আমি নারী

খাদিজাতুল কুবরা ৯ ডিসেম্বর ২০২০, বুধবার, ০৪:০৩:৩৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

নারী
আমি নারী।
আমি কারুর মেয়ে, কারুর বোন,
কারুর স্ত্রী, কারুর মা।
এক অঙ্গে আমি কত রুপ ধারণ করি।
আমি বহুরুপী!

আদতে আমি নারী।
আমি কষ্ট লুকিয়ে হাসি।
আমায় যে নিয়ত শোষণ করে,
আমি তাকেও ভালোবাসি।
দিনাতিপাতে দেখভাল,
রোগশয্যায় শশ্রূষা আমিই  করি।

আমি নারী।
বাবা,ভাই,স্বামী এবং ছেলে  আমার
অলিখিত অভিভাবক।
পালাক্রমে কেবল হয় হাতবদল।
আমি প্রত্যেকেরই আনুগত্য করি।

আমি নারী।
প্রগতি, নারীমুক্তি
এজাতীয় কলামগুলো আমি রোজ পড়ি,
পড়ি আর হাসি।
আমি তোমাদের তরে চির ভাস্বর।
যেমন রবি  শশী।

আমি নারী।
আমার মুক্তি কার কাছে চাইবো?
এ কেমন পরিহাস!
ভুলে গেলে চলবে?
আমারই জঠরে তোমাদের আদিনিবাস।
তোমাদের প্রথম আহার,
আমার বুকের শালদুগ্ধরস

আমি নারী।
আমি গড়ার কারিগর,
প্রতিটি পরিবার আমি স্বমহিমায় গড়ি।
আমার হাতেই প্রজন্মের হাতেখড়ি।
পরিবার থেকে সমাজ....,
সমাজ থেকে দেশ....।
অর্ধেক তরান্বিত আমিও  করি।

আমি নারী।
কালের বিবর্তন....
আমার অবদানের ক্ষেত্রকে করেছে
কেবল সম্প্রসারণ।
কস্মিনকালেও ছিলামনা আমি
অবলা নারী।

আমি নারী।
আমি হাত গুটিয়ে নিলে
পাতাঝরা বৃক্ষে রুপ নেবে ধরিত্রী।
নারীজন্মে আমি গর্ববোধ করি।
আমি নারী।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ