আম্মা এবং আমি

সাখিয়ারা আক্তার তন্নী ২৮ অক্টোবর ২০১৯, সোমবার, ১০:২৫:২২অপরাহ্ন রম্য ৩২ মন্তব্য

ছোট বেলায় আমার বুকে সব চাইতে বেশি Palpitation হতো,
(I mean দিলকা ধারকান বেরে যেত),
যখন কী না বাসায় আসা মেহমান টাকা দিতে চাইত,
আর আম্মা বলত টাকা দেয়া লাগবে না,"দোয়া কইরেন"।
তখন আমার Heart beat এত বাড়া বারত যে,
মনে হইতো এই বুঝি টাকা না দিয়ে গেল,
এই বুঝি Heart fail করলাম।

Second এর কাটার চাইতে বেশি Speed এ আমার মন দুনিয়ার যত কানা গলি ঘুরে চলে আসত।
দুনিয়ার যত অলক্ষি প্যাঁচা তখন আমার মনের ভীতর এক সঙ্গে কু-কু-কু ডাক ডেকে আমার Survive ক্ষমতা Minus Zero Degree নিচে নামিয়ে দিত।

এই বুঝি না দিয়া চলে গেল রে
তখন আম্মাকে মনে হইত Villain.
এমন একটা অসহায় চাওনি আম্মার দিকে দিতাম,
যে ভাষা ধরার ক্ষমতা পৃথীবির কোন Dictionary তে নাই।
আর তখন সেই মহেন্দ্র ক্ষনে শরীরের সমস্ত Nerves Response করা বন্ধ করে দিয়ে, মস্তিষ্ক আম্মার Opposition এ Bond ডাকত।
যার ফলশ্রুতিতে কিছু ক্ষন নিজ কাজে ইস্তফা দিয়া, আম্মা Character Sketch নিয়া দুই-চারটা বই লিখে ফেলতাম মুহূর্তের মধ্য।
আর মুখের Expression এমন হতো যে,
আর যে সইতে পারি না এ জ্বালা.................­.....

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ