
আমি অপেক্ষায় ছিলাম,
অপেক্ষায় ছিলাম এক পাখি ডাকা ভোরে জেগে উঠবো বলে,
একটা ভোর!
রুপোলী রোঁদ ছুয়েই ফিরে যাবে মিহি হাওয়ার গুঞ্জনে,
শোনো- আমি অপেক্ষায় ছিলাম সেই-সে প্রত্যাশিত ভোরের;
কিছু পঙক্তি লিখেছিলাম,
অগোছালো একেকটা শব্দ গুছিয়েছিলাম তোমার তরে,
আমি তোমার জন্য কিছু লিখতে চেয়েছিলাম,
হয়তো – ছন্দ-ভাব-অনুভবে লেখা পঙক্তিরা ডানা মেলতো কবিতা হয়ে/
ইচ্ছে ছিল তোমার দু’চোখে ডুবে থাকা সব বর্ণ
ঠিকঠাক সেঁটে নিবো এই বুক-পাঁজড়ে,
এমন এক কবিতা লিখতে চেয়েছিলাম তোমায় নিয়ে,
জেনে রাখো- প্রতিটি অ-কবিতায় তোমাকে-ই চেয়েছি পূর্ণ-পুনরায়/
এক পাখি ডাকা ভোর
ছলকে চলা রুপোলী রোঁদ
নিঙড়ানো সব পঙক্তিমালা
কিছু পূর্ণাঙ্গ অ-কবিতা নিয়ে আমি তোমার অপেক্ষায় ছিলাম/
নৈশব্দ-অবসর-প্রতিক্ষায় আছো “আমার তুমি”
মনে রেখো- আমি তোমায় ভালোবাসতে চেয়েছিলাম…
★অ-কবিতা
ছবি-আমার।
২৬টি মন্তব্য
স্বপ্নীল মেঘ
কিছু প্রত্যাশা ব্যাকস্পেসে জমা থাকে। বলা হয়ে উঠেনা বা বলার সুযোগ হয়না।
কিছু ইচ্ছে বিষাদ দিয়ে পুষে রাখি হৃদয়ের অন্তরালে, প্রকাশ পাবার আগেই নতুন দুঃখ জমা হয়।
আপনি সুখি মানুষ। ইচ্ছে প্রকাশে বাঁধা না আসুক দু-দিনের জীবনে।
ভালো লিখেছেন। মন জুড়িয়ে গেলো।
ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
❝কিছু ইচ্ছে বিষাদ দিয়ে পুষে রাখি হৃদয়ের অন্তরালে, প্রকাশ পাবার আগেই নতুন দুঃখ জমা হয়❞
দারুণ বললেন, এমনই হয়, হতে থাকে প্রত্যাশার অন্তরালে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় প্রকাশ কবি আপু
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ লিটন ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
বাহ্ অসাধারণ। এমন লেখা পড়লে কেমন মনে শান্তি শান্তি অনুভূত হয়।
শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
এমন মন্তব্য দেখলে আমারও শান্তি শান্তি লাগে 🙂
ধন্যবাদ, ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
সবই তো হলো।
অপেক্ষা,শান্ত ভোর, কিছু পঙক্তি, ছন্দ, কবিতা। আবার তুমিও।আবার স্বর্ণালী রোদ। কাব্যিকতার অভাব নেই। ভালোবাসা চৌকাঠে দাঁড়ালেই। কলম হয়ে যাবে স্রোতস্বিনী বালিকা। দেরি কেনো? বলে ফেলেন, ” Hold your tongue, and let me love! “
সাবিনা ইয়াসমিন
বাহ! দারুণ বলেছেন। এমন অনুপ্রেরণা পেলে কলমের অলসতা দূর হয়ে যায়।
অনেক ধন্যবাদ, ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
কবিতার মধ্যে ইচ্ছের কথা ফুটে উঠেছে,
ইচ্ছের বাস্তবায়ন নিয়ে আর একটি অকবিতা হবে নাকি?
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
হতেও পারে। ইচ্ছেরা বাস্তবে এলে কবিতাও হয়ে যেতে পারে, কি হয় বলা যাচ্ছে না আপাতত 🙂
ভালো থাকুন সারাক্ষণ। শুভ কামনা 🌹🌹
ফয়জুল মহী
মনো দীপ্তে সুচারু রচনায় আপন চিত্তের বহন,
স্নিগ্ধতার আবরণে অফুরন্ত মুগ্ধতা।
একরাশ ভালোবাসা ।
সাবিনা ইয়াসমিন
কাব্যিক মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ মহী ভাই।
ভালো থাকুন, এমন করেই পাশে থাকুন।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসতে চাইলেই হবে না, ভালো বেসে ফেলুন। তারপর বুকের মধ্যে দুঃখের পাহাড়-পর্বত তৈরি করুন, সেখানে সুখের পায়রা হয়ে উড়ে বেড়ান। ভালোবাসা বেঁচে রবে এভাবেই হৃদয়-মন্দিরে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা। ❤️❤️
সাবিনা ইয়াসমিন
পরামর্শ মনে ধরেছে। আর চাওয়া-চাওয়ি নেই, এখন থেকে ঠিকঠিক ভালোবেসে ফেলবো 🙂
অনেক অনেক শুভ কামনা রইলো, ভালো থাকুন 🌹🌹
রেজওয়ানা কবির
ভালোবাসা আছে বলেই এই অপেক্ষা, অপেক্ষায় থাকার মাঝেই মনের ভিতর কত অ কবিতার শব্দ ঘুরে বেড়ায় এও বা কম কিসে? অপেক্ষা নামক শব্দটিতে মন উজার করা ভালোবাসার রহস্য খুঁজে পেলাম পাশাপাশি অনেক কিছু নিজের ভিতরেই রয়ে গেছে শুধু তুমিটার আশায়। সেই তুমি আসবেই খুব শীঘ্রই এই প্রত্যাশা।
সাবিনা ইয়াসমিন
আপনার কবি মন, তাই এত সুন্দর করে ভাবলেন, ইচ্ছের আড়ালে অদম্য ভালোবাসা টুকু আপনার নজরে পরেই গেলো! 🙂
ভালো থাকুন। আপনার নতুন লেখা দিন। আমরাও পড়ে ধন্য হই। শুভ কামনা 🌹🌹
নীরা সাদীয়া
কিছু অপেক্ষা কখনো শেষ হয় না। কিছু স্বপ্ন কখনও ধরা দেয় না।
সাবিনা ইয়াসমিন
স্বপ্ন ধরা দেয়না বলেই হয়তো স্বপ্ন গুলো এত মুল্যবান হয়। না পাওয়ার তৃষ্ণা আমাদের অপেক্ষাকে মধুর করে তোলে।
ভালো থেকো নীরা, নিয়মিত লিখো।
শুভ কামনা 🌹🌹
বন্যা লিপি
এ কবিতায় মন্তব্যযোগ করতে ভাষা শব্দের তীব্র সংকট অনুভূত হচ্ছে। আরো আরো পড়তে হবে,ভাবতে হবে, তারপর দেখা যাক কোনো কিছু বলতে/ লিখতে পারি কীনা!!!!
সাবিনা ইয়াসমিন
এবার আমি সত্যি সত্যিই রাগ করলাম। মন্তব্য লাগবে না, পারলে আমার রাগ ভাঙাও 😡😡
বন্যা লিপি
কপর্দক শুন্য হাতের তালু আমার নিত্য ভরে শুন্যতায়। চুপচাপ ঝরতেই থাকে চোখের কোল, মেঘহীন বরষায়। আমারও যে কিছু প্রতীক্ষা রেখেছি জমিয়ে খুব গোপনে!
আমি হেথায় খুঁজি, খুঁজি অন্য কোথা।
নাই জানা নাম ঠিকানা
কোথায় পাবো গুছিয়ে রাখা শব্দজটের চাবিখানা!
রাগ করলে করতেই পারো,
আমার উপরে সবাই রাগে
এটাই আছে এই ভাগ্যে।
সাবিনা ইয়াসমিন
শূন্যই গন্তব্য
ঐ দেখো খুব কাছেই জাগ্রত মহাশূন্য,
হাত বাড়ালেই ছোঁয়া যায় লক্ষ তারার মিছিল,
দলছুট চাঁদ ব্যস্ত শব্দের কানামাছি খেলায়/
★রাগ তুমিও করতে জানো 🙂
তৌহিদুল ইসলাম
ভালোবাসাযুক্ত অপেক্ষাও অনেক মধুর। অপেক্ষার পালা শেষ হোক। পূরন হোক সকল চাওয়া।
শুভকামনা আপু। অনবদ্য ভাবাবেগপূর্ণ লেখা পড়লাম।
সাবিনা ইয়াসমিন
“ভালোবাসা যুক্ত অপেক্ষাও অনেক মধুর”
চমৎকার বললেন। এরপর আর কোন কথা থাকে না।
ধন্যবাদ তৌহিদ ভাই, ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
নার্গিস রশিদ
মুগ্ধতা নিয়ে পড়লাম ।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ম্যাম।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹