আমাকে আমি হারিয়ে ফেলেছি সেই কবে! মাঝেমাঝে তবু স্মৃতির সাথে কথা হয়। ফেলে আসা সময়, ফেলে আসা মানুষ, ফেলে আসা রাগ-অভিমান কিংবা… না, সেভাবে হাসির কথা মনে পড়ে না। অনেকে জানতে চায় আমি হাসি না কেন! আসলে আমি নিজেও ভেবেছি ব্যপারটা নিয়ে। আসলে ভুলে গেছি হাসতে। নাকি উপলক্ষই পাইনি বহু বহু বছর। বহু বছর ধরে আবাদ করে যাচ্ছি হাহাকারের।
সম্ভাবনার অপমৃত্যু দেখছি প্রতিদিন। আমার ঘামে ভেজা শরীরে লেপ্টে থাকা পোষাকে লবণের সাদা দাগ আমাকে নিয়ে ঠাট্টা করে। জানান দিয়ে যায়, বিক্রি হতে যোগ্যতা লাগে, বিকৃত হতেও। তখন আমি খুঁজে পাই, সত্যিই আমার কোন অবয়ব নাই। দেখতে মানুষের মতো, কিন্তু আমি মানুষ নই। মনে হয় মেধাবী, অথচ যোগ্যতা নেই। মনে হয় প্রেমিকপুরুষ, কিন্তু প্রেম নেই। মনে হয় বুক ভরা মায়া, অথচ হিংস্রতায় ভরপুর।
সবশেষে আমি আবিস্কার করি, আমি বহু আগেই হারিয়ে গেছি। আমি বহু আগেই হারিয়ে ফেলেছি। আমি বহু আগেই মারা গেছি। তোমরা যে আমাকে দেখো, সেটা আমি নই। আমার দীর্ঘশ্বাস।
বিক্রি হতে যোগ্যতা লাগে, বিকৃত হতেও। অসাধারণ কথা। সত্যি জীবনের সব কিছুতেই যোগ্যতা লাগে। জীবনের কঠিন যাঁতাকলে পিষ্ট হয়ে যায় স্বপ্ন গুলো। তখন হাসিও ফাঁকি দিয়ে চলে যায় দুরে কোথাও। শুভ কামনা রইলো।
এভাবেই ধীরে ধীরে কেউ কেউ একেবারেই হারিয়ে যাই।তবে নিজেকে একেবারে হারিয়ে ফেলা যাবে না সে যত কষ্টই হোক না কেন!তবে অস্তিত্বই হারিয়ে যাবে। আপনার লেখা পড়ে অনেকেরই নিজের সাথে মিল খুঁজে পাবে, এসবই অনেকেরই মনের কথা। তবে ভাইয়া লেখাগুলো পড়তে একটু কষ্ট হয়েছে প্যারা প্যারা করে দিলে ভালো হত!! শুভকামনা।
৮টি মন্তব্য
ফারজানা তৈয়ূব
খুব ভালো লাগলো,শুভকামনা রইলো।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ
হালিমা আক্তার
বিক্রি হতে যোগ্যতা লাগে, বিকৃত হতেও। অসাধারণ কথা। সত্যি জীবনের সব কিছুতেই যোগ্যতা লাগে। জীবনের কঠিন যাঁতাকলে পিষ্ট হয়ে যায় স্বপ্ন গুলো। তখন হাসিও ফাঁকি দিয়ে চলে যায় দুরে কোথাও। শুভ কামনা রইলো।
তির্থক আহসান রুবেল
দোয়া রাখবেন।
রেজওয়ানা কবির
এভাবেই ধীরে ধীরে কেউ কেউ একেবারেই হারিয়ে যাই।তবে নিজেকে একেবারে হারিয়ে ফেলা যাবে না সে যত কষ্টই হোক না কেন!তবে অস্তিত্বই হারিয়ে যাবে। আপনার লেখা পড়ে অনেকেরই নিজের সাথে মিল খুঁজে পাবে, এসবই অনেকেরই মনের কথা। তবে ভাইয়া লেখাগুলো পড়তে একটু কষ্ট হয়েছে প্যারা প্যারা করে দিলে ভালো হত!! শুভকামনা।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ।
আমি প্যারা করেই দিয়েছিলাম। কিন্তু টেক্সট ফাইল থেকে কপি করায় প্যারা সেপারেশন বোধহয় হয় নাই
আলমগীর সরকার লিটন
দীর্ঘশ্বাসের আড়ালে প্রকাশ পায় আমিত্ব
আর ভালবাসা উড়ে যায় গন্ধভরা নীলাকাশ————
তির্থক আহসান রুবেল
হুম