আমি, তোমাদের প্রিয় বাংলাদেশ

নীলকন্ঠ জয় ৩ জানুয়ারি ২০১৪, শুক্রবার, ০১:৪৪:০৬অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

 

আমাকে চিনতে পেরেছো?
আমি স্বাধীনতার সীল মারা এক দেশ।
ত্রিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত-
মা-বোনের কলঙ্কের আঁচড় লাগা বুক;
হাজারো স্বপ্ন খচিত-
অতৃপ্ত বাসনার এক দেশ।
আমার নাম বাংলাদেশ;
হীনতা আর দম্ভে ভরা ষোল কোটি মানুষের-
প্রিয় বাংলাদেশ।আমাকে নিয়েই খেলছো তোমরা-
প্রতিহিংসার খেলা;
আমার মাঝেই দেখছি আবার
সাম্প্রদায়িকতার মেলা !
তবুও চলছি খুড়িয়ে জন্ম থেকে-
তোমরা চলছ বেশ !!
আমার নাম বাংলাদেশ।
বিষাক্ত বাষ্পে ভরা ষোল কোটি বাঙ্গালীর-
প্রিয় বাংলাদেশ।জানোকি তোমরা আমিও দেখি স্বপ্ন,
নতুন স্বপ্নে থাকি বিভোর?
নিজের মাঝেই ধারণ করি-
আবীর রাঙা ভোর?
আমার স্বপ্ন ভঙ্গ করে তোমরা-
নিজেকেই করো নিঃশেষ !!
আমার নাম বাংলাদেশ।
অভাগা এক রাষ্ট্র আমি,দারিদ্র-পীড়িত দূর্ভাগাদের -
প্রিয় বাংলাদেশ।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ