আমিত্বের খোঁজে

খাদিজাতুল কুবরা ২ ডিসেম্বর ২০২০, বুধবার, ০৩:৫৬:৫৭অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

 

দু'বেলা রাজভোগ খেয়ে,

উঁচু বাসভবনে শৌখিন পাতাবাহারী আবাসে,

অভিজাত কাপড়ে মুড়ে,

বেশ আয়েশে দিনযাপন করতেই পারি।

মাঝে কিন্তুটা কোথায়!

কেন আমি সুখী হয়ে উঠতে পারিনা?

কিসে আমাকে তাড়া করে ফেরে,

কি সেই বেদনাবোধ!

যা আমি নিজের কাছে স্বীকার করতে পারিনা।

সেকি চাহিদার আতিসহ্য?

তা নয়তো কী?

আমি নিজেকে শাসন করতে চাই!

দু'হাতে লাঘামহীন ইচ্ছেকে রুখতে চাই!

আত্মশুদ্ধি আমার প্রতিনিয়ত আরাধ্য।

বাধ সাধে চোখদুটো।

ওরা যেন জলের থৈ বইয়ে আমায় তিরস্কার করে,

যেন বলতে চায় __

তুই পারিসনি,

শুদ্ধিপত্র স্মারক তোর জন্য নয়।

আমি সজোরে চিৎকার করি__

না,আমি পারবো! পারতে আমাকে হবেই।

আমার স্বরহীন চিৎকার সে শুনতে পায়না।

সে ধাবমান খরস্রোতা।

আমার পঞ্চেন্দ্রিয় কার নিয়ন্ত্রণে,

তাকে ক্ষমা করতে চাই,

বিনিময় মূল্য নিরতিশয় আমিত্ব।

সেকি পারবে ফিরিয়ে দিতে?

যদি না-ই পারে,

তবে অবেলায় কেন পিছু টানে!

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ