আমি খুঁজে ফিরি

কামরুল ইসলাম ৩ জানুয়ারি ২০২০, শুক্রবার, ০৭:৩০:৪২অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

নবীণা
আজ কাল আর কবিতায় মন বসে না
বৃষ্টি এলে বসি না বারান্দায়
জিভ পুড়া চায়ের কাপে রাখি না চুমু
সব কিছুতে অস্থির প্রায়
নি:সংগতার কৃষ্ণ অভিসারী যেন ।
নবীণা
শুনেছি আজ কাল তুমি কবিতার আসরে যাও
সবুজ গালিচায় বসে আবৃতি কর
” তুমি মোর বাতায়ন তলে
একবার এসে দেখ হে প্রিয়
তব অনুরাগে কত সারা মোর
স্বপ্ন আর ভাবনায় ভাবনীয় ” ।
নবীণা
সেই কবে তোমার আবৃতি শুনেছি
বৃষ্টি মুখর সন্ধ্যা
আধো আলো আধো আঁধারে
দখিনা উষ্ণ বাতাসে ভেসে যাওয়ার মত
সুরেলা সেই কন্ঠে ।
নবীনা
আমার ভাবনা গুলো আজ বিলীন হয়েছে
পুর্ণতায় কিংবা অপুর্ণতায়
ইচ্ছে করলেই আর পারি না
দু লাইন ছন্দ মিলাতে
বিষন্ন লাগে, কস্ট হয় ।
নবীনা
হয়তো তোমারই মত ছেড়েছে আমায়
আমার কবিতার সব আয়োজন
পরম একাকিত্বের চরম লগনে
আমি খুজে ফিরি প্রতিনিয়ত
নগ্ন পায়ে শিউলী কুড়ানো
আমার নবীণা, আমার কবিতা ।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ