আমার মতো

আলমগীর সরকার লিটন ২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ১২:১২:১০অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

আমাকে বট ছায়া ভাবিস না
আমি তো বাঁশ ঝাড়ের একটা বাঁশ মাত্র!
ভুলও আর মিষ্টি খেজুর দেখিস না
আমি খেজুর গাছের ডাল মাত্র;

আমাকে পূর্ণিমার রাত অনুভব করিস না
দিগন্ত জুড়ে তারা নক্ষত্র দিকে হেঁটে যাচ্ছি-
সাহস রাখিস বুক পাঁজর দেহ ভাগ
আমি শুধু বট ছায়া নয় একটা বাঁশ মাত্র!

সূর্যকে সঙ্গী রাখিস ঝাঁঝাল রোদ পুড়িস না
ভাবনার রসে নদী দেখিস জল ঝরাস না
তুই শুধু কিছু সৃষ্টি করা বাহক মাত্র-
আমাকে বট ছায়া ভাবিস না একটা বাঁশ মাত্র;

সাদা রাস্তা মোড়ে শিমুল দেখতে পাবি
কিল ঘুশি নানান বিপদ-আপদ বাঁধ হয়ে দাঁড়াবে
আপন ঠিকানায় উপেক্ষা করিস-
কারণ একদিন আমার মতো হবে।
১০ আশ্বিন ১৪২৮, ২৫ সেপ্টেম্বর ২১

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ