আমি পরবাসী!

বোরহানুল ইসলাম লিটন ৩০ মে ২০২২, সোমবার, ০৬:৫৬:১৫পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

সু কাজের ক্ষেতে যদি
বাঁধা জেগে নিরবধি
জ্ঞাতির হৃদয়ে হয় সুখে উল্লাসী,
মনে হবে নিজ পদে ‘আমি পরবাসী!’

হিংসা বিবাদ হোক মানুষেরই ধন,
পারে কি কাড়তে ওরা সুবোধের পণ?
জেনে ক’টা মনোরথ
সাজালে কাঁটায় পথ
সুহৃদের মুখে গড়ে সংশয়ী হাসি,
মনে হবে নিজ পদে ‘আমি পরবাসী!’

কখনো বিবেক নয় কেউটের জাতি,
হলে কি ধরণী পেতো সুফলা এ খ্যাতি?
তবু খ্যাপা ভিমরুল
নিত্তি ফুটাতে হুল
থাকলে প্রীতির বুকে গেয়ে পাশাপাশি,
মনে হবে নিজ পদে ‘আমি পরবাসী!’

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৩৮৮জন ২৮৬জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ