প্রলয়ের রাত শেষে;

আবার আসবে শিউলি ঝরা ভোর।

উন্মুক্ত মাটির বক্ষে পড়ে থাকা,

শুভ্র-লাল শিউলি ফুল কুড়িয়ে কোনো এক-

ষোড়শী বালিকা ভরাবে তার অঞ্চল।

 

প্রেমার্ঘ্য সম্পদের মতো;

অতি সন্তর্পণে বুকের পরে আগলে রাখবে

শিউলি ভরা সেই অঞ্চলখানি।

খুব যতনে আলতো করে মালা গেঁথে,

পরম মমতায় জড়িয়ে রাখবে-

মেঘ কালো দীঘল চুলের খোঁপা।

 

শিউলি ফুলে সাজানো খোঁপায়;

যখনই পড়বে কোনো যুবকের দৃষ্টি,

তাৎক্ষনিক সে হয়ে উঠবে প্রেমিক কবি!

ষোড়শী বালিকার তরে লিখবে প্রেমের কবিতা।

আমি সেই কবিতাটি হবো,

প্রেমিক কবি'র প্রেমের কবিতা হবো আমি।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ