
আমার প্রেমে পড়ার পর তুমি দিনদিন আরো সুন্দর হয়ে যাবে। চোখে কাজল কিংবা ম্যাচিং লিপস্টিপ দিতে হবে না। বারবার আয়নায় দাঁড়িয়ে দেখতে হবেনা নিজেকে, মাপতে হবে না সৌন্দর্য।
কারন,আমার প্রেমে পড়ার পর,পৃথিবীর সব সুন্দর
তোমার তাঁবেদারি করে মেনে নিবে দাসী জীবন।
আমার প্রেমে পড়ার পর তুমি আরো,
আরো…
নীরব হয়ে যাবে,যেমনটা নীরব হয়ে যায় রাতের শেষ প্রহর,একটা ঝিরিঝিরি হাওয়া
যেভাবে শান্ত করে মন, তারপর কিছুক্ষণ
বোধ হারিয়ে মৃদু আনন্দে দাঁড়িয়ে থাকে মানুষ,
ঠিক সেভাবেই তুমিও আটকে যাবে প্রেমে;
মধু ও মৌমাছির মতন।
আমার প্রেমে পড়ার পর তুমি হয়ে উঠবে এক জ্বলন্ত আগুন কিংবা স্রোতস্বীনি নদী,বুকের ভেতর লুকিয়ে থাকা সবুজ বনানী জ্বালিয়ে দিবে।
পরক্ষণেই সবকিছু নিভিয়ে দিয়ে বলবে-
এ কি হলো আমার! আমি তো এমন ছিলাম না।
বিস্ময়ে উত্তর খুঁজতে গিয়ে আরো বেশী প্রেমে ডুবে যাবে। আরো বেশি আমাকে
খুঁড়ে খুুঁড়ে তুলে আনবে এক জ্বলন্ত অগ্নিগিরি!
নিজেকে ভাবতে চাইবে পরম সৌভাগ্যবতী নারী।
আমার প্রেমে পড়ার পর ঠিক শেষ জীবনে আরো অস্থির হয়ে যাবে, হয়তো খুঁজবে আমাকে।
যেখানে যেখানে আমাকে পেয়েছিলে এসব যায়গায়
যেতে চাইবে;কোন একদিন হয়তো জেনেও যেতে
পারো,আমি ঘুমিয়ে ছিলাম সুবহে সাদিকের পর।
এক চিলতে যায়গা, ছোট্ট একটা ঘর, তার উপর বাদলা দিনের বৃষ্টি ঝরে পড়ে শিউলির মতো করে।
আমার প্রেমে পড়ার পর তুমি নিশ্চিত পাখি হবে..
শীতের হিমেল হাওয়ার মতো একদিন
পাখি হয়ে উড়ে যাবে।
উড়ে যাবে, উড়ে যাবে।।
১০টি মন্তব্য
হালিমা আক্তার
বাহ্। ভালোবাসার মানুষটির প্রতি অনেক কনফিডেন্স।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
প্রলোভিত কবিতা! এতকিছু পাওয়া হলে প্রেমিকার পক্ষে না বলা কিছুটা অসম্ভব হয়ে যাবে।
শুভ কামনা 🌹🌹
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
রেজওয়ানা কবির
হায়রে!!! তোমার প্রেমে পড়ার পর আমি সত্যি একেবারে নিরব হয়ে গেলাম।
তোমার প্রেমে পড়ার নিজেকে আর খুঁজে পেলাম না, একদম তোমার পিছনে ছুটতে ছুটতে হয়ে গেলাম তুমি ছাড়া শূন্য আমি যা হবার কথা ছিল না,
তাই তোমার প্রেমে না পড়াই ভালো ছিল।
সব মনের কথা লিখে ফেলেছেন। শুভকামনা।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
বেশ প্রেমময় এক উপলব্ধিকর কাব্যিক কবি দা ভাল থাকবেন———-
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
হালিম নজরুল
প্রেমে পড়ার পর অনেকে অনেককিছু হয়ে যায়।
মনিরুজ্জামান অনিক
ঠিক বলেছেন দাদা,
প্রেমে পড়ার পর অনেকের অনেক কিছু হয়ে যায়,
অনেকের অনেক কিছু হারিয়েও যায়।
ধন্যবাদ।