আমায় তোমরা ঘৃণা করো

অরণ্য ৬ ডিসেম্বর ২০১৪, শনিবার, ১০:২২:২৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৯ মন্তব্য

বন্ধুরা, আমায় তোমরা ঘৃণা করো
ডেকোনাকো আমাকে আর তোমাদের আসরে।
কি লিখি, কি গাই
দেখো না, শুনোনাকো আর
খুঁজোনাকো মিল আর কোনকিছুরই।
আমায় তোমরা ক্ষমা করো প্লিজ।
এক অসুস্থ হৃদয়ের লেখা পড়ো নাকো আর।
আমি অসুস্থ
আমি উন্মাদ
আমি হতচ্ছাড়া
এদের লেখা পড়োনাকো আর!
তোমরাই বলো কিইবা দেয় এরা?
তোমার ক্ষতে কুসুম গরম উষ্ণতা নিয়োনাকো আর।
এ সাময়িক, মেকি
এ ভুল, এ বিলাপ।
বন্ধুরা, এরা ভোলেনা, এরা অবুঝ
পরিপূর্ণ মানুষ এরা হয় কি করে?
আমি নিজেই নিজেকে এখন ঘৃণা করি
নিজেই নিজেকে বলি “ছিহ্‌”!
আমি চাই সবাই মিলে তোমরাও
আকাশ বাতাস ভারি করে
দীর্ঘ প্রতিধ্বনি-অনুরনন মিলিয়ে
একসাথে সবাই বলে ওঠো
“ছিহ্‌”!!!
আমি তখন লজ্জায়, ঘৃণায় ভাংতে ভাংতে
মিলিয়ে যাই ঐ ধুলিকণার স্রোতে।

আমায় তোমরা ঘৃণা করো।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ