আমাকে আমি হারিয়ে ফেলেছি সেই কবে! মাঝেমাঝে তবু স্মৃতির সাথে কথা হয়। ফেলে আসা সময়, ফেলে আসা মানুষ, ফেলে আসা রাগ-অভিমান কিংবা... না, সেভাবে হাসির কথা মনে পড়ে না। অনেকে জানতে চায় আমি হাসি না কেন! আসলে আমি নিজেও ভেবেছি ব্যপারটা নিয়ে। আসলে ভুলে গেছি হাসতে। নাকি উপলক্ষই পাইনি বহু বহু বছর। বহু বছর ধরে আবাদ করে যাচ্ছি হাহাকারের।
সম্ভাবনার অপমৃত্যু দেখছি প্রতিদিন। আমার ঘামে ভেজা শরীরে লেপ্টে থাকা পোষাকে লবণের সাদা দাগ আমাকে নিয়ে ঠাট্টা করে। জানান দিয়ে যায়, বিক্রি হতে যোগ্যতা লাগে, বিকৃত হতেও। তখন আমি খুঁজে পাই, সত্যিই আমার কোন অবয়ব নাই। দেখতে মানুষের মতো, কিন্তু আমি মানুষ নই। মনে হয় মেধাবী, অথচ যোগ্যতা নেই। মনে হয় প্রেমিকপুরুষ, কিন্তু প্রেম নেই। মনে হয় বুক ভরা মায়া, অথচ হিংস্রতায় ভরপুর।
সবশেষে আমি আবিস্কার করি, আমি বহু আগেই হারিয়ে গেছি। আমি বহু আগেই হারিয়ে ফেলেছি। আমি বহু আগেই মারা গেছি। তোমরা যে আমাকে দেখো, সেটা আমি নই। আমার দীর্ঘশ্বাস।
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ