আরাধনা

রাতুল ১৭ অক্টোবর ২০১৩, বৃহস্পতিবার, ১০:০০:০২অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৪ মন্তব্য

আমার এ আঁধার ঘেরা জগত,

দুঃস্বপ্নের জালে বোনা।

অবচেতন মনে ধূসর মেঘের ক্যানভাসে,

ধোয়াটে কল্পনা ফুটিয়ে তোলার-

অব্যর্থ চেষ্টা।

 

মাঝে মাঝে, ক্ষণিকের জন্য,

শুভ্র মেঘের স্পর্শ পাওয়ার-

ব্যর্থ আরাধনা।

হয়তো বা স্বপ্ন খুঁজতে চেয়ে,

ক্ষণিক এর তরে-

আলোয় হারানোর চেষ্টা।

 

দুঃস্বপ্নের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা।

আশা-নিরাশার মাঝে-

দ্বিধা নিয়ে বসে থাকা।

 

কখনও কখনও কিছু অপ্রত্যাশিত প্রশ্নমালা,

মিছে আশায় খানিকটা স্বস্তি খুঁজে নেওয়া।

শেষ হবে কি ?

আমার এই দ্বিধান্বিত মুহূর্ত গুলো ?

দিন শেষে কি ফিরে পাবো?

যা ক্ষণিকের তরে এসেছিল জীবনে।

আলোছায়ায় দেখিয়ে গিয়েছিল,

অস্পষ্ট অবয়বের খেলা।

 

গোধূলির লালচে আভায়-

রাঙিয়ে যাবে কি পুনরায় ?

আমার জীবনের ক্ষুদ্র ইচ্ছেগুলো ?

মেতে কি তবে উঠবে তারা ?

সে অবয়বের ফিরে আসার উৎসবে ?

 

হয়তো হ্যাঁ, অথবা না।

যদি নাই বা খুঁজে পাই তাকে,

তবে প্রতীক্ষার প্রহর গোণা,

পুনরায় চলতে থাকবে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ