
আমি ভালো নেই!
বিজন মরুভূমির রুক্ষতার কাঁটাতারে রক্তাতিসার মনের গহীনে উদ্বেলিত চিন্তারা আষ্টেপৃষ্ঠে গ্রহণ করেছে বন্দিত্বের স্বাদ। কানে বাজে শুষ্ক কন্ঠে নন্দিনীর প্রেমাসক্ত বন্দনা।
আমি ভালো নেই!
অস্পৃশ্য বন্দনায় নিশুতি রাতের আঁধারে কানেআসা অমোঘ সত্যের হাতছানিতে বুক কেঁপে ওঠে আজ। সময় কি তবে ঘনিয়ে এলো! অগ্নিদাহ কায়া যে বড্ড লোভাতুর।
আমি ভালো নেই!
পারাপারের রঙিন মেলায় ফানুশ ওড়ানো সুতো ছিড়ে ছিটকে আসা নাটাইয়ের ভবের মেলা সাঙ্গ হলো তবে! সঙ্গী হবে আছে কি কেউ? আকাশে বাতাসে নিস্ফল আর্তনাদ।
আমি ভালো নেই!
নির্বাক নিস্তব্ধতায় ঝিঁঝিঁ পোকার ডাকে অনুভূত অমানিশার পথে বিজন সারথি দাঁড়িয়ে বলে- এসো বাছা! কাছে এসো। নিযুত যে জীবন সেটাইতো শেষ পরিণতি। ফিরে আসা হয়তো হবেনা আমার।
আমি ভালো নেই!
যদি পারো, ভালোবাসার বেড়াজাল ছিন্ন করে বিদায় দিও গোধূলিবেলায়। জ্বলজ্বলে শুকতারাকে অন্তত একবার জিজ্ঞেস করো- কেমন আছি আমি? অনুভবনীয় ইশারায় খুঁজে নিও উত্তর।
আমি ভালো নেই!
মেঘমাল্যরের প্রাচীর ভেদ করে আসা সোনালী আলোকছটায় অবগাহনপর্বের সমাপ্তিতেই সূচিত হয়েছে নতুনত্বের জয়গান। তাইতো হাততালিতে নয়, অশ্রুসিক্ত বাতায়নবর্তিনী কাব্যে লিখে রাখছি কথকতার কবিতা।
হে পৃথিবীর মানুষ!
সত্যি বলছি, তোমাদের ছেড়ে চলে যাবার অস্থির চিন্তায় আমি মোটেও ভালো নেই।
(লেখার ছবি- আমারই)
২৫টি মন্তব্য
ইঞ্জা
মেঘমাল্যরের প্রাচীর ভেদ করে আসা সোনালী আলোকছটায় অবগাহনপর্বের সমাপ্তিতেই সূচিত হয়েছে নতুনত্বের জয়গান। তাইতো হাততালিতে নয়, অশ্রুসিক্ত বাতায়নবর্তিনী কাব্যে লিখে রাখছি কথকতার কবিতা।
চোখে পানি এনে দিলেন ভাই, এমন কাব্যের কি দরকার আছে যেখানে শুধুই বিচ্ছেদের কথামালা আসে?
তৌহিদ
মনটা আসলে ভীষণ খারাপ দাদা। আপনি কষ্ট পেয়েছেন দেখে আমিও দুঃখ পেলাম। আপনাকে ভালোবাসি অনেক অনেক।
ভালো থাকুন দাদা।
ইঞ্জা
আমিও কম ভালোবাসিনা ভাই।
ফয়জুল মহী
অসাধারণ আপনার লিখন । শুভ কামনা
তৌহিদ
ভালো থাকুন ভাই। শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
“হে পৃথিবীর মানুষ!
সত্যি বলছি, তোমাদের ছেড়ে চলে যাবার অস্থির চিন্তায় আমি মোটেও ভালো নেই।“
এতো হতাশ হলে কি চলে ?
যারা পালিয়ে বেড়ায় তাদের কথা বাদ দিয়ে
আশার আলো জ্বালিয়ে নিরন্তর পথ চলুন।
ভালো থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
এই অমোঘ সত্য থেকে পালিয়ে বেড়াবার সাধ্যি কারোরেই নেই দাদা।
ভালো থাকুন সবসময়।
সাদিয়া শারমীন
আপনার কবিতার মন্তব্য করার সাহস আমার নেই। অনেক সুন্দর লেখা।মুগ্ধ।
তৌহিদ
পড়েছেন দেখে ভালো লাগলো আপু। এসব লেখাটেখা কিচ্ছু নয়, সব আবোলতাবোল ভাবনা।
শুভকামনা সবসময়।
সুরাইয়া পারভীন
যিনি সব সময় এতো এতো সাহস জোগান আমাদের
শিখিয়ে দেন ভালো থাকার কৌশল উনি কেনো আজ এমন বিষণ্ণতায় হতাশায় নিমজ্জিত! তিনি যদি ছেড়ে যাবার, চলে যাবার ভাবনায় ভালো থাকে না পারেন
আমাদের সাহস জোগাবে কেনো?
বিষণ্ণ বিষাদে ভরা হলেও অসম্ভব সুন্দর লেখা।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ভাইয়া
তৌহিদ
চারপাশে মৃত্যুর মিছিল। আমিও হতাশায় নিমগ্ন আপু।
প্রার্থণায় রাখবেন সবসময়। শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
আপনার লেখায় এমন মন খারাপের কথা মনে হয় এই প্রথম পেলাম। আমরা কেউই ভালো নেই। মনে হচ্ছে এখনই চলে যাবো আর ফিরবোনা। ভালো থাকার চেষ্টা করুন। শুভ কামনা রইলো শুভ সকাল
তৌহিদ
মনটা আসলেও খারাপ দিদভাই। পরিচিত অনেকেই করোনায় চলে গেলেন, অনেক আক্রান্ত।
ঠিক হয়ে যাবে, প্রার্থণায় রাখবেন আমাকে সবসময়।
ভালো থাকুন আপু।
আলমগীর সরকার লিটন
হু সময়ের গন্ডতে ভাল থাকা যায় না তবুও একমুঠো ভাল থাকতে হয় কবি দা
অনেক শুভেচ্ছা রইল————
তৌহিদ
আপনার জন্যেও শুভেচ্ছা রইলো ভাই।
ছাইরাছ হেলাল
ভাল বা মন্দ আমরা যাই থাকি না কেন, ছেড়ে-টেড়ে যাওয়া কোন সহজ কম্ম নয়।
পিছু ডাকা ভালবাসার গহীন/গভীর বন্ধন ভেঙ্গে।
তৌহিদ
একদিন সবাইকেইই যেতে হবে, কেউ আগে আর কেউ পরে।
আমাকে প্রার্থণায় রাখবেন ভাই।
আরজু মুক্তা
যারা সাহিত্য নিয়ে পড়ে, তারাই জানে পৃথিবী বা নিজের জীবন থেকে যে পলায়ন করতে চায়; সে কতোটা রোমান্টিক! গভীর ভালোবাসায় নিমজ্জিত সে! প্রেমিক মন ঠিকানা খুঁজছে। আশা নিয়েই থাকেন।
কবিতা ফাস্ট ক্লাস ফাস্ট।
“ভালো নেই, তুমিছাড়া ” এই লাইনটাই অগোচরে লিখা হয়ে গেছে।
রোকসানা খন্দকার রুকু
হে পৃথিবীর মানুষ!
সত্যি বলছি, তোমাদের ছেড়ে চলে যাবার অস্থির চিন্তায় আমি মোটেও ভালো নেই।****
অসাধারণ হয়েছে ভাইয়া।মনে হচ্ছে এ সময় এরকম ব্যাথা কবিতাই দরকার ছিল।
শুভ কামনা।
তৌহিদ
পড়েছেন দেখে ভালো লাগলো রুকু আপু। পাঠকের ভালোলাগাই মন ভালো করে দেয়।
শুভকামনা সবসময়।
তৌহিদ
চমৎকার মন্তব্যে অনেক ভালোলাগা মুক্তা আপু। এটি ঠিক কবিতা নয়, মনের হেয়ালি ভাবনা আর কি! প্রিয়জনদের ছেড়ে একদিন যেতেই হবে সবাইকে।
আপনিও ভালো থাকুন আপু।
শামীম চৌধুরী
আমার কাছে অনুভূতি মনে হলো না।
আমি কবিতা হিসাব করেই পড়লাম। অনুভূতি হলেও ভাবনাগুলি মন্দ না।
তুমি যাবে কোথায় ভাই? আমাকে সঙ্গে না নিয়ে?
তৌহিদ
ভাইজান এটি মোটেই কবিতা নয় কিন্তু! নিজের অনুভূতিই ছিলো এটি। পড়েছেন দেখে প্রীত হলাম।
আপনি আরো যুগ যুগ বেঁচে থাকুন ভাইজান। একদিন সবাইকেই যেতে হবে। কেউ আগে আর কেউ পরে।
শুভকামনা রইলো ভাই।
খাদিজাতুল কুবরা
তৌহিদ ভাইয়া এটাতো আমার রোগ। হতাশার মর্মরধ্বনি বাজছে কবিতার ছত্রে ছত্রে।
তবে লেখনশৈলী নিয়ে কোন কথা হবেনা। এককথায় দুর্দান্ত।
ইনশাআল্লাহ পৃথিবী আবার আগের মতো প্রকৃতির দ্বার খুলে দেবে।
তৌহিদ
ইনশাআল্লাহ আপু। আপনার প্রার্থণা কবুল হোক।
শুভকামনা সবসময়।