আমি কি তবে আর ফিরবো না!

হাফেজ আহমেদ রাশেদ ৪ আগস্ট ২০১৯, রবিবার, ০৮:১৩:০২পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

ইদানীং ঘুমাতে পারি না অজানা সংশয়ে,
গভীর নিশীথে আঁতকে উঠি।
বাতাসের হু হু শব্দও বিকটাকার ধারণ করে,
কর্ণে বাজে।
ঝিঁঝিঁপোকার স্বরেও হঠাৎ কম্পন সৃষ্টি হয়
হৃদপিন্ড মাঝে।

স্বপনেও আমি সত্যের সোপানে উঠতে পারি না"
আধো আলো আধো ছায়া সঙ্গীনি আমার,
নিজেকে বলি হয়তো আছি ভালো,
তবে স্বস্তি হীনে।
আমি দু' আঁচলে খুঁজি আস্তানা!
কখনো হই বিড়ম্বনার শিকার"
আমি থাকি তবু ডিটেকটিভ বেশে,
আমি স্বজনপ্রীতি আর ভোজনপটু!
বেশ মানিয়ে চলি,
এই আমি বেশ আছি ভাবি
যদিও আত্মমর্যাদা বীনে।

আমি শিকল পেরুতে রাজী না!
আমি আমার অধিকার আদায়ে ও না,
আমি অতীতকে নিয়েও ভাবি না,
আমি কখনো একলাও কাঁদিনা!
বেদনার সুরে।
আমি আমাকে জাগাতে পারি না!
আমি আমার অস্তিত্বকে খুঁজার চেষ্টাও করিনা,
আর অনাগত দিনকে নিয়ে কল্পনায় ডুব দেওয়া!
সে তো ঢের দূরে।

আসলে আমি কি ছিলাম আর হচ্ছি কি?
সে প্রশ্নের উত্তর এখন আর মিলাতে পারিনা।
আমি কি তবে আর ফিরবো না?

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ