আমি পুরুষ

সিহাব ১ ফেব্রুয়ারি ২০১৪, শনিবার, ১২:৪২:৪৫পূর্বাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

আমি পুরুষ-হ্যাঁ আমিই পুরুষ !

আমার জন্যেই পৃথিবীর সৃষ্টি

আমি তাতেই অবাধ বিচরণ করি !

রাত-বিরাতে, বনে-বাঁদাড়ে আমার যেতে নেই মানা !

আমার অনেক কিছু থাকলেও-তা থাকতে নেই !

আমার লাজ-শরম থাকতে নেই,

ভয় থাকতে নেই!

ছোটবেলায় একবার নিম্নচাপ হয়েছিল প্রচন্ড আমার,

বলেছিলাম পাশের জনকে আমি সেই কথা-সেই লজ্জার কথা !

শুনে বলেছিল-পুরুষ মানুষের লজ্জা কি?

রাস্তার একপাশে গিয়েই সেরে ফেল !!

সেদিন থেকেই আমি লজ্জাকে রাস্তায় ছিটিয়ে দিয়েছি !

একদিন ভুতের ভয়ে পাশের ঘরে যেতে পারি নি

শুনে সবাই হেসেছিল আর বলেছিল

“কাপুরুষ-মেয়েমানুষ” আরো কত কি!!

সেদিন থেকেই মনে রেখেছি ভয় থাকা পুরুষের সাজে না,

ভয় শুধু মেয়েমানুষের আর কাপুরুষের সঙ্গি !!

আমার আজ ভয় নেই বলেই

মেয়েরা আমায় দেখলে ভয় পায় !

রাতে পথে বের হতেও ভয় পায়

আমার মত পুরুষেরই জন্যে !

আমি পেতে পারি আমার মনের মানুষকে

মন দিয়ে না পেলেও, জোর করে !

আর জোর করে না পেলে তো

এসিড বা ধর্ষণ আছেই !

ধর্ষণে আমার পরম পাওয়া হয় !

মন না পেলেও, দেহ কি কম নয়?

ধর্ষণে শাস্তির ভয়?

আমার তো ভয় থাকতেই নেই !!

আর লজ্জা?

সেতো নারীরই ভূষণ !!

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ