আমার শহর

রেজওয়ানা কবির ২৬ জুলাই ২০২১, সোমবার, ০৯:১০:২১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

আমার পুরো শহর জুরে তোমার বসবাস।
আমার শহরে দেখার অনেককিছুই আছে কিন্তু তা তুমি কখোনোই দেখতে পারো নি হয়ত ব্যস্ততার কারণে।
আমার শহরে তোমাকে অতিথি হিসাবেতো আমি আমন্ত্রণ করিনি,
আমার শহরে তোমাকে আমি আপন হতে ডেঁকেছি, কিন্তু তুমি আপন হতে নয়, আপন সাজতে এসেছিলে।
যেভাবে আপন সেজে থাকতে এসেছিলে তাতে আপনতো দুরের কথা কিছুই সাজতে দিলে না।
বরং ঈদানীং যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমার নিজের মিষ্টি মুখখানিকে সাজালে মনে হয় রং চং এ আমি বিষাদময় এক পৃথিবী।
কিচ্ছু চাইনি আমি, সারাজীবন ভালোবেসে গেলাম, আমিতো হেরে যেতে চাই নি, জিততে চেয়েছি তোমাকে নিয়ে।
অথচ আমাকে তুমি হারিয়ে দিলে।
যতবারই তোমাকে বলেছি এসো রাগী ছেলে আমার শহরে!
ততবারই তুমি মিষ্টি হেসে উত্তর দিয়েছো আছিতো❤️
আসলেই আছোতো???
জানি না, আমার শহরে আমার মত করে কখনো পাইনি তোমাকে।
তোমাকে কতবার বলেছি,আসক্ত হতে তো বলিনি,
ভালোবাসতে বলেছি,
অভ্যাস হতে নয়, তোমার ভিতরে থাকতে চেয়েছি।
কিন্তু তুমি তোমার গতিতে ট্রেনের বগীতে নিজ ইচ্ছায় ঘুরে বেড়াও,ভাবখানা এমন যে অভিমান,অভিযোগ, এইসব শব্দের সাথে তোমার কখনো পরিচয়ই হয় নি।
আমার, তোমার প্রতি করা সব অভিমান তোমার কাছে বিরক্তি,
সব অভিযোগে তুমি কটুক্তি করো,
আর ভালোবাসায় নিজেকে আত্মগোপন করে নিজের সবকিছু লুকিয়ে ফেলো।
রাগী ছেলে, যখন ভোরের সূর্যোদয় দেখি, তখন মনে হয় সূর্যের মিষ্টি আভায় নিজেকে আড়াল করি,
দুপুরের ক্লান্ত শরীরে যখন ভাত ঘুম দেই তখন তোমাকে স্বপ্নে পাই,
বিকেলের স্নিগ্ধ হাওয়ার, বাতাসের মৌ মৌ গন্ধে আমি তোমার গায়ের গন্ধ অনুভব করি,
সন্ধ্যায় যখন জোনাকি পোকাগুলো আলো দেয় তখন সেই আলোতে তোমার ছায়া দেখতে পাই,
যখন প্রজাপতিরা তাদের নিজের মনে আশেপাশে ঘুরে বেড়ায়,
তখন তোমার আঙ্গুলে আঙ্গুল রাখার স্পর্শ অনুভব করি।
যখন গভীর রাত,স্তব্ধ চারিদিক,নির্জনতায় ভরা চারপাশ,যখন পাখিরা আর কিচিরমিচির করে না, তখন আমিও শান্ত মনে আমার ভিতর তোমাকে খোঁজার চেষ্টা করি।
এই অনুভূতিগুলোর আরেক নাম কি ভালোবাসা???জানি না, কিচ্ছু জানি না।।।
আমার এই অনুভূতিগুলো কি তুমি বোঝ না,
নাকি বুঝতে চাও না কোনটা???
আমার রাজ্যের তো তুমি রাজা, সেই রাজ্যখানাতে একবার আমার জন্য হলেও তো আমার মত করে থাকতে পারো!
এতসব স্বপ্ন,অপেক্ষা সব শুধু তোমাকে ঘিরেই,
তোমার অস্তিত্ব ভিতর ভিতর এত টের পাই, যে আমিটাকেই হয়ত ভুলে যাই।।
যখন বুঝতাম ভালোবাসতে আমায়, তখন আমার শহরের প্রত্যেক অলিগলিতে শুধু তোমার বিচরন ছিল মনে আছে রাগী ছেলে?
তুমি যাই বলো,ভালোবাসার প্রথমদিকের অনুভূতিগুলো অন্যরকম,তখন তুমি আমার শহরে আমার মতই ছিলে,
শহরের অলিগলিতে হাতে হাত রেখে কত গল্প করতে,
সারাদিন এস এম এস, ফোনে কথা বলা,
আমার শখ খেয়াল করে আমাকে মনে রাখা আর আমাকে তোমার ভিতর আগলে রাখা ❤️।
মিস করি সেই তুমিটাকে আমার আদরের রাগী ছেলে।
হঠাৎ কি হলো! বিস্ফোরকের মত আমাদের  রাজ্যে কাটানো সবসময়গুলো মুহূর্তেই নিভে গেল।
হয়ে গেলাম আমি একা 😭😭😭
তুমি আছো,আবার তুমি নেইও।
আজকাল তোমাকে আর বুঝি না,
এই তুমিটা আমার সেই তুমি নয়,
আদৌ কখনো ছিলে তুমিটা আমার শহরে??
হয়ত ছিলে হয়ত ছিলে না কখনই।
এই তুমির ভিতর এখন আমার বাস করতে ভয় হয়,
মনে হয় একই ছাঁদের নিচে আছি অথচ দুজন আলাদা,দুজনের পছন্দও আজ আলাদা।
ঘরির কাঁটা কিন্তু ঠিকই চলছে, মিনিটের কাঁটা,সেকেন্ডের কাঁটা,ঘন্টার কাঁটা,
সময় চলছে তার নিজস্ব গতিতে,
সাথে তুমিও চলছো তোমার গতিতে।
আমিও বড্ড ক্লান্ত আজকাল, সবকিছু মেকি আর নিতে পারি না, তাই নিজেই নিজের শহরে হাঁপিয়ে উঠেছি।
তোমাকে ভালোবাসি, বিশ্বাস করি কিন্তু আর খুঁজি না আগের মত।
আর কত রাগী ছেলে?..
একটা সময় আসবে হয়ত তুমি অন্য শহরে যাবে, আমার পাশেই কারো কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যাবে,
হয়ত বা কপালে আলতো করে অন্য কাউকে চুমু দিবে,
তোমার শহরে অন্যের সাথে বসবাস করবে।
কিন্তু তখন আমি থাকব না,,, তবুও তখনও থাকবে তুমি ❤️আমার শহরে তখনো তোমার বসবাস থাকবে ঠিক আগের মত রাগী ছেলে।
হয়ত শরীরে কোন প্রান থাকবে না, বাইরে থেকে দেখতে ফাঁপা বেলুনের মত লাগবে আমায়,।
হয়তবা আমার সেই লাশের উপর তুমি উপচে পড়বে, তখন কি তুমি কি কাঁদবে???
তখন  তোমার ঠোটের আলতো স্পর্শে আমার আর শিহরণ জাগবে না।
আমিটার অস্তিত্বই তখন বিলীন হয়ে যাবে।।।
তখন আর কোন অজুহাত দেয়ার সুযোগ থাকবে না তোমার।
আরে বোকা!!!! তখনতো আমিই থাকব না😭।থাকবে আমার শহরে আমার মত করে তোমাকে আঁকা কল্পনার ছবি।
তখনও আমার শহরে তোমার বসবাস আগের মতই থাকবে।
পরের জন্মেও আমার শহর জুড়ে তোমাকে রাখতে চাই
পরের জন্মে,
আমার শহরে সেই আগের তুমিটা যাকে আমি আমার মত করে পেয়েছিলাম তাকে চাই, এই প্রত্যাশায়।।।।

ছবিঃ নেট থেকে।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ