
আয়না জীবনের দর্পণ। আপনি যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করাবেন, তখন একমাত্র আয়নাই আপনাকে আপনার বাহ্যিক এবং অভ্যন্তরীণ মানুষটাকে ফুটিয়ে তুলবে তার প্রতিচ্ছবিতে। সোনেলা ব্লগের জনপ্রিয় ধারাবাহিক আয়না পর্বে আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ব্লগের অন্যতম জনপ্রিয় ব্লগার প্রহেলিকা ভাইকে।
কপটতার প্লাবনে হারিয়ে ফেলেছি নিজেকে,
হারিয়েছি অনুভূতির সাথে আলিঙ্গনের স্বাদটুকু।
নেমে আসা অধ্রুব হয়েই অবিলম্বে কিংবা-
বাতাসে প্রেরণ কর তোমার সর্বশেষ ওহী,
জানিয়ে দাও সুখ দুঃখ প্রসবিত হয় কার গর্ভে?
কোথায় তাদের সুববিন্যস্ত করবো, কিভাবে?
এই লাইন ক’টি পড়ে নিশ্চয়ই বুঝতে পারছেন লেখক প্রহেলিকার চিন্তা-চেতনার গভীরতা কতটা বিস্তৃত?
আসলে প্রহেলিকা নামটাই মধুময়, কাব্যিক। সোনেলা পরিবারে যে ক’জন লেখক অনিন্দ্য সুন্দর এই ব্লগটিকে নিজের লেখার মাধ্যমে অলংকৃত করে চলেছেন সবসময়, প্রহেলিকা তাদের অন্যতম।
প্রহেলিকা নামটি বিশেষণ বাচক শব্দে গুণান্বিত। আমাদের সবার প্রিয় ব্লগার আমিন মোহাম্মদ ভাই আছেন প্রহেলিকা নামের অন্তরালে। দেখতেও কিন্তু মাশআল্লাহ! সেইরকম।
তার লেখা বাংলা কবিতা,গল্প, কিংবা রম্যে- প্রতিনিয়ত ফুটে ওঠে প্রেম বিরহ আর সমাজের বাস্তব কিছু কথা চিত্র। প্রহেলিকা নামের সার্থকতা এখানেই।
সোনেলা ব্লগে তিনি লেখালেখি করছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে। পাঁচ বছর! চাট্টিখানি কথা?
এই দীর্ঘ সময়ে তিনি পোস্ট দিয়েছেন ১৬১ টি, মন্তব্য করেছেন ৩৩১৫ টি এবং মন্তব্য পেয়েছেন ৩৫৭১ টি।
এই মন্তব্য দেয়া-নেয়ার হিসেবটা দেখলেই বোঝা যায় ব্লগের অন্যান্য লেখক তাকে এবং তার লেখাকে কতটা পছন্দ করেন। তিনি নিজেও সবার লেখাতে নিজেকে প্রকাশ করেন ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা দিয়ে।
মজার কথা হচ্ছে ব্লগে লেখকদের অধিকাংশ লেখার প্রথম মন্তব্যকারী হিসেবে তিনি একজন মেডেলধারী ব্লগার। তার এই মেডেল প্রাপ্তি অন্যান্য ব্লগারদের হিংসের কারন বৈকি!
চট্টগ্রামের বাসিন্দা প্রহেলিকা ব্যক্তিজীবনে এক সন্তানের জনক। তিনি প্রবাসী, থাকেন আরব আমিরাতে। কষ্টকর প্রবাস জীবনের গণ্ডি থেকে কিছু সময় বের করে নিজের সাহিত্যকর্ম দিয়ে তিনি সোনেলাকে যেভাবে সমৃদ্ধ করেছেন, সেটা তার সোনেলার প্রতি গভীর ভালোবাসাকেই প্রমাণ করে।
তাই আর দেরি নয় চলুন শুরু করুন। প্রহেলিকাকে নিয়ে আপনাদের মনে জমে থাকা প্রশ্নগুলি করতে থাকুন। তিনি উত্তর দেবেন।
রেডি, ওয়ান… টু….থ্রী..
১৬২টি মন্তব্য
🎖প্রহেলিকা🎖
খাইসে রে
তৌহিদ
নিজের পোস্টে নিজেই প্রথম!!😃😃
🎖প্রহেলিকা🎖
পোস্টতো আপনার, আমাকে বসার সুযোগ করে দিলেন বলে ধন্যবাদ জানাতে এলাম।
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ ভাই☺
তৌহিদ
সোনেলার আয়নায় স্বাগতম প্রহেলিকা ভাই ☺
🎖প্রহেলিকা🎖
ধন্যবাদ ভাই
🎖প্রহেলিকা🎖
নিজে পোস্টাইও নিজে প্রথম হইতে পারলেন না। আফসোস।
তৌহিদ
আপনার মেডেটা আপনারই থাক নাহয়?
তৌহিদ
মেডেল হবে, দুঃখিত ☺
🎖প্রহেলিকা🎖
থাক না থাক না, এটা ধরে রেখেছি। দিমু না কাউরে।
জিসান শা ইকরাম
আয়নায় নিজেকে দেখা প্রগ্রামে স্বাগতম প্রহেলিকা।
🎖প্রহেলিকা🎖
ধন্যবাদ ভাইয়া। ভালবাসা জানবেন!
জিসান শা ইকরাম
সোনেলার আয়নায় কেমন দেখছেন নিজেকে?
সেই আদিকাল থেকেই শুনতে চাই,
🎖প্রহেলিকা🎖
কঠিন প্রশ্ন! নিজেকে আসলে দেখা যায় ঠিকই কিন্তু প্রকাশ করা যায় না। অন্তত আমি পারি না। আমি নিজেই লিখেছিলাম কোথাও
সকলেই মরিয়া গন্তব্যের খোঁজে, অথচ
আমার কোনো গন্তব্য নেই; আমি জলপ্রেমিক।
জল ভেড়ালে ভালবেসে ফেলি বিবর্ণ চৌকাঠ।
এভাবে যখন সোনেলায় এসেছিলাম, সবার অতুল উৎসাহে, প্রেরণার মধ্য দিয়েই বেড়ে উঠেছি এই সোনেলাতে। আমি আসলে আপনাদের চোখের সামনেই বেড়ে উঠেছি। আপ্নারাই তো ভাল জানবেন এমনকি আমার নিজের চেয়েও।
তবে বর্তমানে নিজেকে দায়বদ্ধ দেখি সোনেলার প্রতি। আমি যেভাবে আপনাদের অনুপ্রেরণার মাঝে বেড়ে উঠেছি ঠিক তেমন করে যেন নবীন ব্লগাররাও বেড়ে উঠে। তাদের পাশে থাকার চেষ্টা করছি। একে অপরের সহযোগিতার মধ্য দিয়ে পাড়ি দিতে চাচ্ছি সুদীর্ঘ পথ। কৃতজ্ঞতা সকলের প্রতি। এখন অনেকে নিয়মিত নয় কৃতজ্ঞতা তাদের প্রতিও।
ছাইরাছ হেলাল
যাহা বলিয়াছেন তাহা সত্যি-ই সত্যি কী না প্রমাণ সহ লিখুন।
🎖প্রহেলিকা🎖
যে বিশ্বাস করে না তাগোরে প্রমাণ দিয়াও লাভ নাই।
মায়াবতী
হেলাল ভাই, প্রহেলিকার মাইন্ড সেট করা আছে তাই উনি প্রমাণ নিয়ে মাইন্ড কে আপসেট করতে চান না….
ছাইরাছ হেলাল
@ মায়াবতী, হা হা, ধরা পড়লে কিরাম গাই গুই করে!!
মায়াবতী
যাক বহু কাল পরে কুবি রাজের হাসির গর্জন পাওয়া গেলো সোনেলায় ♪♪♪♪♪ হাসির ভিত্রে ভাইটামিন আছে কুবি যা আপনার কোবতের শব্দ তে চ্যান র্যান এনে দিতে পারে 🙂
ছাইরাছ হেলাল
দুয়া জারি রাখুন।
তৌহিদ
আমার প্রশ্নঃ
১. আপনার নিজেকে আয়নায় নিজেকে কিরকম দেখতে পান ভিতরের লেখকসত্বাকে?
২. প্রবাস জীবন লেখালিখিতে কোন প্রভাব ফেলে কিনা?
৩ জুনিয়র প্রহেলিকাকে লেখক বানানোর ইচ্ছে আছে?
৪. অধিকাংশ লেখায় প্রথম মন্তব্যকারী হিসেবে অন্যান্য ব্লগারদের উদ্দেশ্যে আপনার অঅনুভূতি কিছু বলুন?
🎖প্রহেলিকা🎖
১। কাদামাটিরূপে দেখতে পাই। যে কাদামাটিকে সুন্দর একটি গঠন দিয়ে শুকালে এবং তারপর পোড়ালে একদিন চিরস্থায়ী রূপ নিবে। সত্বাকে উসকে দিতে চাই, অতৃপ্ত রাখার প্রয়াস চালাচ্ছি।
২৷ আসলে প্রভাব ফেলে না বললে ভুল হবে৷ সত্যি বলতে প্রভাব ফেলতে দেই না। এটা আমার একান্ত ব্যক্তিগত সময়, যেটাকে আমি নিজের জন্য বের করে নেই। নিজেকে ভালো রাখার প্রয়াসে।
৩। লেখক বানানোর ইচ্ছা আসলে নেই আমার। সে তার নিজস্ব সত্বাকে উপলব্দি করে বেড়ে উঠবে, তার নিজ প্রতিভার বিকাশ ঘটাবে সেটাই চাই। তবে আমি খুউব চেষ্টা করবো তার আর বই এই দুয়ের মধ্যে একটা সংযোগ করে দেয়ার। বাকীটা সে নিজেই করে নিবে।
৪। এই প্রথম হবার রীতির পেছনে একটা সিক্রেট রয়েছে যা এখুনি প্রকাশ করতে চাচ্ছি না। তবে হয়তো কোনো একদিন করবো।
ধন্যবাদ আপনাকে প্রিয়ভাই।
তৌহিদ
অনেক ধন্যবাদ, সুন্দর উপলব্ধি আপনার। পরে আবার আসবো। ☺
🎖প্রহেলিকা🎖
ভালবাসা জানবেন
মায়াবতী
আসসালামু আলাইকুম প্রহেলিকা ভাই …. আরব আমিরাতের তাপমাত্রা কত আজকে? আপনার রান্না বান্না কি শেষ করিয়াছেন? আপনার ঘরে এই মুহুর্তে বিস্কুটের ডিব্বায় কি বিস্কুটের গূড়া গাড়ি কিছু অবশিষ্ট আছে? মেডেলের পর মেডেল জেতার পর আরো আরো মেডেল সংগ্রহের অদম্য প্রয়াসে কি আপনি প্রবাসী জীবন যাপিত করিয়া চলিতেছেন????
প্রশ্ন মাত্র শুরু করলাম….. এ সিল সিলা চালতা রেহেগা…..
🎖প্রহেলিকা🎖
ওয়ালাইকুম সালাম!
27°C|°F
Precip: 0%
Humidity: 61%
Wind: 10 km/হ
রান্নাবান্না আজকে আর হবে না। আলসেমো ব্যারামে ধরেছে। ঝালমুড়িতো আর খাওয়াইলেন না। কঞ্জুসি করলেন।
সবাই খালি আমার মেডেলের পেছনে লেগেছে কিন্তু কেউ বুঝতে চায় না এই মেডেল সবার জন্যই উন্মুক্ত। নিজেরা পায় না আবার অন্যে পেলেও কাড়াকাড়ি লাগায়। প্রশ্নকে ভয় পাই না। এক মাঘে শীত যায় না। সবার দিনই আসে। আসবেনতো আপ্নিও আয়নায়। উসুল করে নিব।
তৌহিদ
ইয়ে মানে আবহাওয়া অফিসটা কোনদিকে?? ☺☺
🎖প্রহেলিকা🎖
ডাইনে গিয়া বামে যাইবেন। এরপর প্রথম রাউন্ডএবাউট থেকে ফার্স্ট রাইট তারপর স্ট্রেইট। এরপর ইউটার্ণ নিয়া সেকেণ্ড লেফট গেলেই পাইবেন আবহাওয়া অফিস।
মায়াবতী
সেই সুযোগ আপনি পাবেন না প্রহেলিকা….. হাহাহাহাহা….
🎖প্রহেলিকা🎖
সুযোগ কি আর কেউ কাউকে দেয়? বানিয়ে নিতে হবে আর কি!
মায়াবতী
আপনাকে সুযোগ বানানোর ও কোনো স্কোপ দেয়া হবে না ভাই জান 🙂
মায়াবতী
আপনার মেডেলের উপ্রে নজর টা আসলে কারোর ই নয়…. নজর টা হইলো আপনার রহস্যজনক কার্যগতি উপর সবার *** আপনি মেডেলে পেয়ে পেয়ে ফার্স্ট ই যাতে থাকতে পারেন এবং ভক ভক করে তৃপ্তির ঢেকুর তুলতে পারেন সেই জন্য আমরা কেউ ই আপনাকে টপকে যেতে চাই না… এতো প্রিয় একজন লেখক আপনি তাই একটা দায়িত্ব বোধ তো আছে ই আমাদের…. তাই না….
মেডেল রাজ প্রহেলিকা ভালো থাকুন সব সময় 🙂
রাফি আরাফাত
ভাবনাটা সুন্দর লাগছে
🎖প্রহেলিকা🎖
হু
ইঞ্জা
প্রথমেই জানাই অভিনন্দন ও শুভেচ্ছা, পরে আসছি ভাই। 😍
ইঞ্জা
ওম্মারেম্মা ইবে তো দেইদ্দে দেশি, ও ভাই ছিটাগাংওর হন্ডে বাড়ী অনর? 😁
🎖প্রহেলিকা🎖
বদ্দা না! বদ্দা আরার বাড়িতো কালামিয়া বাজারের ডাগোদি। অনের হইয়্যুত?
ইঞ্জা
কালামিয়া বাজারত না, বাইট্টে হারুণোরে ছিনোনা, বাজারোর বামে ডুকিলে বড় ভিডা লই তারো বাড়ী, ইউসুফ তার চাচতো ভাই, তারা দোনো জন আর বাইল্ল বন্ধু। 😄
ইঞ্জা
আঁই ফুক মাদারবাড়ীর ফোয়া। 😜
শুন্য শুন্যালয়
হি হি,আই ফুঁক মানে কী ভাইয়া?
ইঞ্জা
আঁই (আমি) ফুক (পূর্ব) — আপু এইটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। 😄
মায়াবতী
আয়নার সামনে প্রতিদিন কয় বার দাঁড়ান আপনি?
আয়নার প্রতিবিম্ব কি হুবহু আপনার নিজের?
আয়না হ্যায় মেরি চেহেরা…. এমন একটা গান শুনেছিলাম কোনো এক কালে… আপনার চেহারা কি আয়না?
আয়নার অপর কোনো প্রান্ত আছে বলে কি আপনি মনে করেন?
আয়নার ভেতরে ঢুকতে বললে আপনি কি রাজী হবেন?
আরো আছে প্রশ্ন…..
🎖প্রহেলিকা🎖
আয়ানার সামনে দাঁড়ানো হয় দিনে দুবার।
প্রতিবিম্ব সম্পূর্ণ নিজের না, ভার্সন নং-২।
আয়নার ভেতরে ঢুকে আবদ্ধ থাকতে চাই না। বাঁচবোই বা কদিন, নিজের মতো বাঁচতে চাই। আয়নায় নিজেকে দেখতে পাই না, আয়নায় আমার পেছনের দৃশ্যপটকে দেখি। সম্মুখে দাঁড়িয়ে পেছনের দৃশ্যপট কেবলমাত্র আয়নাতেই সম্ভব। তবে আয়না ঘোলা না হলেই বাঁচি।
মওকা মওকা! করেন আজকা মওকা পাইসেন।
মায়াবতী
তার মানে আপনি নিয়মিয় ঘোলা আয়নায় দাঁড়িয়ে অভস্ত্য!!!
মায়াবতী
ভাই দ্যা ওয়ে আপনার ভার্সন সংখ্যা কত?
মায়াবতী
আপনার পেছনের দৃশ্যপটে কি কি দেখেন আপনি?
🎖প্রহেলিকা🎖
আমার ভার্সনঃ 我得检查一下。我不知道。
🎖প্রহেলিকা🎖
আমার বেসিনে লাগানো আয়নার পেছনের দৃশ্যপট কেবলমাত্র একটা বন্ধ দরোজা। এর বেশি না।
মায়াবতী
বন্ধ দরজা খুলে দিয়ে আয়নায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন তো নতুন কিছু দেখা যায় কি না?
বন্যা লিপি
স্বাগতম প্রহেলিকা আয়নায়।
পেট ভরা আছে তো? নাকি খালি পেটেই বসে পড়েছেন আয়নায়? হাতের কাছে কিছু নিয়ে টাইট করে বসেন। আসতাছি। মায়াবতী বু’জানের মতোই বলি ‘ইয়ে সিলসিলা জারি রাহেগা ‘
🎖প্রহেলিকা🎖
আপ্নাগো সাথে কথা বলতেই ডর লাগে, কল্লা নিয়া টানাটানি শুরু কইরা দেন। আসেন তবে কল্লার মত সেনসেটিভ কিছু দিকে নজর দিয়েন না। কল্লা মহামূল্যবান।
তৌহিদ
সমস্যা নাই, জুনিয়র প্রহেলিকাকে নিয়ে আসেন, আন্টিরা সবাই কোলে নিবে। তাহলেই আপনার রক্ষা!! ☺☺
🎖প্রহেলিকা🎖
নাহ! জুনিয়রকে লাগবে না। এক বালতি ফনী এনে তাদের ঘাড়ের ঠিক মাঝামাঝি ছেড়ে দিব। আসুক আগে ফনী।
মায়াবতী
ডরায়েন না লেখক কবি… আপনি শুধু এগিয়ে চলুন আমরা আছি আপনার আশে পাশে ই…..ঝাল মুড়ি চানাচুর বাদাম বিস্কুট আইস্ক্রিম চকলেট সব পাইবেন *****
🎖প্রহেলিকা🎖
এগুলান তো রীতিমতো অত্যাচার! আপনি নেক্সট আয়নাতেই আসবেন, খাড়ান ব্যবস্থা করতাছি।
মায়াবতী
আমি খাঁড়াইতে পারি না ভাই জান শুইয়া বইসা কার্যক্রম চালাই কারণ পায়ের হাঁড়ে বৃদ্ধাবস্থার সৃষ্টি হইয়াছে…. ইনশাআল্লাহ্ অবশ্য ই আসমু আয়নায় তার আগে নতুন একটা ড্রেস কিনার ট্যাকা জোগাড় কইরা লই…..
বন্যা লিপি
কল্লা’র দিক থেইকা নজর তো সরতে চায়না। উপরিভাগে এত এত জ্ঞান গম্যির আলো, নজর কেমতে সরবো?
সময় একটা মহা ব্যাপার লেখালিখির জন্য। কিভাবে এত ব্যাস্ততার মাঝেও শব্দ নিয়ে খেলছেন।
ভাবাবেগ না থাকলে সৃজনশীল সাহিত্য চর্চা যথাযথ ভাবে আসেনা। কথাটা কতটুকু বিশ্বাস করেন?
সাহিত্য চর্চার বাজার বলে কোনো বাক্য আপনি কি চোখে দেখবেন?
লেখালিখি করা মানুষজন’কে কটাক্ষ করতে ছাড়েনা (নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি।) সে ক্ষেত্রে মাইন্ড সেট রাখা যায় কিভাবে পরামর্শ প্রার্থী।
নাম্বার যোগে প্রশ্ন গুলো করলকম না। আপনি আপনার মতো উত্তর দেবেন। তাতেই খুশি হবো।
মায়াবতী
আপতত নজর টা সরায় দাও বন্যা লিপি…. উনার সিস্টেম হয়তো লস করেছে 🙂
মায়াবতী
বন্যা, ভয়ে ফনী রে অস্ত্র বানায় ফেলেছেন উনির ভাই 😉
🎖প্রহেলিকা🎖
ফনী আইনা যখন ঘাড়ের উপর ছাইড়া দিমু তখন বুঝবেন। কাউকে ডেকে আর লাভ হবে না তখন।
মায়াবতী
ফনী আইয়া ঘাড়ে আছাড় খাইয়া ডরে দৌড় দিছে ভাই জান…. চিন্তাইয়েন না….
🎖প্রহেলিকা🎖
আমি জানতাম না আপনার ঘাড় এত শক্ত, জানলে আর ফণীর ডর দেখাইতাম না।
বন্যা লিপি
বু’জান আলোতে ভরা মগজ কল্লা’রথন নজর সরলে, শব্দের ধার জোটামু কেমতে? আমার সখ্যতা সব ফণী,বন্যা এগুনতের লগে, ভয়ডর আমার কিঞ্চিৎ অভাব আছে 😏😏
🎖প্রহেলিকা🎖
ব্যক্তিগতভাবে আমার মনে হয় আবেগের বিহ্বলতা সৃজনশীল সাহিত্য চর্চাকে সমৃদ্ধ করে। কারো বিদ্যমান প্রতিভার সাথে ভাবাবেগের সংমিশ্রণকে নিয়মিত চর্চার মাধ্যমেই সৃজনশীল সাহিত্যে রূপান্তরিত করা যায়। প্রতিভা ছাড়া যেমন সম্ভব নয় তেমনি আবেগ ছাড়াও সম্ভব নয়। সাহিত্য চর্চার বাজার এটাকে ভালো চোখেই দেখি। নিজের প্রতিভা বিকাশের অনেক পন্থার মাঝে চর্চা অন্যতম মনে করি। একজন লেখক যখন উপলব্ধি করতে পারে যে সে “ভালো লেখে” তখন তাকে চর্চার মাঝেই বেড়ে উঠে সমৃদ্ধ করতে হয়।
আর মাইণ্ড সেটের ব্যপারে আমি কি পরামর্শ দিব সেটা নিজেই জানি না। কারণ সৌভাগ্যবশত প্রিয় কবি হেলাল হাফিজের সাথে একবার কথা বলার সুযোগ পেয়েছিলাম, কথার স্রোতে উচ্চারণ করেছিলাম “আজকালতো কবিদের নিয়ে অনেকেই উপহাস করে, মেনে নেয়া ছাড়া আর কি’বা করতে পারি”। আমার কথাটি উনার খুব একটা পছন্দ হয়নি আর তাই হয়তো বলেছিলেন, “খ্যাতির লোভে লেখালেখি করলেই কেবল উপহাসকে নতমুখে মেনে নিতে হয়, কারণ তার অনেক পাঠক দরকার”।
সেই থেকে আমি সমালোচনাকারীদের যতটুকু সহচর্যে থাকি ঠিক ততটুকুই দূরে থাকি কটাক্ষকারীদের থেকে, এমনকি দূরে থাকি তাদের থেকেও যাদের দুরত্ব রয়েছে সাহিত্যের সাথে। বলতে দ্বিধা নেই, আমার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থটির কথা আমার পরিবারের কেউ বা আবার বাস্তব জীবনের বন্ধুমহলের কেউ জানতোও না।
মায়াবতী
আচ্ছা বলুন তো…. দবির যদি কবিরের ভাই হয় তাহলে কবিরের ছেলের সংগে দবিরের মেয়ের ইক্টু যদি প্রেমাবেগ এসে থাকে সেই ক্ষেত্রে দবির কি কবিরের কল্লা ভাজি করার আদেশ জারী করিতে পারে? আর যদি এই আদেশ জারী হইয়া কবিরের কল্লা ভাজা ভাজি হইয়া যায় সে ক্ষেত্রে লেখক হিসেবে আপনি গল্পের উপসংহারে কি লিখিবেন?
🎖প্রহেলিকা🎖
বাস্তবেই মানুষ কল্লা নিয়া ভাজির চিন্তা ভাবনা করছে তাও বিনা অপরাধে আর গল্পে করা যেতেই পারে। আমি হলে তো লিখতামঃ
কবিরের কল্লা ভাজির অপরাধে দবিরের আজীবন কারাদণ্ড হলো আর এদিকে দবির আর কবিরের ছেলে মেয়ে সুখে শান্তিতে একসাথে বসবাস করিতে লাগিলো।
মায়াবতী
কিন্ত দবির তো শুধু আদেশ জারি করেছিলেন বাস্তবায়ন তো হইনি…. অপরাধ প্রমান করুন আগে লেখক *
কল্লা কে আসলে কি কি উপায়ে এবং প্রকারে ভাজা ভাজি করা যায় তার ই বাস্তব পরিকল্পনা চলেছে আসলে মাননীয় কবি ♪♪♪♪
🎖প্রহেলিকা🎖
খেলব না, আমার এই এক মাথায় হবে না। আরেকটা মাথা অর্ডার দিতে হবে। ডেলিভারি হউক তারপর এটার জবাব দিব।🤐
শুন্য শুন্যালয়
হাহাহা, মায়াবতী আপু, একমাত্র আপ্নিই পেরেছেন প্রহেলিকারে কাবু করতে। সে আরেকটা মাথা খোঁজে 🙂
মায়াবতী
🙂
সাবিনা ইয়াসমিন
আমার মেডেল কই?
🎖প্রহেলিকা🎖
ঈদের পর আপনাকে মেডেল দেয়া হবে।
সাবিনা ইয়াসমিন
আপনি আমার জন্য একটাও মেডেল রাখেননি? ঈঁদের পর মেডেল দিয়ে আমি কি করবো? আপনার নামের সাথে যে দুইটা আছে, তার থেকে একটা এখন দিয়ে দিন। ঈঁদের পরের টা আপনাকে অগ্রিম দিয়ে দিলাম।
🎖প্রহেলিকা🎖
না না ঈদের পরেই দিব। নামের থেকে খুলে দিলে খালি হয়ে যাবে না? কি আজব হুদাই ভাগ বসাতে আসে৷ আপনি সহপাঠী বলেই তো ঈদের পরে দিতে চাইলাম অন্য কেউ হলে তো তাও দিতাম না।
মায়াবতী
সাবিনা উনি হুদাই কিছু দিতে নারাজ বুঝেছো *****
নীলাঞ্জনা নীলা
আয়না’য় স্বাগতম প্রিয় প্রহেলিকা ভাইয়াকে।
প্রশ্ন নম্বর এক – নিজের সম্পর্কে বলুন। নিজের কি পছন্দ এবং কি অপছন্দ?
দুই – লিখতে গেলে লেখা ছাড়া আর কোনো দ্বিতীয় ভাবনা এসে কি জ্বালায়?
তিন – কতোগুলো অসমাপ্ত লেখা আছে যা কোনোদিন সমাপ্ত হবে না বলে মনে করেন?
চার – নিজের লেখা কতোবার করে পড়া হয়?
পাঁচ – মন্তব্য করে এই যে মেডেল পাচ্ছেন, সেসব যদি বিক্রি করা যেতো, আপনি কি বিক্রি করতেন?
আপাতত এই পাঁচটি প্রশ্ন রাখলাম। উত্তর পাবার পর আবার আসবো। 🙂
🎖প্রহেলিকা🎖
ধন্যবাদ প্রিয় এই লেখককে।
১। আপু আসলে নিজের সম্পর্কে বলতে গেলে খেই হারিয়ে ফেলি কি বলব না বলব বুঝে পাই না। নিজেকে প্রহেলিকাই ভাবি। পছন্দ অপছন্দের তালিকা দীর্ঘ হয়, তবে সবচেয়ে বেশি পছন্দ করি গ্রাম আর গ্রাম্য জীবন। আর বেশি অপছন্দ করি, যেটা আমি করিনি সেটা নিয়ে কেউ যখন ভুল বোঝে।
২। না আপু, লিখলে বসলে আমার দ্বিতীয় কোনো ভাবনা আর আসে না। অন্য ভাবনায় যখন থাকি তখন লেখা আসে কিন্তু লেখার সময় অন্য ভাবনা আসে না।
৩। আমি একটা সময় অনেক লিখতাম আস্তে আস্তে কমে এসেছিল। ইদানীং আরো কমে গিয়েছি। সত্যি বলতে আমার অসমাপ্ত কোনো লেখা নেই একটি চিঠি ছাড়া। চিঠিটা শেষ হবেও না মনে হচ্ছে।
৪। বেশি পড়া হয় না। তবে কিছু কিছু লেখার কিছু কিছু লাইন আউড়াতে থাকি সব সময়ই যখন নিজেরটা নিজেরই ভালো লাগে।
৫। বিক্রি কখনোই করতাম না। এই যে মেডেলগুলো জমাচ্ছি সবগুলোকে একদিন উপহার হিসেবে বিলিয়ে দিবো। সোনেলা থেকেই পেয়েছি, সোনেলার মাঝেই বিলিয়ে দিব।
নীলাঞ্জনা নীলা
১. তার মানে আপনি যথেষ্ট মনোযোগী লেখক?
২. মনোযোগের জন্য কি করা উচিৎ বলে আপনি মনে করেন?
৩. ধরুন খুব সুস্বাদু খাদ্য সামনে কিংবা ধূমায়িত চায়ের কাপ, সেই সময় কোনো লেখা যদি মাথায় আসে, তখন কি করবেন?
৪. একেবারে আলাদাভাবে নিজের মতো করে লিখছেন দরোজা বন্ধ করে, অমনি অন্য রুমে জুনিয়র ব্লগার কান্না শুরু করলো কি করবেন?
৫. এই যে এতো প্রশ্ন করছি আমি, কতোটা অসহ্য কিংবা বিরক্তি লাগছে? (১) হচ্ছে মোটেই না, আর (১০) হচ্ছে মারাত্মক। নাম্বারিং করুন। 😁
🎖প্রহেলিকা🎖
১। মনযোগী লেখক বলব কি না জানি না ঠিক, তবে আমি খুঁতখুঁতে। লেখা নিয়ে শব্দ নিয়ে আমি খুব খুঁতখুঁতে। আর যারা একটু খুঁতখুঁতে হয় তাদেরকে মনযোগী হতে হয় কিছুটা।
২। নিজেকে চেনা, অনেকে একান্তে নিরবে থেকেও মনযোগী হতে পারে না আবার অনেকে ভিড়ের মাঝে থেকেও খুব মনযোগী হয়ে থাকে। এটা অবশ্য আমার ধারণা। নিজেকে কিভাবে মনযোগী করা যায় কোনো কিছুর উপরে তা নিজেকেই খুজে বের করতে হয়।
৩। হা হা অবশ্যই আগে সুস্বাদু খাবারটা শেষ করবো। আমার অবশ্য কোনো লেখা মাথায় আসলে তা যতক্ষণ না লিখব ততক্ষণ ছেড়ে যায় না।
৪। জুনিয়র ব্লগারকেই আগে কোলে নিতে যাব। আমার সব শব্দেরাই মলিন তার কাছে। আমার কবিতার চেয়েও সে অনেক অনেক গুণ বেশি মূল্যবান। জলাঞ্জলি দিতে দ্বিতীয়বার ভাববো না।
৫। রেটিং-১। মাইন্ড সেট করা বলেই কিছুই মনে হচ্ছে না।
ব্লগে আসি আসলে সকলের সাথে মিলেমিশে ব্লগিংটাকে উপভোগ্য করে তুলার জন্য যা আপনাদের পদচারণা ছাড়া সম্ভব হতো না।
মায়াবতী
কিছু কিছু জায়গায় আপনার মাইন্ড কে সেটিং অপশনে পাওয়া যাচ্ছে না ভাই জান!!!! আপনি ‘অত্যাচার’ শব্দ টি এক ব্লগারের প্রশ্নোত্তরে উল্লেখ করিয়াছেন! এর উত্তরে কি কিছু বলতে চাইবেন প্রিয় লেখক আমাদের কে?
🎖প্রহেলিকা🎖
@মায়াবতী আমার কথায় কথায় খালি প্যাচ ধরে। আল্লাহ মালুম এই কথার ভেতর আবার কি প্যাচ ধরেন। মানুষ এত্তো খারাপ হয়।
মায়াবতী
কোন মানুষ টা খারাপ সোবেলায়!!!! কইয়া দেন লেখক ***
শুন্য শুন্যালয়
তৌহিদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এমন সুন্দর গুছিয়ে একটি পোস্ট দেবার জন্য। দায়িত্বের বাইরে মনের ভেতর না থাকলে এমন করে লেখা যায়না। শুভকামনা জানবেন।
তৌহিদ
ধন্যবাদ আপু, সত্যি বলতে গতকাল রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত লেখা পোষ্ট করা নিয়ে ঝড় গেছে আমার উপর দিয়ে। কত প্যারা গেছে মাথার উপর দিয়ে সেটা লিখে পোষ্ট দেব ভাবছি। সোনেলার প্রতি ভালোবাসাই আমাকে সফলতা দিয়েছে। আপনাকে ধন্যবাদ আপু, পোষ্ট লিখতে সাহায্য করার জন্য।
শুন্য শুন্যালয়
প্যারা না পুরাই ফনী গেছে আপনার উপর দিয়া। 🙂
শুন্য শুন্যালয়
প্রশ্ন করা যে এত্তো কঠিন বাপ্রে বাপ, তারপর দেরীতে এসে করলে আরো বিপদ। যা করবো সবই দেখি করা হয়ে গেছে। দাঁড়ান প্রশ্ন বানায়ে আসতেছি।
আপাতত, একজন ব্লগার আয়নার মুখোমুখি দাঁড়ালে তাকে কী প্রশ্ন করে ধরাশায়ী করতেন?
🎖প্রহেলিকা🎖
কঠিন সবকিছু থেকেই দূরে থাকা উচিত। এতো প্রশ্নই বা করার কি দরকার।
“একজন ব্লগার আয়নার মুখোমুখি দাঁড়ালে তাকে কী প্রশ্ন করে ধরাশায়ী করতেন?”
আমি হলে উপরের প্রশ্নে কি ভুল আছে সেটিই প্রশ্নরূপে করতাম।
মাহমুদ আল মেহেদী
স্বাগতম প্রিয় প্রহেলিকা ভাই। তৌহিদ ভাইকেও অনেক ধন্যবাদ লেখাটা অনেক সুন্দর করে লিখার জন্য। প্রশ্ন নিয়ে আসছি পরে।
🎖প্রহেলিকা🎖
ধন্যবাদ প্রিয় মেহেদী ভাই।
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ মেহেদী ভাই।
ছাইরাছ হেলাল
ছবিটি আপডেট করুন, ফটুশপ ছাড়া,
অবশ্য ‘পারকি’ চালালে না বলব না।
🎖প্রহেলিকা🎖
যা লটকানো হয়েছে তাহাও অপসারণের দাবীতে আন্দুলন হবে।
মায়াবতী
ছোট এবং নিরীহ জীব আবার আন্দোলনের দাবীর আবদার করে!!! চমৎকার….
🎖প্রহেলিকা🎖
মুখ বন্ধ করে না রাখা ছাড়া উপায় নাই দেখছি। কাঁঠাল ভাঙলেই কোশ, কথা কইলেই দোষ!
মাহমুদ আল মেহেদী
সোনেলাকে চিনলেন কেমন করে? আর লেখালেখির অনুপ্রেরনা কিভাবে সৃষ্ট? আপনাকে প্রশ্ন করতে অনেক ভাবতে হচ্ছে! কেন?
🎖প্রহেলিকা🎖
সেতো প্রায় অর্ধযুগ ছুঁই ছুঁই করে, আগের অনেক কথা অনেক। তবে যতদূর মনে পড়ে গুগুল মামার মাধ্যমেই, যখন তাগিদ অনুভব করলাম নিজের লেখাগুলোকে কোথাও রাখা দরকার সিন্দুকের খোঁজ করতে এসেই সোনেলাকে পেলাম।
শুরুটা আসলে কাউকে দিয়েই না, নিজেই টুকটাক লিখতাম মনের তাগিদে। তবে সেসব কোনো লেখা ছিলো না আজ তা উপলব্দি করি। যখন বলগ দুনিয়াতে প্রবেশ করি বেশ কিছু মানুষ এগিয়ে এসেছিল প্রেরণা দেয়ার জন্য। উনারা প্রেরণা দিয়েছেন, ভালোবেসেছেন। তাদের মাঝে দু একজনের নাম না বললেই নয়, জিসান ভাই, হেলাল ভাই, শুন্য আপু, এই ব্লগেরই আরেক ব্লগার বনলতা সেন। আরও একজন মানুষ আছে যার সহচর্যে লেখালেখিতে এসেছে আমূল-পরিবর্তন তিনি হলেন সুমন আহমেদ নামের একজন।( চিনবেন না মনে হয়)
এত ভাবার কিছু নেই ভাই, মনে কিছু আসলে বলতে পারেন নির্দ্বিধায়।
নীলাঞ্জনা নীলা
তৌহিদ ভাই প্রশংসা প্রাপ্য আপনার। তখন করা হয়নি। অথচ কৃতিত্ব তো সকল আপনারই। 🌺🌺🌻🌻
তৌহিদ
ধন্যবাদ আপু, এ আর এমন কি! সবাই আমার পাশে আছেন এটাই আমার বড় পাওনা।
শুন্য শুন্যালয়
আপনার কয়টি হাত সত্যি করে বলুন? ম্যাগাজিন করছেন, লেখা পড়ছেন, মেগা মেগা মন্তব্য দিচ্ছেন, ফেবুতে চুটিয়ে আড্ডা দিচ্ছেন, প্রেমের মুভিও দেখছেন, চাকরী, রান্নাবান্না করছেন, আবার বউ/কনিষ্ঠ ব্লগারের সাথে তো যোগাযোগ আছেই! ইত্যাদি ইত্যাদি। হাঁপিয়ে গেছি। পরে আসি।
🎖প্রহেলিকা🎖
১। ম্যাগাজিন বানানো
২। লেখা পড়া
৩। মেগা মন্তব্য দেয়া
৪। ফেবুতে চুটিয়ে আড্ডা দেয়া
৫। মুভি দেখা
৬। চাকরি
৭। রান্নাবান্না
৮। বউ/জুনিয়র ব্লগারকে সময় দেয়া
কে জানি বলছিলো আমার দশ হাত, তার মানে আরও দুই হাত খালি আছে। এখুনি হাঁপাইলে হবে না। কাজে মন দিন।
শুন্য শুন্যালয়
আরে কোবতে লেখাই তো বাদ পইড়া গেছে! কী আজব! আর এদিক ওদিক ঘোরাঘুরি করেন কিনা অইটা বাদ থাক।
কোশ্চেন নিয়ে আসতেছি।ওয়েটান।
বাই দ্যা ওয়ে আপনার বার্থডে কবে?
🎖প্রহেলিকা🎖
এসব কিছুই ঠিক আছে, আজকে মান্থলি রিপোর্ট সাবমিট করে এসেছি৷ ঘাড়টাকে ফ্রি ফ্রি লাগছে তাইতো এতদিকে চক্কর মারতে পারি।
১৭ই ফেব্রুয়ারি, ১৯৮৮ (শুক্কুরে শুক্কুরে আট দিন হলো মাত্র। ছোট্ট মানুষ)
অ এর পরের অক্ষর কি এই টাইপের প্রশ্ন নিয়ে আইসেন।
মায়াবতী
প্রহেলিকা ভাই * কিছু মনে কইরেন না, কথা ডা হইলো আপনের বয়স যদি শুক্কুরে শুক্কুরে আট ফিন হইয়া থাকে তাইলে জুনিয়রের বয়স টা…… ইক্টু বুঝায় বলবেন কি????
🎖প্রহেলিকা🎖
জুনিয়র ব্লগার আমার চেয়েও বড়, আমার বয়স চির আটদিনই থাকিবে। আপনার মাথায় এগুলো আসে কোত্থেকে!😠
মাহমুদ আল মেহেদী
চিন্তাভাবনা থেকেই কি লেখাগুলো কাগজে চলে আসে। নাকি চিন্তাগুলোকে আরো ভাবতে ভাবতে ভাবিয়ে ভাজা ভাজা করে পরিবেশন করেন আমাদের মাঝে।
🎖প্রহেলিকা🎖
এত্তো কঠিন কঠিন প্রশ্ন আপনাকে কে শিখিয়ে দিয়েছে। আপনি না ভাই, তাইলে তো সহজ সহজ প্রশ্ন করবেন। ভালো না কিন্তু এসব মেহেদী ভাই।
মাহমুদ আল মেহেদী
অনেক জানার ইচ্ছা যে ভাই এ প্রশ্নটা আমার মাথায় সব সময় ঘুরপাক করে। সঠিক জবাব মিলে না।
🎖প্রহেলিকা🎖
চিন্তাগুলো থেকেই আসলে চলে আসে। ভাজিয়ে ভাজিয়ে লিখতে গেলে যেটি চেয়েছিলাম সেটি আর লেখা হয়ে উঠে না। আমিতো মূলত কবিতা লিখি, আর কবিতা অনেক সময় একটি মুহুর্তের উপাখ্যান হয়।
জিসান শা ইকরাম
আপনি লেখেন অত্যন্ত ভালো, দেশে অনেক বড় বড় ব্লগেই আপনাকে মানাতো বেশি। সোনেলা খুব ছোট একটি ব্লগ। আমার জানামতে আপনি অন্য কোনো ব্লগে তেমন একটা লেখেন না। এই ক্ষুদ্র ব্লগে আসার ইতিহাস এবং এখানেই থেকে যাবার গল্পটা জানতে চাই।
আপনার কি মনে হয়না, আপনার লেখার তুলনায় সোনেলা ক্ষুদ্র একটি কাগজ?
🎖প্রহেলিকা🎖
যদি সত্যি বলি, আমার মনে হয় ব্লগে এখন খুব ভালো একটা চর্চা হয় না লেখালেখি নিয়ে। আলোচনা বা সমালোচনাও তেমন দেখা যায় না। কারো মাঝে লেখক সত্বা থাকলে সেই লেখক সত্বাকে চর্চার মাধ্যমেই বলিষ্ঠ করতে হয়। সাথে প্রয়োজন আছে কিছু সহযোগিতার যারা আমার ভুলগুলো ধরিয়ে দিবে। অনুপ্রেরণাও এদিকে খুব ভালো একটা ভূমিকা রাখে। আমি ভালো লিখি সেটা আমি নিজে মানি না তবে আপনি বলেছেন দেখে সেটা ধরেই কথা বলছি।
আমি যখন সোনেলায় এসেছি, তার আগে আমি আরও দুটো ব্লগে লিখতাম(নাম উল্লেখ করছি না)। সেখান থেকে দু একজন মানুষ এগিয়ে এসেছিল সহযোগিতা করার জন্য যাদের কাছে আজও আমি কৃতজ্ঞ। তাদের সাথে ব্লগে পরিচয় হলেও চর্চাটা হতো ব্লগের বাহিরেই। ঠিক সেসময় দেখা পেলাম সোনেলার, আর সোনেলাতে এসে পেলাম যথেষ্ট আন্তরিক কিছু সহযোগী। যারা আউল ফাউল লেখাতেও বেশ অনুপ্রেরণা দিলো। তার মাঝে আপনি, হেলাল ভাই, শুন্য আপু আর বনলতা সেন নাম উল্লেখ না করলেই নয়। তো আপনাদের অনুপ্রেরণা আর সেই দু একজন মানুষের সহযোগিতায় আজকে এখানে এসে পৌছেছি। লেখালেখির চেষ্টাটা করে যাচ্ছি।
এবার মূল কথা হলো, আপনি যাই বলেন না কেন, ভাল লিখি বা সোনেলা ছোট ব্লগ আমার জবাব হলো সোনেলা আমার শেকড়। হ্যা ছোট ব্লগ, কিন্তু শেকড়কে অস্বীকার করে খ্যাতির পেছনে কখনোই ছুটিনি। আমি বর্তমানে সোনেলা ছাড়া কোথাও লিখি না। এই ছোট্ট ব্লগের মাঝে ব্লগারদের যে আন্তরিকতা রয়েছে তা আর কোথাও আছে কি না সেটা খোজার প্রয়োজন মনে করি না। এই সোনেলা একটা কুঁড়েঘর আর আমি এই কুঁড়েঘরে থেকেই শিল্পের বড়াই করি।
আমি মাঝে মাঝে খুব লম্বা ডুব দেই, এই ডুব দেয়ার মানে এই না যে অন্য কোথাও যাই, কোথাও যাই না। আবার যখন ফিরি সোনেলাতেই ফিরি শেকড়ের টানে। লেখালেখি আর সোনেলাকে আমি আলাদাই রাখি। পারিবারিক একটা মেলবন্ধন যেটা সোনেলায় দেখা পাই সেটাই আমাকে তৃপ্ত করে। জীবনে তৃপ্তি পাওয়াটা অনেক বড় কিছু।
সোনেলা ক্ষুদ্র একটা কাগজ কিন্তু দেখুন এই ক্ষুদ্র কাগজে আমিসহ আমরা সকলে লিখে কত স্ফটিকরূপে সাজিয়েছি। অনেক লেখকই আছে, ব্লগে এসে কিছুদিন লিখে একটু নামডাক কামিয়ে কেটে পড়ে। শেকড় ভুলে যাওয়া মানুষগুলো একদিন মিশে যায়। আমি অকৃতজ্ঞ হতে পারব না। সোনেলা কি দেয়নি? সব পেয়েছি। এখন ইচ্ছা কেবল যতদিন আছি থাকি এখানেই, সবার মাঝে যে একটা বন্ধন সেটা যেন টিকিয়ে রাখতে পারি। কারন বন্ধনটা একদিনে তৈরি করিনি বা হয়নি। দোয়া কামনা করি আপনাদের।
আর হ্যা আপনাকে কৃতজ্ঞতা জানানো হয় না আসলে। আপনার অনুপ্রেরণা অনেকটা পথ পাড়ি দিতে সাহস যুগিয়েছে। কৃতজ্ঞ আমি আপনার কাছে, এই ব্লগের কাছে। আমার সহযোগী ব্লগারদের কাছে।
মায়াবতী
সাবাস ♥♥♥♥♥
নীলাঞ্জনা নীলা
আমাকে কিছু শব্দ ধার দিতে পারবেন? যদি পারেন তাহলে কোনো কথা নেই। আর যদি না পারেন তাহলে দুইখান প্রশ্ন আছে।
১. কেন পারবেন না?
২. আর কেনইবা মন চায় না শব্দ ধার দিতে?
আপাতত যাচ্ছি ঘুমিয়ে আসি।
🎖প্রহেলিকা🎖
না দিব না!
১। যার অঢেল আছে তাকে ধার দেয়া মানায় না। আমি গরীব মানুষ নিজের ঘরে আগে বাতি দিতে হয় সেই তত্বে বিশ্বাসী।
২। এক নাম্বার উত্তরে উত্তর দেয়া আছে।
হিহি প্রহেলিকাকে কাবু করবেন এত্তো সহজে তা হবি না। ধার আপ্নি দিবেন, সেই ধার অবশ্য ফেরত দিব না কখনো।
মায়াবতী
আয় হায় ধার নিয়া উনি তো দেউলিয়া ঘোষণা করার ধান্ধায় আছেন দেখতাছি…. নীলা আপু আপনার ব্যাংকে ঋণ দান কর্মসুচী স্থগিত করুণ জলদি 😉
🎖প্রহেলিকা🎖
আপনি আমার মত ছোট্ট মানুষের পেছনে লাগলেন। আমি তো এমনিতেই নিরীহ প্রাণী!
মায়াবতী
আপনি কি বাহ্যিক দৈর্ঘে প্রস্থে ছোট তাহলে তো মশার আকৃতি ও আপনার থেকে বাহ্যিক ভাবে ছোট ই কিন্ত তাঁর ক্ষেমতা দেখছেন!!!!! আর আপনি কি হাম্বা জাতি থেকে ও নিরীহ??? ছোট এবং নিরীহ এই দু টি ব্যাপার আসলে তৌহিদ ভাই আপনার আয়না প্রোফাইলে স্টিকি করেন নাই…. আগে যদি জানতাম তাহলে নিরীহ এবং ছোট জীবের পিছনে কিংবা সামনে এমনি ডাইনে বামে ও আইতাম না প্রিয় লেখক 🙂
নীলাঞ্জনা নীলা
ভিক্ষুকের কাছে ধার চেয়েছেন কখনো?
মাহমুদ আল মেহেদী
ভাই আপনার লেখাগুলো কি লিখে সাজান না সাজিয়ে লিখেন? আর গল্প লিখার সময় গল্পের চরিত্রগুলোর সাথে কি কথা হয় বা প্রভাব ফেলে?
🎖প্রহেলিকা🎖
যখন মনে আসে তখনই লিখে ফেলি। পরে পড়তে গিয়ে যদি মনে হয় কিছু ঘষামাজা করা দরকার তখন করি। ঘষামাজাটাই লেখাকে সুন্দর করে তুলে। আজকে আপনি যদি কিছু লিখেন ঠিক এক বছর পর আবার সেটি নিয়ে বসুন দেখবেন অনেক কিছুই চেঞ্জ করছেন আপনি। আর সেটি লেখাকে আরও পরিপাটি করে তুলে।
আমিতো তেমন গল্প লিখিনি, দু চারটা যা লিখেছি গল্পের একেকটা দৃশ্যপট, চরিত্র চোখের সামনে খুব স্পষ্ট হয়েছিলো। গল্প লেখা কঠিন কাজ মনে হয় চরিত্রের মাঝে অবগাহন করতে হয়, আপনাদের মতো সহজে পারি না আমি।
রিতু জাহান
আইতাছি। একখান লম্বা সালাম দিয়ে যাই আগে।
প্রথম প্রশ্ন জুনিয়র প্রহেলিকা হবার পর আপনি ভাবিকে কি গিফট করেছিলেন?
তাকে কি বলেছিলেন?
জাতি জানতে চায়। কারন, হেতি আমারে কিছু তো দেয়ই নাই কিছু কয়ও নাই।
শুন্য শুন্যালয়
সাব্বাস ভাবীজান, কঠিন প্রশ্ন করেছো। আমিও তোমার দলে, মানে জানতে চাওয়ার দলে 😉
মায়াবতী
হিহিহিহিহিহিহি 🙁
🎖প্রহেলিকা🎖
ভবিষ্যৎ সামনে, আইবেন না আপ্নারা আয়নায়! দেখামু নে।
মায়াবতী
ডরাই না *** দেইক্ষেন *** আল্লাহ ভরসা…..
রিতু জাহান
আমি তো আয়না পর্ব পার কইরা আইছি। সারাদিন ওয়াইফাই ছিলো না, দারউপর ফনি যে তামশা শুরু করছিলো!! এইজন্য এহনো অনেক প্রশ্নের হাত থাইক্কা বাইচা গেছেন।
আইসা পড়ছি। নো চিন্তা।
🎖প্রহেলিকা🎖
লম্বা সালামের উত্তর জানবেন।
হুট কইরা আসিয়াই এমন প্রশ্ন বাদবাকি কি করবেন আল্লাহ মালুন।
জুনিয়র ব্লগার আসার সময় আমার ঘরওয়ালীর মোবাইলটা নষ্ট ছিলো। নষ্ট মোবাইল দিয়েতো আর হিরোকে দেখা যাবে না তাই বুদ্ধি করে একটা মোবাইল দিয়েছিলাম। এক ঢিলে দু পাখি, গিফটের গিফটও পেলো উদ্দেশ্যও হাসিল হলো।
জামাইরা এমনি হয় খুব খারাপ তাই আমিও কিছুই বলিনি।
মাহমুদ আল মেহেদী
লেখার ভেতর আবেগ! কেমন লাগে আপনার? আমি আবেগ ছাড়া লিখতে পারি না এটা কি আমার দুর্বলতা? জীবনগল্পের আবেগ নিয়ে যদি কিছু বলতেন।
🎖প্রহেলিকা🎖
আবেগ বহুরূপী, আবেগ আর লেখা দুটো এক মুদ্রার দু-পিঠ। আবেগ ব্যাতিত লেখা হয় না। আপনার দূর্বলতা নয় বরং এটি ভালো দিক। আবেগ না থাকলে লেখা লেখা হয়ে উঠে না। একটা লেখার মাঝে আপনাকে প্রকাশ করে আপনার আবেগ।
মাহমুদ আল মেহেদী
১) প্রহেলিকাকে আপনি কি প্রশ্ন করতে চান?
২) বই পড়ার ভেতর আপনি মজা আনেন কিভাবে?
৩) গল্প করতে বেশী পছন্দ না লিখতে? আর গল্প বলা আর লিখার মধ্যে পার্থক্য কি?
🎖প্রহেলিকা🎖
১। প্রহেলিকাকে প্রশ্ন করতে চাই, “আপনার সহযোগী ব্লগার মেহেদী লেখালেখি না করে কোথায় ঘুরঘুর করে?”
২। আমি আসলে মজা আনি না, যারা লিখে গিয়েছেন উনারাই মজার সব রসদ দিয়েই লিখে গিয়েছেন। আমি বা আমরা তা আস্বাদন করি।
৩। আমিতো বেশি লেখি না গল্পো ও করি না। তবে বেশি পড়তে ভালো লাগে। গল্প বলার পর ভুলে যাবার ভয় থাকে, হারিয়ে যায় অনেক সময় আর লেখাটা হলো একটি দলিল। হারায় না সব লিপিবদ্ধ থাকে।
আঙুল কিন্তু ব্যথা হয়ে গেছে!
তৌহিদ
১.আপনাকে যদি সুযোগ দেয়া হয় মৃত্যুর আগে চিঠি লিখুন, কাকে লিখবেন? কি লিখবেন?
🎖প্রহেলিকা🎖
না প্রিয় তৌহিদ ভাই, কাউকেই লিখব না,শাদা পৃষ্ঠাই থাকবে। কেউ না কেউ তো আমাকে ভালোবাসেই। তারা অবশ্যই শোকাহত থাকবে তখন, কি লাভ সেই চিঠিটা দিয়ে আরও সেই শোককে চিরন্তনী করে দেয়ার। থাক না।
তৌহিদ
এটা ভালো বলেছেন। প্রীত হলাম আপনার উত্তর পেয়ে ভাইয়া।
শুভকামনা জানবেন।
তৌহিদ
২. আপনার লেখা কবিতা নিয়ে নিজের অনুভুতি বলবেন?
🎖প্রহেলিকা🎖
খুব ছোট্টশব্দেই বলি, আমি আমাকে লেখার চেষ্টা করেছি। একেক্টি কবিতায় লিখে রেখেছি আমার আমিকে, আমার একেকটি মুহুর্তকে।
বন্যা লিপি
আপনার এই জবাবটা ভীষণ পছন্দ হয়েছে আমার। কবিতা বা লেখায় নিজেকেই রাখা হয় অথবা আমার বোধকেই রাখা হয়। কখনো আত্মা থেকে, দৃষ্টি থেকে দেখা অন্যের অনুভূতি নিজে ধারন করতে পারলেই কেবল ভেতরে জন্ম নেয় শব্দাবলী। হয়ে ওঠে কাব্যিক ভাষায় কবিতা অথবা কোনো সুখপাঠ্য কাব্য। যা বর্নমালায় সাজাতে রেখে যাই লাইনে লাইনে।
তৌহিদ
ভালো লাগলো আপনার উত্তর ভাইয়া।
মেহেরী তাজ
ব্ল্যাক ম্যাজিক চর্চা ভালোই চলছে তাহলে।তা কত ঘন্টা প্র্যাক্টিস করতে হয় প্রতিদিন? আর কি কি উপকরন লাগে? যদিও হোয়াইট ম্যাজিক গুরুর খোজে আছি…দেখা যাক।
🎖প্রহেলিকা🎖
প্রাক্টিস করতে হয় না, চোখের ভেতির মরিচ ঢেলে তক্কেতক্কে তাকিয়ে থাকতে হয়, ঘুমালেই সব ম্যাজিক ফ্যাজিক ফুড়ুৎ
মেহেরী তাজ
ওহ তাহলে উপকরন হলো মরিচ?
তাহলে থাক মেডেল আপনিই নিয়ে নেন।।
ফজলে রাব্বী সোয়েব
অনুপ্রেরনাময়
🎖প্রহেলিকা🎖
কি?
ফজলে রাব্বী সোয়েব
এই লিখাটি পড়ে অনুপ্রেরণা পেলাম।
ছাইরাছ হেলাল
আপনি কবি, কবিতা আপনার উপজীব্য, উপজাত, উপভোগ্য-ও বটে।
কবিতা প্রাঙ্গণের দীর্ঘ-দুয়ারে দাঁড়িয়ে, হেতা নয় হোথা নয় অন্য কোথাও অন্য কোন ঘাটে নোঙর ফেলার সময় পা ফসকালে মন্দ হতো না!! মনে হয়েছে?
হ্যাঁ হলে কথা নেই, নাহলে কিছু কথা থেকেই যায়।
কবি/কবিতার মত বিশ্রী জগদ্দল গন্ধমাদন ডিঙানোর প্রচেষ্টায় পা-না-মেলানোই ভালো?
🎖প্রহেলিকা🎖
“কবিতা প্রাঙ্গণের দীর্ঘ-দুয়ারে দাঁড়িয়ে, হেতা নয় হোথা নয় অন্য কোথাও অন্য কোন ঘাটে নোঙর ফেলার সময় পা ফসকালে মন্দ হতো না!!”
এটা তো তখনি মনে হবে যখন আক্ষেপ জন্মাবে। আমার কখনো এ নিয়ে আক্ষেপ জন্মায়নি। আমিইতো লিখেছিলাম কোথায় যেন, আমি ভালবেসে ফেলি দুর্গন্ধময় শহর সেখানে কবিতার প্রাঙ্গন নিয়ে আক্ষেপ জন্মাতেই পারে না কবি। আমাকে কবি বললে আপনাকে কি বলব সেটা ভেবে পাই না।
ছাইরাছ হেলাল
ভাল করেই ভাবতে হবে, এই অশেষ ভাবনার।
মাহমুদ আল মেহেদী
ছেলে বেলার মধুর কোন গল্প যা লিখেছেন কোন কবিতায় বা গল্পে।
🎖প্রহেলিকা🎖
ছোটবেলাকে আকড়ে ধরেই অনেকে বেচে থাকে আমি তাদের মাঝেই একজন। কবিতায় বা গল্পে না আনলেও বেশ কিছু লেখা আছে আমার ছোটবেলার ছোট ছোট মুহুর্ত নিয়ে। শেয়ার করবো কোনোদিন।
মনির হোসেন মমি
আসসালামুঅলাইকু।কেমন আছেন।এতোটা দিন ব্লগের বয়সে এই প্রথম প্রিয় প্রহেলিকাকে দেখলাম(ছবি)।কিন্তু কেন?
🎖প্রহেলিকা🎖
ওয়ালাইকুম সালাম প্রিয় মনির ভাই। ছবি ব্যবহারে আমার ঘোর আপত্তি আছে তা ব্লগ বা ফেবুই হোক। ভেবেছিলাম প্রশ্নটা এড়িয়ে যাব কিন্তু আপনি করাতে কিছুটা বলছি। আমি ছবি ব্যবহার করি না তার কারণ আমার বয়স। একটা সময় বেশ কিছু প্রবীণ কবিদের সাথে তাদের কবিতার আলোচনা সমালোচনায় অংশ নিয়ে বেশ কয়েকবার আমার বয়সের বিষয়টি উঠে এসেছিল। যদি ঠিক তারাই ছবি দেখার আগ পর্যন্ত আমার বয়স নয় বরং আমার আলোচনাকে প্রাধান্য দিত। সেই থেকেই আমি ছবি প্রকাশে বিমুখ।
সকাল স্বপ্ন
লেখক ভাল লিখেন
সেটা বুজি,
এবং আরও বুজতে চাই লিখা পড়ে।
শুভ কামনা ও শুভেচ্ছান্তে।
সাবিনা ইয়াসমিন
সবাইকে খুব সহজে দ্রুত আপন করে নেয়ার গুন আপনার মাঝে প্রায়ই দেখতে পাই। আপনি ফান করতে পারেন, ফান গ্রহণ করার মানষিকতাও আপনার মাঝে বিদ্যমান। আবার ফান করার সময় আপনার ব্যাক্তিত্ব কখনো টলে উঠেনা। এটা কিভাবে পারেন? এত অল্প বয়সে নিজের এতো চমৎকার ব্যাক্তি সত্বা কিভাবে আয়ত্ব করলেন?
🎖প্রহেলিকা🎖
আমার কোনো কৃতিত্ব নেই আসলে সেখানে, সবটুকুই ঈশ্বরপ্রদত্ত। আমি বেশিরভাগ সময়েই ভালো মানুষগুলোর দেখা পাই। এই যেমন আপনারা বেশ আন্তরিক, আপ্নারা যদি গ্রহন না করতেন আমি মিশতে পারতাম না। সমমনা টাও এখানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেয়াল করলে দেখবেন, এই ব্লগে আবার এমন অনেকেই আছে যাদের সাথে আমি মিশতে পারিনি হয়তো পারবও না কখনো। তাদের থেকে দূরে থাকি, আমি বিশ্বাস করি যে আমার দিকে এক পা এগোবে আমি তার দিকে শ্রদ্ধাভরেই দশ পা এগুবো।
বিনয় মজুমদারের কথা মনে পড়ে,
“ভালবাসা দিতে পারি, তোমরা কী গ্রহণে সক্ষম'”
তাই কেউ ভালবাসলে তা গ্রহনের চেষ্টা করি প্রাণপণে।
রোবায়দা নাসরীন
আমি ব্লগে মাত্র প্রবেশ করলাম। প্রহেলিকা !! আমি উনার কোনো লিখাই এখনও পড়ি নি। কিন্তু উনাকে বিশ্লেষণ করে এই লিখাটি পড়ার পর আগ্রহ বোধ করছি উনার লিখগুলো পড়ে ফেলার।
🎖প্রহেলিকা🎖
স্বাগতম আপ্নি সোনেলা ব্লগে। আশা করছি সহযোগী হিসেবে পাশে থাকবেন, লিখবেনও।
শুভকামনা।
রিতু জাহান
প্রথম প্রেম নিয়ে যদি কবিতা লিখতে বলা হয় তবে তার শিরোনাম কি হবে?
প্রথম প্রেমের অনুভূতি মানুষের জীবনে কতোদিন পর্যন্ত স্থায়ী হয় ?
প্রতিটা মানুষের একটা নিজস্ব ড্রয়ার আছে। জাতি জানতে চায় এতো যেহেতু কবিতা বের হয়, মনে তাইলে কয়টা ড্রয়ার আছে।
🎖প্রহেলিকা🎖
আপনি আসলেন অবশেষে!
শিরোনাম লেখার বিষয়বস্তুর উপর নির্ভর করেই দিব। প্রেম যদি ইতিবাচক হয় তাহলে অবশ্যই নেতিবাচক থেকে তা ভিন্ন হবে।
মানুষভেদে এই স্থায়িত্ব নির্ভর করে। অনেকে প্রথম প্রেমের স্মৃতি নিয়ে আজীবন বেঁচে থাকে আবার অনেকে সেটা কাটিয়ে উঠে। জানি প্রশ্ন আসবে আমার প্রথম প্রেমের অনুভূতির স্থায়িত্ব কতদিন ছিলো। আমার দ্বিতীয় প্রেম হবার আগ পর্যন্ত সে অনুভূতি ছিলো।
আমার মনে একটাই ড্রয়ার, আর সেখানেই আগলে রেখেছি বারোয়ারী নিজস্বতা।
রিতু জাহান
চমৎকার উত্তর।
রিতু জাহান
জীবনের সুন্দর দিক কোনটি আপনার কাছে?
ধরুন আপনাকে কেউ বলল,সে আত্মহত্যা করতে চায়, উত্তরে আপনি কি বলবেন?
যেমন আমি বলব,’এ পৃথিবীটা অনেক সুন্দর। আমার জন্য এখনো অনেক কিছু অপেক্ষা করে আছে। যে পৃথিবী থেকে আমি একবার গেলে কখনো আর কোনোদিন কোনো মুহূর্তে ফিরে আসব না সে পৃথিবী থেকে এতো সহজে যেতে চাইব না।
🎖প্রহেলিকা🎖
প্রশ্নটা বেশ সুন্দর! এমন পরিস্থিতির সম্মুখীন হতে চাই না কখনোই। তারপরও যদি হয়ে যাই তাকে আত্মহত্যা করার জন্য তাৎক্ষণিক কোনো বাধা দিব না তবে জানতে চাইবো পেছনের কারণটা কি। তা জেনে যদি সম্ভব হয় সে কারণটি দূর করার তবে সেটিই দূর করতেই চেষ্টা করবো, সাথে আপনার মতো মোটিভেশনাল স্পিচও তখন খুব দরকার। দুই এর সমন্বয় আশা করি ফেরানো যাবে।
শামীম চৌধুরী
প্রতিদিনই সবারই নিজেকে একবার আয়নার সামনে দাঁড়াতে হয়। তখন সে নিজেই বুঝতে পারে তার সারাদিনের কর্ম। যাহা হোক সোনেলার আয়নায় আপনাকে আমি প্রথম দেখলাম। আশা করি সামনে আরো দেখা হবে। শুভ কামনা রইলো আপনার জন্য।
সেডরিক
১) ব্লগে আপনার প্রোফাইল ছবিটির রহস্য কি?
২) আপনার ব্লগ নেম প্রহেলিকার হিন্দি শব্দ Paheli. এই নামে একটা মুভি আছে, দেখেছেন?
৩) প্রহেলিকা শব্দের অর্থ ধাধা/রহস্য। মানুষ হিসেবে আপনি কি রহস্যে ঘেরা?