আমি হীরা খাঁটি হীরা

শামীনুল হক হীরা ১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার, ১০:৫৭:১৮অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

আমি পাপী হিটলারকে দেখিনি-
তবে পৃথিবীর সবচেয়ে ঘৃনিত ব্যাক্তি সে 
তা বুঝার বাকী নাই।
আমি বেঈমান মীরজাফরকে দেখিনি-
তবে তার বিশ্বাস ঘাতকতায় পৃথিবী কলঙ্কিত
তা বুঝার বাকী নাই।
আমি স্বাধীনতা সংগ্রাম দেখিনি-
তবে নিরীহ বাঙ্গালীর উপর পাকিস্থানিদের অত্যাচার কতখানি ভয়াবহ ছিল 
তা বুঝার বাকী নাই।
তোমায়তো খুব কাছ থেকে আমি দেখেছি
আমি কি তোমায় একটুও বুঝবনা!
নতুন করে আমায় কি বুঝাতে চাও ?
তবে যতই অবহেলা করনা কেন-
আমার শেষ কথাটা শোনে রাখ,
আমায় যদি একশ বছরও আবর্জনার নিচে
ফেলে রাখা হয় আমার দাম বিন্দুমাত্রও
কমবেনা বরং একশগুন বাড়বে।
কারণ একটাই-আমি হীরা খাঁটি হীরা।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ