আমি সেই

জাহাঙ্গীর আলম অপূর্ব ৯ জানুয়ারী ২০২১, শনিবার, ১০:২৯:২৯পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
আমি তো উপন্যাসিকের সেই উপন্যাসটা
যেথায় উপন্যাসিক সযত্নে লেখে
সুখী মানুষের সুখের কথা
আর দুঃখী মানুষের দুঃখের কথা।
আমি তো প্রেমিকার অপ্রয়োজনীয়
ডায়েরির সেই কষ্টের পাতাটা
যে ডায়েরির পাতার নেই কোনো প্রয়োজন
শুধু অবহেলা আর অবহেলা।
আমি তো নিঝুম দুপুরে তৃষার্ত পথিকের
জল পানের সেই দৃশ্যটা
যা তৃষার্ত পথিকের জন্য আনন্দদায়ক।
আমি তো বর্ষাকালে প্রকৃতির
কদম আর কেয়া ফুলের মনোরম
সেই পরিবেশটা যা অনন্য ঋতু।
আমি তো সেই উদ্বাস্তু মানুষ গুলোর
নির্মম নিষ্ঠুরতম প্রহর গুলো
যা তাদের সতত কাঁদায় ।
আমি তো সেই শ্রমিক আন্দোলনের
নির্যাতিত নিপীড়িত মানবটা
যে শুধু মালিক শ্রেণির দ্বারা
শোষিত শোষিত শোষিত।
রচনাকালঃ
০১/০১/২০২০

 

৫১৭জন ৪৫০জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ