আমার তুমি

সাবিনা ইয়াসমিন ২২ মে ২০২১, শনিবার, ০৬:০২:১১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

আমি অপেক্ষায় ছিলাম,
অপেক্ষায় ছিলাম এক পাখি ডাকা ভোরে জেগে উঠবো বলে,

একটা ভোর!
রুপোলী রোঁদ ছুয়েই ফিরে যাবে মিহি হাওয়ার গুঞ্জনে,
শোনো- আমি অপেক্ষায় ছিলাম সেই-সে প্রত্যাশিত ভোরের;

কিছু পঙক্তি লিখেছিলাম,
অগোছালো একেকটা শব্দ গুছিয়েছিলাম তোমার তরে,

আমি তোমার জন্য কিছু লিখতে চেয়েছিলাম,
হয়তো - ছন্দ-ভাব-অনুভবে লেখা পঙক্তিরা ডানা মেলতো কবিতা হয়ে/

ইচ্ছে ছিল তোমার দু'চোখে ডুবে থাকা সব বর্ণ
ঠিকঠাক সেঁটে নিবো এই বুক-পাঁজড়ে,
এমন এক কবিতা লিখতে চেয়েছিলাম তোমায় নিয়ে,
জেনে রাখো- প্রতিটি অ-কবিতায় তোমাকে-ই চেয়েছি পূর্ণ-পুনরায়/

এক পাখি ডাকা ভোর
ছলকে চলা রুপোলী রোঁদ
নিঙড়ানো সব পঙক্তিমালা
কিছু পূর্ণাঙ্গ অ-কবিতা নিয়ে আমি তোমার অপেক্ষায় ছিলাম/

নৈশব্দ-অবসর-প্রতিক্ষায় আছো “আমার তুমি”
মনে রেখো- আমি তোমায় ভালোবাসতে চেয়েছিলাম...

★অ-কবিতা
ছবি-আমার।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ