বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাক্ষিয়ং নামক স্থানে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাত আমিয়াখুম। পাহাড়ী সাঙ্গু নদী তার বয়ে চলার পথে অজস্রে স্থানে ছোট ছোট জলপ্রাপাতের সৃষ্টি করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমিয়াখুম। খুম মানে হচ্ছে যেখানে পানি কখনো একেবারে শুকায় না। ঝর্নার পানি শুকাবে কিন্তু খুমের না। এটার অবস্থান বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পাশে।

এ্যডভেঞ্চারের ষোলকলা যদি কেউ পুরণ করতে চান, তাহলে ছুটে যান বান্দরবানের পর্বতমালার গহীণে সাতভাইখুম আর আমিয়াখুমে। মনে হবে পৃথিবী এমন সুন্দর হতেই পারেনা, এ কোন কল্প লোকের স্বর্গরাজ্য। আসুন আমার ক্যামেরায় ঘুরে আসি সেই স্বর্গরাজ্য।


(২) আমিয়াখুমে যাওয়ার আগের রাতটা আমরা কাটিয়েছিলাম এই সাজাই ভ্যালীতে। খুব ভোরে উঠেই ছুটতে হয়েছিলো আমিয়াখুমের উদ্দেশ্যে।


(৩/৪) ভোরে পাহাড়ি এমন চমৎকার লোকেশনে হাটতে কিন্তু মনের ভেতর কোনও ক্লান্তি আসে না। যদিও পাহাড়ি জোঁকগুলো আমাদের বেশ যন্ত্রণা দিচ্ছিল।


(৫) পাহাড়ি লোকেরা ফুলের চাষ করে কি জন্য জানা হলো না। এক পর্যায়ে দেখলাম প্রচুর ফুল গাছ পাহাড়ে।


(৬) তাদের ফুল বাগানের ভেতর দিয়াই আমাদের রাস্তা করে এগোতে হচ্ছিল।


(৭) এক সময় আমাদের নেমে আসতে হলো এমন পানি পথে।


(৮) জিরিয়ে নেওয়া এবং ছবির পোজ একই সাথে করে নিলাম।


(৯) অসাধারণ সাতভাই খুমের পাশ দিয়া আমরা আমিয়াখুমের দিকে গেলাম।


(১০) নাক্ষিয়ংমুখে এসে আমরা আটকে গেলাম, দুই পাশেই আকাশ ছোয়া খারা পাথুরে পাচিল, আর মাঝখানে ছুটে চলা হীম শীতল জলের রাজ্য, সামনে যাওয়ার পথ একটাই, বাঁশের ভেলা।


(১১) নাক্ষিয়ংমুখে দাঁড়িয়ে আছি এমন সময় জঙ্গলের ভেতর থেকে হঠাৎ কিছু লোক এসে ইলেক্টিক সক দিয়ে মাছ ধরা শুরু করলো। এই পদ্ধতির মাছ ধরা আগে কখনো আমরা দেখিনি।


(১২) ভর দুপরের আলো আধাঁরিতে অদ্ভুত রহস্যঘেরা সৌন্দর্য্যে যে কারো চোখ ধাঁধিয়ে যাবে। আমার মনে হয় আমার দেখা সেরা জায়গার একটি।


(১৩/১৪) দুইজন তিনজন করে বাঁশের ভেলা দিয়ে সেই অসাধারণ পাহাড়ি খাল পার হলাম।


(১৫) ভেলায় পার হওয়ার সময় কিছুটা ভিজে যাওয়ায় আগুন জ্বালিয়ে কিছুটা গরম হওয়ার চেষ্টা।


(১৬) আমাদের ট্রাকিং এর সমস্ত ক্লান্তি দূর করার জন্য পাাড়ি এই সিঁদুরে কলমীগুলো খুবই সচেষ্ট ছিলো।


(১৭) ভেলা থেকে নেমে আরো কিছুটা পাথুরে পথ অতিক্রম করতে হয়েছিলো আমাদের।


(১৮) এক সময় আমাদের সামনে ভেসে উঠে সেই কাঙ্খিত ঝর্ণা আমিয়া খুম।


(১৯) আমিয়াখুমের জলধারার দুইপাশের গঠনশৈলী একেবারে অন্য রকম। প্রকৃতির তৈরী সিড়িঁর পর সিঁড়ি, যেন কোন শিল্পীর অনেক দিনের সাধনায় তৈরী কোন আরাধ্য প্রতিমা।


(২০) সব শেষে আমিয়াখুমে আমি।


তবে এই আকাশ ছোয়া পাহাড়, পিচ্ছিল পাথর আর ঘন জঙ্গলের স্বর্গরাজ্যে আবার আসবো সেটা আমি প্রতিজ্ঞা করেছিলাম। জানিনা আবার আমি কখনো সাহস আর সময় বের করতে পারবো কিনা আমিয়াখুমের রূপসুধা পান করার। তবে মনের গহীনে যদি আমার কোন সুপ্ত ভালোবাসা লুকিয়ে থাকে সে অবশ্যই আমিয়াখুমের জন্য

৬৯৯জন ৫৯৫জন
16 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ