কিছু প্রশ্নের কিংবা সব প্রশ্নের উত্তর কখনো যদি একটি গান দিয়ে দেয়া যায়!
আমি কি তোমার মত এতো ভালবাসতে পারি!
আমি তো শুধুই নিরব পায়ে কাছে আসতে পারি।।
তোমার ও প্রেম যেন পাগল ঝড়ের হাওয়া
এ প্রেম আমার জানে শুধু ধূপের জ্বলে যাওয়া।
আমি কি সহজে ঐ জয়ের হাসি হাসতে পারি!
তোমার জীবন জুড়ে ফাগুন ফুলের মেলা
জীবন আমার জানে শুধু ঝরা পাতার খেলা।
আমি কি অথৈ সুখের খেয়ায় বলো ভাসতে পারি!
আমার অনেক প্রিয় মিতালী মুখার্জির একটি পুরনো গান……
৫২টি মন্তব্য
জিসান শা ইকরাম
মিতালী মুখার্জি আমারও খুব প্রিয় শিল্পী
এই গানটি এর আগে শুনেছি বলে মনে হয় না
শুনছি এখন,সুন্দর গান।
গানের সাথে মিলিয়ে সঠিক ছবি খুঁজে আনা কষ্টকর খুব।
” জীবন আমার জানে শুধু ঝরা পাতার খেলা।” ছবিটার দিকে তাকিয়েই আছি।
ধন্যবাদ এমন একটি গানের পোষ্ট শেয়ার করার জন্য -{@
আপনি গানটি গাইলেও পার্তেন 🙂
মিথুন
কানে কানে একটা কথা বলি ভাইয়া, গানটা হেড়ে গলায় গাইলাম তবে দিতে লজ্জা পাচ্ছি। সবাই পোস্ট ছেড়ে পালাবে। ভীষন সুন্দর গান এটি, শুনে জানাবেন।
অরণ্য
শুনবো। শুনবো।
পোস্ট চাই। পোস্ট চাই।
মিথুন
সামনাসামনি শোনাবো ভাইয়া, এখন মনেমনে গালি দিলে সহ্য হবেনা।
আপনার গানের পোস্ট দিন আগে 🙂
অরণ্য
“আমি কি তোমার মত এতো ভালবাসতে পারি!” 🙂
মোঃ মজিবর রহমান
ভাল বাসা খুব কঠিন কাজ আমার দ্বারা ভালোবাসা সম্ভব না।
আমার বউ কই তুমি আমাকে ভালবাসনা। আমি বলি জানিনা।
বউ কয় তাহলে এগুলো কেন কর?
আমি বলি আমার দায়ীত্ব তাই করি।
রেগে একদিন কোথায় বলেনি।
কি করব আমিও চুপ।
আসলে ভালোবাসা খুব কঠিন!
মিথুন
দায়িত্বর মধ্যেও ভালোবাসা থাকে, ভাবিকে আমার হয়ে বলে দেবেন, আর সবার ভালোবাসা প্রকাশ একরকম হয়না। ভালোবাসা কঠিন এটাও সত্যি। আপনাকে ধন্যবাদ দিচ্ছি সুন্দর মন্তব্যের জন্য ভাইয়া……
মোঃ মজিবর রহমান
(y)
মোঃ মজিবর রহমান
গান্টি খুব ভাল লাগলো।
মিথুন
হ্যাঁ, মিতালীর কন্ঠে সব গান সুন্দর হয়ে যায় কেন জানিনা……
মোঃ মজিবর রহমান
হ্যাঁ দিদি।
মিথুন
হুম ভাইয়া। থ্যাংকস… -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তার সূরে প্রায় সব গুলো গানই শুনা।গানের কথার চেয়ে সূর মনকে বেশী নাড়া দেয়। -{@
মিথুন
ঠিক, তার গানের কথাগুলো সিম্পল। আমার খুবই পছন্দের শিল্পী সে……
তানজির খান
সবাই জ্বলছে ,
ভেবেছিলাম শুধু আমিই!
মিথুন
যখন দুঃখে থাকি, মনে হয় আমিই সবচেয়ে বেশি দুঃখী, এমনই হয় 🙂
ইমন
গানটা খুব ভালো। 🙂
মিথুন
হ্যাঁ ভাইয়া। ধন্যবাদ……
অরুনি মায়া
কেন আরও ভালবেসে যেতে পারেনা হৃদয়,,,,, (3
মিথুন
গানে গানে খেলার আয়োজন করলে মন্দ হতোনা আপু, তাইনা? 🙂
ছাইরাছ হেলাল
ভাই, এ গানটি আপনি না দিলেও পারতেন, কতবার যে শুনেছি, শুনতেই আছে।
কীসব যেন মনে করিয়ে দিলেন।
ছবি-ছুবি যা দিলেন তাতে অবস্থা কাহিল। নিয়মিত চালু থেকে আমাদের চালু রাখুন।
অবশ্যই ধন্যবাদ দিচ্ছি।
মিথুন
কীসব কথা মনে করিয়ে দিলাম, শেয়ার করলে খারাপ হতোনা। আমিও সেদিন থেকে শুনতেই আছি মিতালীর গান। আমিতো চলিনা, মাঝে মাঝে এসে দৌড়ায় দিয়ে যাবোনে 🙂
ছাইরাছ হেলাল
মাঝে মাঝে এলেই হবে।
অরণ্য
পোস্টে মন্তব্য করবো না মন্তব্যে মন্তব্য করব বুঝতে পারছি না। অনেক মন্তব্য পড়ে খুব হাসলাম। দারুন প্রকাশ সবার – অকপট।
গানটি আমি প্রথম শুনছি। গ্রেট।
আমার মনে হয় সব উত্তর গানে না খোঁজাই ভাল। গানের মাঝে এতো পাওয়া তখন কমে যেতে পারে। মাঝে মাঝে কিচু গানে এভাবে পাওয়া বা এভাবে গেয়ে ওঠা মাঝে মাঝে; সেই ভাল।
অনেকের মতই আমরা অনেকে আছি – টের পাচ্ছি।
মিথুন
মন্তব্য পড়ে হেসেছেন? তাহলে আপনার হাসির বাতিক আছে মনেহয়। কথা বলায় কিংবা লেখায় যারা অপটু তারা অনেক কিছুতেই ভরসা করে।
অনেকের মতই আমরা অনেকে আছি, কথাটা ভালো লাগলো। মিলতো থাকবেই। 🙂
খেয়ালী মেয়ে
গানটাতো দারুন ;? এই গান আমি আগে শুনিনি কেনো ;?
অনেক ধন্যবাদ আপুমনি গানটা শেয়ারের জন্য–ননস্টপ শুনছি গানটা 🙂
আর একটা কথা কানে কানে জিসান ভাইয়াকে যে কথাটা বলছেন আমিও কিন্তু সেটা অল্প অল্প শুনে গেছি 🙂 প্লীজজজজজজজজ তাড়াতাড়ি হেড়ে গলায় গাওয়া গানটা শোনার ব্যবস্থা করো আপু……..
মিথুন
কানে কানে কথাও শুনে ফেললেন? 😮 না আপু, আপনি যত সুন্দর করে গান গাইতে পারেন, আমার গান কেউ শুনবেনা। এই গান সহ, মিতালীর সব গান আমার পছন্দের। আপনার আরেকটি গান শোনান না আপু……
খেয়ালী মেয়ে
হুমমম আমি আবার আস্তে কথা একটু জোরে শুনি…কোন কথা শুনবো না, শুধু গান শুনতে চাই……….প্লীজজজজ শোনানোর ব্যবস্থা করো আপু…..
মিথুন
করবো আপু, আগে তোমার আরেকটা গান শোনাও, তারপর। 🙂 -{@
শুন্য শুন্যালয়
আমিও যে এই গানটা গাইতে পারি, কেউ শুনতে চায়না 🙁
ছবিগুলো দারুণ। নৌকার উপর দুজনের ছবিটা বেশি সুন্দর। আপনি এতদিন পর পর এলে হবেনা 🙁
মেহেরী তাজ
আমি চাই। 🙂
শুন্য শুন্যালয়
আচ্ছা শুধু তোকেই শোনাবো। বাঁকি সবাই এত্তো পঁচা।
মিথুন
না না, আমাকেও শোনাতে হবে, আমি ভালো তো 🙁
মেহেরী তাজ
আপু এলেন না গেলেন??
প্রশংসা করলে শুনবে কে?
এসে নক করবেন। আমিও ঘুরে আসবো।
মিথুন
😀 এসেছি। নক করছি আপনার দরজা ধরে। বাড়িতে কেউ কি আছেন?
মেহেরী তাজ
এসেই হারায়ে যান কেনো?
আমার বাড়ির কলিংবেল টা নষ্ট।
একটু জোড়ে ডাক দিবেন তো….!!!
মিথুন
আমিতো দরজাটা প্রায় ভেঙ্গে ফেললাম, আপনি কি বাড়িছাড়া নাকি আপু? 🙂
মিথুন
গানটি কিন্তু আমার খুব পছন্দের, আর গানটির সাথে গজনী মুভির দৃশ্যায়ন দেখে হেসে ফেললাম 😀
প্রথম শুনেছেন যখন এখন দ্বিতীয়, তৃতীয়বার শুনে ফেলুন, যদি ভালো লাগে।
গানের উত্তর গান দিয়ে পোস্ট দিলে কেমন হবে?
মিথুন
আমি কি আপনার মতো নাকাজের? কতো কাজ আমার 🙁
স্যরি ভাইয়া। সময় কম পাই আসবার, তবে পেলেই চলে আসি সোনেলায়।
নীলাঞ্জনা নীলা
অনেক প্রিয় গানটি আমার। আমার আইপডে আছে। “এ প্রেম আমার জানে শুধু ধূপের জ্বলে যাওয়া—-আমি কি সহজে ওই জয়ে হাসি হাসতে পারি!”
মিতালীর গান অসম্ভব প্রিয় আমার।
https://www.youtube.com/watch?v=11hRB1d5SRg
আর গানটা শুনতে চাইইইইইইইইইইই -{@
মিথুন
তোমাকে পাওয়ার আগে, হারাবার ভয়ে ব্যাদনায় ভরে আছে মন 🙂
আমারো অসম্ভব প্রিয় মিতালী। গান শুনে সবাইকে পালিয়ে যেতে দেয়া ঠিক হবেনা আপুনি। কবে যে আপনার গান শুনবো……… -{@
অনিকেত নন্দিনী
আমার মনে হয় মিতালী মানেই সুর আর কথার সাথে হৃদয়ের আকুতি মেশানো মিতালী। তার সব গানেই অদ্ভুত আবেদন থাকে।
গানের কথার সাথে ছবিগুলি দারুণ মিলেছে। খাটাখাটনি করে গানের কথায় এমন সুন্দর ছবি মেলাবার জন্য একটা ধন্যবাদ তো দিতেই হয়। -{@
গানের কথার উত্তরে বলবো, ভালোবাসার ধরণ একেকজনের একেকরকম। সবার ভালোবাসার রকম এক হয়না, প্রকাশের ভঙ্গিও এক হয়না।
মিথুন
হ্যাঁ সবার প্রকাশটা একরকম হয়না। মিতালীর কন্ঠে সহজ গানের কথাও আবেগী হয়ে যায় খুব বেশি। আপনাকেও ধন্যবাদ অনিকেত আপুনি…… -{@
স্বপ্ন
গানটি খুবই সুন্দর।প্রিয় একজনের কণ্ঠে শুনেছিলাম একদিন।ছবি গুলো অত্যন্ত সুন্দর।
‘আমি কি তোমার মত এতো ভালোবাসতে পারি!’ এটি আমারো কথা। আপনি ভালো আছেন তো? -{@
মিথুন
আমিতো আপনার কথাই লিখলাম, আমারটা অপোজিট, ঝড়ের মত 🙂 আমি ভালো আছি, কিন্তু আপনি? একা একাই শুনলেন গান? কন্ঠটাতো পঁচা হবার কথা।
স্বপ্ন
কণ্ঠটা খুবই মিষ্টি।এখন শুনছি আবার।আপনাকে থ্যাংকু 🙂
মিথুন
আপনাকে ওয়েলকাম 🙂 (3
ছাইরাছ হেলাল
বহুদিন তো গেল, এবার একটু জেগে উঠুন।
মিথুন
এতো ভীড়ের মধ্যেও মনে রেখেছেন ভাইয়া, ধন্যবাদ দিচ্ছি… 🙂
ছাইরাছ হেলাল
ভাই, ভীড় কৈ? আপনি ছাড়া তো এখন কিছুই দেখছি না।
এলেন বুঝি!!
মিথুন
এলাম ভাইয়া, চলে যাবার জন্যই। সময় পাচ্ছিনা নিয়মিত হবার। তবে আপনাদের লেখা পড়ি সুযোগ পেলেই, পড়বোও।
ছাইরাছ হেলাল
এ ভাবে বলপেন না ভাই।
একটু নিয়মিত হোন কায়কষ্টে হলেও।