আম্পান

কামরুল ইসলাম ২১ মে ২০২০, বৃহস্পতিবার, ০১:৩৫:১৯পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

অনুজীবের নির্মম  সংক্রামন রোধে ~

বিশ্ব যখন বন্দি ঘরে ~

আমপান তুই কোন আহাম্মক ~

দুর্যোগ আনলি নতুন করে ~

নিরিহ কর্মহীন ভুখা যখন  ~

অসহায়ে জীবন কাটে ~

আমপান এলো ঘর ভাঙতে ~

সেজে গুঁজে সাগর পাটে  ।

বন্দি আছি,  ভুখা আছি ~

মাথা গুঁজার ঠাইতো আছে ~

হিংস্র থাবায় তাও নিবি ~

শেষ সম্বল যেটুকু কাছে  ।

ভুগছি যখন গোটা জাতি ~

মহামারীর সংকটে ~

ছোবল দিল প্রকৃতি এসে ~

আমপান নামে,  সাগর তটে ।

 

রচনা কাল ঃ২০/০৫/২০২০

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ