আরজু বুবু স্মরণে-

স্বপ্নীল মেঘ ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ০৩:৩৯:০৮অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

কেমন আছেন চলে যাওয়ার পরে

আরজু বোন?

কেমন আছে আপনার দীপ্ত

আঁখিদুটি?

কেমন আছে সুখে দুঃখে ফিক করে

হেসে উঠা মলিন ঠোঁট দুটি?

কেমন আছেন নক্ষত্রের নীল শুভ্র

ফুল আরজু মুক্তা?

কেমন আছে আপনার কবিতা?

কেমন আছে আপনার কলম?

কেমন আছে আপনার ছোটগল্প?

কেমন আছে আপনার ছোঁয়ায় বেড়ে

উঠা জোৎস্নার আলো?

কেমন আছে বৃষ্টির দিনে বয়ে যাওয়া

শিরশিরে বাতাস?

কেমন আছে পরে থাকা হলুদ

শাড়ি?

কেমন আছে নাবার প্রতি যত্নবান

সে হৃদয়?

কেমন আছে নারীবাদী সে কন্ঠস্বরের

নীরব প্রতিশোধ?

কেমন আছে আপনার সোনেলা?

কেমন আছে শব্দ কুহক?

কেমন আছে 'কেমন আছো'?

কেমন আছে কবিতার বই 'নির্ঝর শব্দের ঢেউ'?

কেমন আছে নাবা?

কেমন আছে ভাইয়া?

কেমন আছে প্রিয়জন?

কেমন আছেন আপনি?

 

আপুকে উৎসর্গ করে উনার ই লেখা কবিতার অনুরুপ কিছু লাইন।

আরজু মুক্তা শেষ হয়ে যাবার নয়। চাঁদ আলো দিয়েই জেগে রয়।

মরে যাবার নয়।

আল্লাহ ভালো রাখুন উনাকে। উনাকে দোয়ায় রাখবেন সবাই। 🤲🤲

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ