না-বলা আপনি; মুখোমুখি

নাজমুল হুদা ২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ০৮:০৩:৪৮পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
একবার আমরা খুব মুখোমুখি হয়ে বসবো
আমি আমন্ত্রণ জানালে আপনার অজান্তে।
.
সেইদিন বৃষ্টি হবে-
বৃষ্টি তীব্রতায় আপনার অনুপস্থিতি
অধীর আগ্রহে প্রশ্ন তুলবে আপনার দিকে
খুব জানতে হবে- কোথায় ছিলেন আপনি?
যে কথা বলতে চেয়েছি আমি। বলবো না-
আপনি বলবেন- সেই থেকে আর ছিলাম না।
.
সাংকেতিক চিহ্নে আমি দুঃখ জানান দিলে
আমিই বলবো-
           কারো কারো অনুপস্থিতি বৃষ্টির জল
           নিঃসঙ্গতায় আমাকেও ডুবিয়ে রাখে।
.
অনেকদিন কিংবা অনেক বছর পরেও
আমন্ত্রণ জানালে আপনার মুখোমুখি
আমি বলবো আপনাকেই-
দীর্ঘদিন আটকে রাখা পোষা পাখির মতো
যে কথাটি ভেতরে ভেতরে পোষে রেখেছি।
.
মুখোমুখি আমার সেই কথাটি-
আপনার মুখে উড়ে অবাধ্য চুলের শাসন
হঠাৎ একটি আঙ্গুলের স্পর্শ সরিয়ে দিলে
আমি বলছি- সজ্ঞানে আপনি থেকে তুমি
           হ্যাঁ! তোমার কপাল, তোমার চোখ।
           আমি মুখোমুখি তোমার কাছে ভাষাহত
           যে কথা বলতে চাই, আমি বলতে পারিনা।
.
২৭ শে অক্টোবর
আপনি মুখোমুখি বসে আছেন
ঝরা পাতার মতো লেপ্টে আছেন
আমার না-বলা আপনি; আমার সহস্র কথায়।
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ