আমার শূন্যতা

রেহানা বীথি ১৯ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১০:১১:৫১অপরাহ্ন চিঠি ২৬ মন্তব্য

আমার শূন্যতা,

কি খবর তোমার? কথা হয়নি তোমার সাথে বহুদিন, দেখা তো নয়ই ! চিঠি দিতে মাঝে মাঝে মেঘপিওনের হাতে। সে মেঘপিওন বুঝি পথ ভুলেছে! আর আসে না এদিকে। আমি কখনও জানালায়, কখনও খোলা বারান্দায়, কখনও গলির শেষ মাথায় উঁকি দিই। পাতাহীন শিমুলগাছের টুকটুকে ফুলগুলো মুখথুবড়ে পড়ে থাকে ঘাসের বুকে। প্রজাপতি উড়ে যায় ব্যথাভরা মন নিয়ে। যখন সন্ধ্যা নামে, ঝিম ধরে যায় আশপাশ, হাওয়ায় শিষ দিয়ে কাশফুল চুপকথা হয়ে যায়। তার সফেদ রঙ চেনা যায় না আঁধারে তখন। জানি, তখন সময় নয়, তবু যেন মেঘপিওনের ঝুমঝুমি কানে বাজে। আসছে.... আসছে....... তোমার লেখা চিঠি!

এভাবে সময়ের হিসেব দীর্ঘ হতে থাকে।
কেন যে আশা বেঁধে রাখো, কেন যে শূন্যতার কাছে এত আবেদন তোমার....... অবচেতন খোঁচা দেয়। হেসে বলি, "আমার শূন্যতা আমি ভরিয়ে তুলি নিজের রঙে, তোমার তাতে কী?" বলো, ঠিক কিনা? ভালো থেকো.... ভীষণ ভালো থেকো, হে প্রিয় শূন্যতা আমার!
ইতি,
আরেক শূন্যতা

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ