ত পরামর্শটি তাদের জন্য যারা শিশু নাই, মুরব্বি নাই, রাস্তা নাই, ফুটপাত নাই, ঘরের বউ নাই, গার্লফ্রেন্ড নাই, যে কারো সামনে এমনকি লাইভেও সিগারেট ধরিয়ে উড়াধুরা টানা শুরু করেন স্বর্গীয় শিষ্টাচার মনে করে, তাদের ফুসফুস এবং ঠোঁটের ফিটনেস ধরে রাখার জন্যই এমন করণীয় যেন সাময়িকভাবে ভুলে না যান আপনার কাছ থেকে পরবর্তী প্রজন্মের শিখার আছে। জয় হোক মানবতার।

 

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ