নিজেকে আজ রেখিছি নিভৃতে।
ক্ষণজন্মা ভালো সময়টুকু খারাপ সময়ের
দীর্ঘসূত্রিতার কাছে হেরে যায় বারংবার।
হলুদ সবুজের মিলনে উৎপন্ন হওয়া কালো রংটাও
দিনের পর দিন গাঢ় হয়ে যাচ্ছে।
যখনই না একটু সোজা করেছি মেরুদন্ডটাকে,
ঠিক তখনই যেন নিজ নির্বুদ্ধিত্তার গুণে
বাঁকা হয়ে যাই আবারো, কাছের মানুষগুলো
ভালোবাসার মানুষগুলো, দূর থেকে হাসে,
তিরস্কার করে, যেন বলে গাধাটা গাধাই রয়ে গেল!
আমি রাগ করি না, অভিমান করি,
একটু বিরতি নিয়ে আবার জীবনের পথ চলা
শুরু করি, অসীম আকাশ ছোঁয়ার স্বপ্ন রচি আবারো।
হয়তো বা পাব না ছুঁতে,উড়বো আবারও,
আবারও পড়ে যাব মুখ থুবড়ে, আবারো পাত্র হবো তিরস্কারের,
তবে ভালোবাসার মানুষগুলো একদিন আবিষ্কার করবে ঠিকই
মেরুদন্ডটা আমার সোজা হয়ে গেছে কবরে শোয়ানোর ঠিক আগ মুহুর্তে!
বলবে, গাধাটা তবে সত্যিই মানুষ হলো!
৭০৩জন
৬৩৪জন
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
গাধাটা মরনেই মানুষ হয়ে গেলো। এমন অনেকের সাথেই এমন ঘটনা ঘটে থাকে। ধন্যবাদ ভাইয়া। ফাগুনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ফাগুনময় ভালোবাসা রইলো
নিতাই বাবু
আজও মানুষ হতে পারিনি আমি! গাধাই রয়ে গেলাম!
ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল। সাথে শুভ ফাল্গুনের শুভেচ্ছাও!
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ বড় ভাই। ভালবাসাময় বসন্তের শুভেচ্ছা
হালিম নজরুল
মেরুদণ্ড সোজা হোক সবার্।ভাল লাগলো
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ ভাই। ভালবাসা অফুরন্ত
ফয়জুল মহী
প্রিয় শুভ কামনা অহর্নিশি।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ ভাই। শুভ কামনা।