আমি ছন্দ তালের চাষী

বোরহানুল ইসলাম লিটন ৩১ জানুয়ারি ২০২২, সোমবার, ০৯:০৭:১৬পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

আমি, ছন্দ তালের চাষী!
পিঞ্জরে মোর হয় বলে ভাব
তাল লয়ে উচ্ছ্বাসী,
আমি, ছন্দ তালের চাষী!

ছন্দ আমার প্রাণের সাড়া
হৃদয় বীণার সুর,
ছন্দ দিয়েই রোজ করি তাই
বহ্নি ব্যথা দূর।
কয় যদি কেউ চোখ করে আড়
তাল কভু কি ভুখার খাবার?
ছন্দ বাণেই দিই রুখে তার
বাঁকা ঠোঁটের হাসি।
আমি, ছন্দ তালের চাষী!

গাই সুখে গান ছন্দে আমি
ছন্দে করি বাস,
ছন্দ থেকেই রোজ খুঁজে নিই
ঢের সুখী বিশ্বাস।
ভাবলে যে কেউ পণ্ড এ শ্রম
সুধাই তোমার নয় কি গো ভ্রম?
ছন্দ সুরেই দিই তারে তাই
যুক্তি রাশি রাশি।
আমি, ছন্দ তালের চাষী!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ