আমার রোজনামচা ২

শাহানা আক্তার ১৭ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ১১:২৬:০৩অপরাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ২২ মন্তব্য

বড় ছেলে সৌমিককে বাসার পাশেই একটা দোকানে পাঠিয়েছি কিছু জিনিস কিনে আনার জন্য। দোকানে গিয়ে সে ফোন করলো, আম্মু পাউরুটি, চিনি, লবন আর সাবান এই কয়টাইতো বলেছো আর কিছু কি লাগবে? তখনই আমার মনে হলো বাসায় তো দারুচিনি শেষ অন্য সময় বলতে মনে থাকেনা তাই বললাম, দারুচিনি পেলে নিয়ে এসো। সে জানতে চাইলো কতটুকু আনবো? আমি বললাম, আমিতো দাম জানিনা দাম কিরকম আগে সেটা দেখো, তারপর যে টাকা নিয়ে গেছো তা দিয়ে ব্যালেন্স করে নিয়ে এসো। সৌমিক এবার জানতে চাইলো, এক কেজি, নাকি দুই কেজি কতটুকু আনবো? ছেলের কথাশুনে আমিতো যারপরনাই অবাক!!

(উল্লেখ্য, সৌমিক চুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এবার দ্বিতীয় বর্ষে পড়ছে। সে আসলে ভেবেছিলো সাধারণ চিনির মতো দারুচিনিও হয়তো একটা চিনি। বাচ্চাদের দোষ দিয়ে কি হবে, ওদেরকে নিয়ে যদি বাজারে যাওয়া না হয় তবে ওরা বাজার করা শিখবে কি করে??)

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ