আমি কাকতাড়ুয়া

এইচ এম রিপন ২৩ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ০৮:৪২:১৩অপরাহ্ন এদেশ ১৫ মন্তব্য

 

হয়তো বা একদিন
কাকতাড়ুয়ার সাজে সেজে যাবো;
আমায় দেখে চিনবে না তুমি…
চুপিচুপি তুমি কাকতাড়ুয়ার সাথে
কথা বলবে, আমি শুনে যাবো…

কাকতাড়ুয়া আমি তোমার কথায় ডুবে যাবো,
তোমার বিপরীত এ কথা বলার সাধ্য হবে না আমার;
শুধু তুমিই বলে যাবে আর হাসবে… তোমার হাসি তে
আমি ডুবে যাবো… তুমি আমার গায়ে হাত রাখবে,
সাথে তোমার কোমল মুখটা লাগাবে…
আমি খড় তোমায় অনুভব করতে পারবো না…
কাকতাড়ুয়ার কি ইন্দ্রিয় থাকে ?

হঠাৎ একদিন ঝড়ে আমি মাটিতে
পড়ে যাবো; হয়তো বা তুমি ঐ দিন আসবে…
আমি কাকতাড়ুয়া কে তুমি হাত দিয়ে তুলবে,
হয়তো বা তোমার সাথে সোজা হয়ে দাঁড়া করাবে;
আমি অচল হয়েছি তুমি আমার হাত ধরে হাঁটছো না…
আমার এক পা বলে তুমি একাই হেঁটে যাচ্ছো…

এক মন খারাপের রাতে,
তুমি আমার কাছে ছুটে আসবে; তুমি তোমার কষ্ট গুলো
আমায় উপহার দিয়ে, হাসতে হাসতে চলে যাবে…
আমি তোমার হাসিতে ডুবে যাবো… আর কষ্ট গুলো?
ঐ গুলো নিয়ে তুমি ভেবো না!
কাকতাড়ুয়ার কি ইন্দ্রিয় থাকে?

এক বৃষ্টির রাতে
হয়তো তুমি কাকতাড়ুয়ার সাথে
ভিজতে চলে আসবে… আমার মাটি কোমল হয়ে যাবে,
আমি সোজা হয়ে থাকতে পারবো না; তুমি হয়তো
আমাকে ঐ বৃষ্টির রাতে আমার খড়ে ভেজা
হাত গুলো কে নিয়ে আর ভিজতে চাইবে না…

এক হারিয়ে যাওয়া রাতে
তুমি আমাকে দেখে তোমার পথ চিনে নিবে
ভেবেছিলাম তুমি আমার পাশে আসবে…

কেন আবার বেঁচে উঠার ইচ্ছে হচ্ছে!
তোমায় নিয়ে স্বপ্ন দেখছি প্রতিনিয়ত!
আমার চোখে মাটির চশমা… স্বপ্ন সত্যির সম্ভাবনা নেই
মাটির চশমা নিয়ে কি আর স্বপ্ন দেখা যায়!

সবই আমার ভুল ধারনা… আজ তুমি নেই;
তুমি আসবে বলে, আমি প্রতিদিন সাধুর মতো
এক পায়ে দাঁড়িয়ে, অপেক্ষা করি…
তোমার সাথে হেঁটে নদীর তীরে যাবো বলে,
নতুন সাজে কাকতাড়ুয়া সাজি আমি…

আজ তুমি নেই
তোমার কথা আর হাসি প্রতিধ্বনিত হয়
আমি শুনে যাই… ডুবে যাই…………………….
-

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ