বেশকিছু দিন ধরে ভাবছি ফান পোষ্ট লেখি। অনেক দিন ফান পোষ্ট লেখি না।কিন্তু ফান লেখার একটা বড় ঝামেলা আছে আর সেটা হল সব ফান সবার কাছে ফান নাও হতে পারে। আমি চেষ্টা করবো যাতে আমার ফান গুলো সবার জন্য "ফান"হয়। হোস্টেলে থাকা অবস্থায় যে সব ঘটনা ঘটছে সে গুলোই আমি লেখার চেষ্টা করছি।

ঘটনা ১
আমি হোস্টেলে ওঠার মাত্র কয়েকদিন পরের ঘটনা। সেই সময় দু একজন ছাড়া সবাই অপরিচিত। আমি কথা বলার মানুষ পাইনা। তাই খুজে খুজে একটা ইয়া বড় হেডফোন কিনলাম। যাতে কানে লাগালে বাহিরের কারর কোন কথা শোনা না যায়। একরাতে সেই হেডফোন কানে দিয়ে বেলকনিতে বসে গান শুনছি। হঠাৎ দেখি পুরো বিল্ডিং হালকা ভাবে কেঁপে গেলো। আমি কোন কিছু না ভেবে গিয়ে শুয়ে পরলাম। জানি কিছু একটা ড্রামা হবে। কিছুক্ষণ পর হেডফোনের সাউন্ড কমায়ে শুনতে পেলাম আমার রুম্মেটরা বলা বলি করছে " কোন এক ফ্লোরে ভূত বেড় হইছে"। সেটা দেখে এক আপু অজ্ঞান হয়ে গেছে। আর তাকে দেখে আর এক মেয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি ভাবলাম সকালে দেখা যাবে। সকাল বেলা সেই বড় আপুকে দেখলাম আর মনে মনে ভাবলাম ভাগ্যিস আমি রাতে প্রত্যক্ষদর্শী হতে যাই নাই । গেলে আর একটা অজ্ঞান হয়ে যাওয়া মানুষের সংখ্যা বাড়তো। কারন আল্লাহ মনে হয় ঐ আপুকে বানানোর সময় "মেলানিন" নামক উপাদান টা যোগ করতে ভুলাই গেছে।

সেই বড় আপুর অজ্ঞান হয়ে যাওয়ার পেছেনে আমার নিজস্ব একটা ধারনা আছে আর সেটা হলো ভুত দেখা টা ছিলো ঐ বড় আপুর হ্যালোসিনেশন। কারন " শুক্রবার কি রাত,ভূত এফ এম কি সাথ টাইপ কিছু একটা হবে"।

ঘটনা ২
হঠাৎ একরাতে শুনি কি যেনো নিয়ে চিল্লাপাল্লা হচ্ছে। পর দিন সকালে পুর ঘটনা টা শুনে তো আমি হাসতে হাসতে শেষ। ঘটনা টা হচ্ছে এমন " এক মেয়ের উপর একটা খুব খারাপ ভুত ভর করছে। তার কাছে কেউ গেলেই সে দাঁত মুখ খিঁচায়ে সব্বাই কে ভয় দেখানোর চেষ্টা করছে। কে যেনো এক বড় আপু গেছে তাকে শান্ত করতে, গিয়ে ডান হাতে নিজের গাল চেপে ফিরে আসছে। তারপর গেছে এক ম্যাডাম সেই ম্যাডাম কেও দিছে দুটা চটকনা।

এই ঘটনার পিছেও আমার নিজস্ব মতামত আছে। আর সেটা হলো ছোট মেয়ে কিছু একটা নিয়ে হয়তো ঐ বড় আপু তারে অপমান করছে আর ম্যাডাম তাতে সাথ দিছে,তাই নিজে প্ল্যান করে দুজন কেই পিটাইছে।

 

বিঃদ্রঃ মেলানিন হলো মানব শরীরে এমন একটা উপাদান যার কম বেশির উপর মানুষের কালো বা ফর্সা হওয়া নির্ভর করে। মেলানিন বেশি হলে মানুষ কালো হয় আর কম হলে ফর্সা। আর হ্যা মেলানিন বিহীন আপুর সাথে পরে আমার অনেক ভালো সম্পর্ক হয়ে গেছিল 🙂

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress