আমার স্বপ্নগুলো

সুপর্ণা ফাল্গুনী ১০ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০৫:১৭:৫০অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

আমার ভালোবাসার মধুর স্বপ্নগুলো দূর আকাশের
ঐ নিষিদ্ধ মেঘের আড়ালে হারিয়ে গেছে।
আজ আমি পথহারা এক পথিক,
না- আমার কোনো উদ্দেশ্য,আকাঙ্ক্ষা নেই আর;
তবুও আমি নতুন একটি সুন্দর মূহুর্তের আলোয়
প্রতিটি ক্ষণ নব নব রোমাঞ্চে শিহরিত হই।
স্বপ্ন-বিভোরতার মোহে নিজেকে ভরিয়ে রাখি।
প্রতি পলকে পলকে আশার প্রদীপ জ্বেলে যাই;
এভাবেই জীবনের প্রদীপ-শিখা নিভে যাবে-
হয়ে যাবো আমি অতীত;
স্মৃতির আয়নায় হারাবো আমার আমিত্বকে।
আশাকে বাঁচিয়ে এভাবেই বেঁচে রই পরকাষ্ঠা হয়ে।
হৃদয় নদীতে রক্তের ঝর্ণা ধারা বয়ে চলে অবিরত,
রক্তের লালিমায় ভরে থাকে হৃদয়ের আনাচে কানাচে;
কামনা-বাসনায় ক্ষতবিক্ষত,ছিন্নভিন্ন মন-পবনের নাও।
মেঘ-ভেলায় ভেসে রয় স্বপ্নের রঙিন ঘুড়ি;
আশার আঁধারে জমা স্বপ্নের ভগ্নাংশ-
টালমাটাল বিশ্বাসের নাটাই হলো হাতবদল।
আকাশের মেঘকে যতটা না ভয়,
পৃথিবীর নির্মমতাকে,নিষ্ঠুরতাকে বড্ডো বেশী ভয়;
পৃথিবীর নিষ্ঠুর মানবজাতিকে বড্ডো বেশী ভয়।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ