- আমি হব রোজ প্রভাতের সেই চঞ্চল পাখিটা
- যে সবচেয়ে বেশি সপ্ত হর্ষে গান গায়।
- আমি হব রোজ নিশির সেই তারকাটা
- যে সবচেয়ে বেশি আলো ছড়ায় অন্ধকারে।
- আমি হব রোজ তটিনীর সেই কলকল ধ্বনিটা
- যে সবচেয়ে বেশি শ্রুতি মধুর।
- আমি হব রোজ শাদ্বল দূর্বাদলের সেই ঘাসটা
- যে সবচেয়ে বেশি ধেনুর কাছে অতি প্রিয়।
- আমি হব রোজ মৌচাকের সেই মৌমাছিটা
- যে সবচেয়ে বেশি মধু আহরণ করে।
- আমি হব রোজ পাখির সেই ডানাটা
- যে সবচেয়ে বেশি ক্লান্তিহীন উড়তে পার।
- আমি হব রোজ শরৎকালের সেই কাশ আর শিউলি ফুলটা
- যে সবচেয়ে বেশি হাওয়ায় দোল খায়।
- আমি হব রোজ স্বাপ্নিকদের সেই স্বপ্নটা
- যে স্বপ্ন সবচেয়ে বেশি পূরণ।
- আমি হব রোজ মাছরাঙাদের মধ্যে সেই মাছরাঙাটা
- যে সবচেয়ে বেশি শিকার করে তাতে সফল হয়।
- আমি হব রোজ মধুমাস জৈষ্ঠ্যের সেই ফলটা
- যে ফল সবচেয়ে বেশি জনপ্রিয়।
রচনাকালঃ
০২/০৬/২০২১
৪৩৪জন
৩৫৭জন
৮টি মন্তব্য
হালিমা আক্তার
“আমি হব” এর সকল স্বপ্ন পূরণ হোক। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
স্বপ্ন পূরণ হোক।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
রোকসানা খন্দকার রুকু
আশা পুরণের আশায়। শুভ কামনা ও শুভ সকাল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।
হালিম নজরুল
চমৎকার আকাঙ্ক্ষা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সদা