
ইচ্ছে থাকা সত্ত্বেও আমি নিঃশব্দ,
সময়ের কাছে পরাজিত, বাস্তবের কাছে সমাপ্ত ;
উচ্ছ্বাসের পালে হাওয়া হয়ে নেচে উঠে মন-
শব্দ কবিতা লিখা হয়নি বহুদিন ক্ষণ!
আমি নিষিদ্ধ /নিঃসঙ্গ /আমি অক্ষম ব্যর্থ
আমি গভীর কালো আকাশের গায়ে একটুকরো মেঘ,
আমি শুধুই সাদা কাগজে কবিতা ;
ভালো লাগা ভালেবাসা- সত্য মিথ্যে না বলা শব্দের দহন!
আমি শিশির জলে বিছানা পেতে সবুজ রঙে
সোনালীর প্রেম কবিতা,
বেদনার শব্দ সমাপ্ত, অসমাপ্ত -সৃষ্টি বৈষম্য,
আমি গাঢ় হতে সাদা কাগজে রোমাঞ্চ!
আমি লক্ষ/ ইতিহাস /সংস্কৃতি /গল্প- কবিতা
আমি শব্দ, নিঃশব্দ আততায়ী প্রেম,
আমি সুবর্ণ সন্ধ্যায় গোপন আস্তানা
পেয়সির প্রেম পত্র!
আমি শব্দ নিঃসঙ্গতায় জমে থাকা শব্দের
নিদ্রাহীন চোখে স্বপ্ন,
আমি নিঃশব্দে কবিতার রঙিন মঞ্চও!
(সোনেলা ম্যাগাজিন ২০২২)
সঞ্জয় মালাকার //
১৭টি মন্তব্য
হালিমা আক্তার
নিঃশব্দ হয়েও গড়েছি সুন্দর কাব্য। স্বপ্ন নিদ্রাহীন চোখে ই আসে। চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু,
ভালো থাকবেন শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপলব্ধির ব্যক্ততা!
নিঃশব্দই হোক জীবনের চলা
জেগে থাকুক সাথে শব্দের গোলা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা, মন্তব্যে মুগ্ধতা,
ভালো থাকবেন সব সময় শুভ কামনা।
ছাইরাছ হেলাল
অনেকদিন পরে লিখলেন,
কবিতার মঞ্চ আরও রঙিন হোক, লিখে লিখে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
ভালো থাকেন শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
নিঃশব্দতাও অনেক কিছু বলে গেল।
প্রিয় ব্লগার ম্যাগাজিনের জন্য যা লিখবেন তাতে উল্লেখ করে দিবেন। তাতে সুবিধা হবে।
লিখতে থাকুন। শুভ কামনা!!🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় আপু,
হু পরের বার উল্লেখ করে দেবো, ভালো থাকবেন শুভ কামনা //
রোকসানা খন্দকার রুকু
আচ্ছা, অবশ্যই!!
রেজওয়ানা কবির
স্বপ্ন নিদ্রাহীন চোখে ভাসছে কবিতা।। নিদ্রা নেই বলেই, একাকী অনুভূতি আছে বলেই আমি বেঁচে আছি। ভালো লিখেছেন। শুভকামনা।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু, ভালো লাগা অফুরন্ত, ভালো থাকবেন শুভ কামনা।
রিতু জাহান
নিদ্রাহীন নিঃসঙ্গতা,,
দারুন লিখেছেন।
শুভকামনা রইলো
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু,
ভালো থাকবেন শুভ কামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
অনেক দিন পর আপনার লেখা পড়লাম!
কবিতা ভালো লাগলো।
নিয়মিত লিখুন, অনেক শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দিদিভাই,
দিদিভাই চেষ্টা করি সবসময় ব্লে আসতে কিন্তু বোঝেনইতো প্রবাসি জীবন,
দিন শেষে কর্মব্যস্ততা শেষে যে টুকু সময় পাই তা রান্নাবান্নার কাজে ব্যায় হয়ে যায়।
তবে এখনথেকে নিয়মিত আসার চেষ্টা করবো
ধন্যবাদ দিদিভাই ভালো থাকবেন সব সময় শুভ কামনা রইলো।
শুভেচ্ছা জানাবেন।
সাবিনা ইয়াসমিন
হ্যা দাদা, প্রবাসী জীবনের কষ্ট আমি জানি। বুঝিও। তবুও এখানে আসতে বলি, লিখতে বলি, কারণ আমি এটাও জানি আপনি সোনেলাকে কতটা ভালোবাসেন।
এই লেখার শব্দ চয়ন, গঠন, প্রয়োগ সবকিছুই অনেক সুন্দর হয়েছে। আপনি পোস্টের নীচে ’ সোনেলা ম্যাগাজিন ২০২২” এড করে দিয়েন। নির্বাচকমণ্ডলী ভালো মনে করলে এই কবিতা সিলেক্ট করে নিবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদিভাই, ভালোবাসা অফুরন্ত,
অবশ্যই লিখে দেবো দিদি।
ভালো থাকবেন শুভ কামনা সতত;