আমি , আমরা

ওয়ালিনা চৌধুরী অভি ১ সেপ্টেম্বর ২০১৩, রবিবার, ০৩:১৩:১৯অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

আমার কলম চলে না , থেমে থেমে যায় ,
সময়ের সাথে সাথে মনের রঙও দিব্ব্যি উড়ে যায় কর্পূরের মতো ।
ধূসর বাতাস বয়ে নিয়ে বেড়ায় মরুভূমির অভিশাপ ,
তবুও হাসি মুখে বলে যায় , এইতো ভালো আছি ।
ধ্বংসযজ্ঞের সূচনা, একেবারে নাকে এসে ঠেকেছে বারুদের গন্ধ ,
সকলের পরিমিতিবোধ যেন শুন্যের কোঠায় ।
নাসারন্ধ্রে ছিপি আঁটকে চলি, পাছে যদি বিবেক ঢুকে পড়ে মস্তিষ্কে ?
খুব সাবধানে গা বাঁচিয়ে চলি ।
মুখে গনতন্ত্র, মগজে স্বৈরাচার ,
আমি কার , কে কাহার ?

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ